PDA

View Full Version : প্রোফেশনালদের স্ট্রাটেজি, যেটা দিয়ে অন্তত ২% হলেও প্রোফিট করা যায়



SaifulRahman
2021-02-08, 06:50 PM
13644
সবধরনের ট্রেডিং একটা মেন্টাল গেম। তবে ফরেক্স টা একটু বেশি, কারন ক্যাপিটালের তুলনায় প্রত্যাশা আমাদের বেশি থাকে। ফরেক্স কি প্রোফেশন হিসাবে নেয়া যায়, যেখান থেকে প্রফিট করা যায়। । সত্যই প্রফিট করা যায় এমন কোন স্ট্যাটিজি রয়েছে, যেটা প্রফেশনাল ট্রেডাররা অন্তত ২% প্রোফিট হলেও সেই স্ট্যাটিজি
মেনে চলে। ফরেক্স থেকে প্রতি মাসে নিয়মিত প্রোফিট করা সম্ভাব না। কারণ নিজের সব কিছুই হারিয়েছি এই ফরেক্সে। দুই মাস লাভ হলে তিন মাসের মধ্যে লচ হবেই। সবমিলিয়ে নিজের ক্ষতি হবেই। আজ নাই কাল। ফরেক্স মার্কেট অনেক মানুষের সাথে পরিচিত হয়েছে।তাদের প্রতি সন্মান রেখে চলে যাচ্ছি। কোন ভুল হলে ক্ষমা সুন্দর ভাবে দেখবেন

mohd.Salahuddin
2021-02-22, 04:55 PM
আমি তো একদম নতুন।আমি কি চেষ্টা করে থাকবো।

Mas26
2021-04-02, 11:32 PM
আসলে ফরেক্স সম্পর্কে আমার অতটা ধারণা নয় কিন্তু আসলে প্রোফেশনাল যারা ট্রেডার তারা আসলেই একটা ট্রেডে তাদের লক্ষ্যে তারা পৌঁছে যান। তাদের লক্ষ্য থাকে একটাই যে তারা ট্রেড করবে কিন্তু লস করবে না আর এই লস ধরে রাখার ফলে তারা প্রত্যেকটা ট্রেডেই প্রফিট করতে সক্ষম হয়।

md mehedi hasan
2021-05-09, 11:26 AM
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে এক দুই মাস যে লাভ করি।দেখা যায় পরের মাসে এর চেয়ে বেশি লস করি।বছর শেষ হলে দেখা যায় লসের পাল্লা টাই ভারি।অনেকে আশা নিয়ে ফরেক্স মার্কেটে আসি।আর এর সাথে অনেকে ভুল ধারণা নিয়ে আসি।যে ফরেক্স মার্কেটে একশ ডলারে ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করবো।আর এর জন্যই বড় বড় লপ সাইজের ট্রেড ওপেন করে একাউন্ট্ ফাকা করে ফেলে।আসলে ফরেক্স মার্কেটে এতো লাভ এর আশা করা বোকামি ছারা আর কিছুই না।আপনি আপনার ডিপোজিট এর উপর ভিত্তি করে রেগুলার এক থেকে দুই পারসেন্ট ইনকাম করলেই হবে।