PDA

View Full Version : ফরেক্স একটা বিষাক্ত সাপ, বসে আনতে পারলে আপনি সফল।



EmonFX
2021-02-07, 10:19 PM
ফরেক্স একটা বিষাক্তত সাপ, কেননা একটা সাপ যেভাবে চলে ফরেক্সের চলার ধরণ ও ঠিক তেমন; অর্থাৎ আঁকাবাঁকা। কিছু সাপের লেজে বিষ থাকে; আবার কিছু সাপের মাথায় থাকে।এই সাপটাকে বসে আনতে পারলেই আপনি হয়ে যাবেন একজন সফল ট্রেডার। তা তো আর দু এক দিনেই সম্ভব নয়।তার জন্য চাই কঠিন প্রচেষ্টা। এই সাপের চলার ধরণ বুজতে পারাটাই হচ্ছে মূল রহস্য। সাপের লেজকে মাথা ভাবা; আবার মাথাকে লেজ ভাবা দুটোই লসের অন্যতম কারণ। লেজ থেকে বাই হবে মাথা থেকে সেল হবে।লেজ এবং মাথার অংশ বাদে পুরোটাই বডি।আর এই বডিটাই আঁকাবাঁকা। সেল যখন বডির মাঝ পর্যায়ে জায় তখন হয় এক ঝামেলা। অধিকাংশ ট্রেডার এখানেই ভূল করে ফলে। বাকা অংশ মানে পিছনে যাওয়া নয়; সামনে যাবার পথ আবিষ্কার করা।

আবার অনেকেই লেজকে মাথা ভেবে মাথাতে বাই লেজে সেল দিয়ে হয়তো দু চার ডলার কামায়; কিন্তু পরক্ষনেই বুঝতে পারে আসল কাহিনি।তখন আর কিছুই করার থাকেনা। যা কামাইছে তার দশগুণ মাশুল দেয়।আবার অনেকের একাউন্ট ও জিরো হয়ে যায়। কেউ কেউ আবার বিপরীতমুখী অর্ডার ও দেয়। তখন প্রফিট মাথায় থাকেনা ; মাথায় থাকে এ যাত্রায় কিভাবে একাউন্ট সেভ করবো সেই চিন্তা। হয়তো কেউ লস দিয়ে ব্যালেন্স যাই আছে তা দিয়ে আবার চেষ্টা করে।অয়াপ্সোস পরবর্তীতে আবারো সেই ভূল পুনরায় করে।অবশেষে ফরেক্স কে গালি গালাজ করে মনকে সান্ত্বনা দেয়; আরো বেশি করে ইনভেস্ট করে সুধে আসলে সব তুলে নেব। বিভিন্ন রকমের অভিজ্ঞতায় নিজেকে প্রস্তুত করে।

কারো থেকে ধার লোন ইত্যাদি করে হয়তো আবার নতুন উদ্দমে কাজ করা শুরু করে। প্রাথমিকভাবে কয়েক দিন হয়তো একটু ভালো করে।পরক্ষণে এই ভালো টা ধরে রাখতে পারেনা। ওই যে লেজ আর পেটে গিয়ে গিট্টু বাজিয়ে সাজানো বাগান মুহূর্তে ই ধংস করে ফেলে। তাই আমাদেরকে এই বিষাক্ত সাপ পুরো পুরী বসে এনেই তারপর খেলা দেখাতে হবে।যদি না পারেন তাহলে এখান থেকে যতো তাডাতাডি বিদায় নিবেন ততই আপনার এবং আপনার ফ্যামিলির জন্য ভালো। আল্লাহ হাফেজ।

mohd.Salahuddin
2021-02-22, 05:00 PM
ভাই আপনার মন্তব্য পরে ভালো লাগলো।তবে আমি নতুন।একজন তেমন কিছু জানিনা।

Mas26
2021-03-19, 07:20 PM
ভাই আপনি যে কথাটা বলছেন তার সাথে আমি একমত ।ফরেক্স আসলেই একটি সাপ এ সাপের আঘাতে আমি বারবার বিষাক্ত আঘাতে জর্জরিত হয়েছি এবং বারবার আমি মৃত্যু বরণ করেছি। তারপরও আমি এই সাপের সাথে খেলা করতে পছন্দ করি এজন্য এখন পর্যন্ত আমি ফরেক্সে আছি এবং ফরেক্স এ থাকব ইনশাল্লাহ।

Ahmedali
2021-04-16, 10:23 AM
আমরা কম বেশি সবাই জানি যে সাপ শিকার করে সাপুড়ে। তারা যখন শিকার করে তখন তারা দেখে যে এটা কোন প্রকৃতির সাপ। সে অনুযায়ী তারা সাপ শিকার করে। কখনো কখনো তারা শিকারে হতাশ হয়েযায়। তাই বলে তারা কিন্তু পিছু ছাড়েন না।
ঠিক তেমনি ফরেক্স মার্কেট হলো বিষ ধর সাপের মতো। শিকার করতে গিয়ে দেখা যায় যে, মনে হয় সাপ বসে আসছে তার মানে মার্কেট সফল হয়েছে কিন্তু তার পরক্ষণেই বোঝা যায় যে অবস্থা খুবই কঠিন। তার কারন হলো এটা বিষধর সাপের মতো । আর তখনই ট্রেডার গণ ছোবল খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়।
আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সফল হয়েছে তবে সেটা কম বিষধর সাপ শিকার করে। ঠিক তেমনি ফরেক্স মার্কেটেও অনুরূপ ভাবে একই প্রতিফলন ঘটে।
যুদ্ধের সময় দুই প্রতিপক্ষ যেমন সমান না হলে খেলা জমেনা ঠিক তেমনি সাপুড়ে আর সাপ দুজনেই শক্তিশালি না হলে খেলা জমেনা। তদরুপ ফরেক্সেও তাই।
আগে প্রকৃত জ্ঞান অর্জন করো তারপর ফরেক্স মার্কেটে প্রবেশ কর। তবেই সফল হতে পারো।
নতুবা বিষাক্ত সাপের মতো ফরেক্সের কুনজর ও তোমার উপর পরবে।

md mehedi hasan
2021-04-22, 02:13 PM
ফরেক্স একটা সম্ভাবনা ময় রিক্স বিজনেস।আপনি যদি ফরেক্স মার্কেট ব্যবসায়ী হন তাহলে আপনি হয় নিজেকে সর্বসান্ত করবেন না হলে অনেক টাকার মালিক হবেন।এই প্রসেস টা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর।আপনি যদি ফরেক্স মার্কেট দক্ষতা অর্জন করতে পারেন তাহলে ফরেক্স আপনার জন্য আর্শবাদ সরুপ আর যদি ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন না করেন তাহলে ফরেক্স বিষাক্ত সাপ এর মত আপনার ীজীবন কে শেষ করবে।