PDA

View Full Version : লোকসান কমাতে উৎপাদন স্থগিত করবে রোলস রয়েস



kohit
2021-02-09, 05:09 PM
লোকসান কমাতে উড়োজাহাজের ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থা রোলস রয়েস তার জেট ইঞ্জিন কারখানা দুই সপ্তাহ বন্ধ রাখার পরিকল্পনা করছে। মহামারীতে উড়োজাহাজের কার্যক্রম সংকুচিত হয়ে যাওয়ায় ইঞ্জিনিয়ারিং জায়ান্টের বিক্রি ও সেবা দেয়ার বিষয়গুলো কমে গেছে। বিষয়টি নিয়ে সংস্থাটি শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে চাইছে। খবর বিবিসি।

প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ রাখার বিষয়টি প্রতিরক্ষা ও জ্বালানি বিভাগকে প্রভাবিত করবে না। রোলস রয়েস একটি বিবৃতিতে জানিয়েছে, গত গ্রীষ্মে ইউনিয়নের সঙ্গে চুক্তির অংশ হিসেবে আমরা যুক্তরাজ্যে আমাদের সিভিল এয়ারস্পেস অপারেশনগুলোয় ১০ শতাংশ উৎপাদনশীলতা ও দক্ষতা উন্নয়নে আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছিলাম। এটি কীভাবে অর্জন করা যায়, সে বিষয়ে ইউনিয়নের সঙ্গে গঠনমূলক আলোচনা শুরু করেছি। এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।


১৯৮০-এর দশকে ফার্মটি পুনরায় বেসরকারীকরণের পর এই প্রথম কারখানার কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ করতে যাচ্ছে। ব্যয় কমাতে সংস্থাটি ২০০ কোটি পাউন্ডের নগদ ব্যবসা ছেড়ে দেবে বলে আশাবাদী।

বণিক বার্তা