PDA

View Full Version : করোনাভাইরাসের টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে ৪০ বছরে আনা হল



kohit
2021-02-08, 03:08 PM
করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য বয়সসীমা কমানো হয়েছে। করোনাভাইরাসের টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে ৪০ বছরে আনা হল। সিদ্ধান্ত অনুযায়ী ৪০ বছর বয়সী সাধারণ মানুষও করোনার টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৫৫ বছরের নিচের সাধারণ কেউ টিকা নিতে নিবন্ধন করতে পারতেন না।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রী সচিব জানান, কেউ নিবন্ধন করতে না পারলে তিনি তার জাতীয় পরিচয় পত্র নিয়ে টিকাকেন্দ্রে গেলেও টিকা নিতে পারবেন।

এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু এই টিকা ৭০ শতাংশ কার্যকর। সেই হিসাবে একশ জন টিকা নিলে যদি ৭০ জনও ইউমিউন হয়ে যায়, তাহলেও ধীরে ধীরে আমরা রোগটার বিস্তারের ক্ষেত্রে আমরা অনেকটাই কমফোর্ট জোনে আমরা চলে যাবো। সুতরাং যাদের টিকা নেয়ার সুযোগ আছে তারা সবাইকেই টিকা আমরা দিয়ে দিবো।’

স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে জানিয়ে দেয়া হয়েছে। তারা খুব শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।