PDA

View Full Version : Eur/usd পেয়ারটির টেকনিক্যাল অ্যনালাইসিস, (১০ ফেব্রুয়ারী, ২০২১)



InstaForex Sushantay
2021-02-10, 03:16 PM
EUR/USD পেয়ারটির টেকনিক্যাল অ্যনালাইসিস, (১০ ফেব্রুয়ারী, ২০২১)


এনালাইসিসটি তৈরী করেছেন ইন্সটা ফরেক্স টিমের এনালিটিক্যাল এক্সপার্ট সেবাস্টিয়ান সেলিগ (Sebastian Seliga)
টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে মার্কেট পরিস্থিতি:
EUR/USD পেয়ারটি এখনকার মত ফিবোনাকির সকল লেভেলের উপরে উঠে গেছে এবং আরো এগিয়ে চলেছে। বুল স্বল্প-মেয়াদী ট্রেন্ড লাইন রেজিস্টেন্স লেভেলটি ভেঙে আরো উপরে গেছে এবং বুলের জন্য পরবর্তী লক্ষ্যটি সাপ্লাই জোন 1.2154 - 1.2178 এর লেভেলের মধ্যে অবস্থিত। ইন্ট্রাডে টেকনিক্যাল সাপোর্ট এখন 1.2088 লেভেলে অবস্থিত। দয়া করে লক্ষ্য করুন, H4 টাইম ফ্রেম চার্টের মুভমেন্ট অনেকটাই শক্তিশালী এবং ইতিবাচক। মার্কেট ওভারসোল শর্ত থেকে উঠছে, যা এই পেয়ারটির জন্য স্বল্প-মেয়াদী বুলিশের দৃষ্টিভঙ্গিতেই পত চলছে।
সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.2314
WR2 - 1.2227
WR1 - 1.2130
সাপ্তাহিক পিভট - 1.2038
WS1 - 1.1949
WS2 - 1.1857
WS3 - 1.1765
ট্রেডিংয়ের পরামর্শ:
২০২০ সালের মার্চের মাঝামাঝি থেকে EUR/USD পেয়ারের মূল ট্রেন্ডটি আপ রয়েছে। যার অর্থ 1.1609 লেভেলে দেখা মূল টেকনিক্যাল রেজিস্টেন্স ব্রেক না হওয়া পর্যন্ত কোনও স্থানীয় সংশোধনগুলি বাই ডিল নেওয়া উচিত। মূল দীর্ঘমেয়াদী টেকনিক্যাল রেজিস্টেন্স 1.2555 লেভেলৈ দেখা যায়। মার্কেটে ব্রডনাইজিং ওয়েজ ট্রেন্ডের বিপরীত প্যাটার্নটি 1.2200 - 1.2300 এর লেভেলে চারপাশে তৈরি করবে। 1.2154 লেভেলে কোনও ব্রেক হলে ট্রেন্ডটি পরিবর্তন/ সংশোধন হতে পারে।

http://forex-bangla.com/customavatars/16659349.jpg
ফরেক্স টেকনিক্যাল অ্যনালাইসিসগুলো পেতে ভিজিট করুন: https://cutt.ly/LfRWnM6


*মার্কেট বিশ্লেষণ ট্রেডিং সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি করবে, কিন্তু আপনাকে ট্রেডিং সম্পর্কিত নির্দেশ প্রদান করবে না।