Log in

View Full Version : ভারতে উইস্ট্রনের আইফোন কারখানা পুনরায় চালু



kohit
2021-02-10, 04:10 PM
গত বছর ডিসেম্বরের মাঝামাঝি তাইওয়ানভিত্তিক টেক জায়ান্ট উইস্ট্রন করপোরেশনের ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত আইফোন উৎপাদন কারখানায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বেতন নিয়ে অনিয়মের জেরে কারখানাটির কর্মীরা বিক্ষোভ ও সহিংসতার পথ বেছে নেন। একযোগে বিপুলসংখ্যক কর্মী ভাংচুর চালানোয় কারখানাটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ওই ঘটনার দুই মাস পর আংশিক উৎপাদনে ফেরার তথ্য দিয়েছে উইস্ট্রন কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্মীদের সঙ্গে বেতন নিয়ে জটিলতার সমাধান করার তথ্য দেয়া হয়েছে। খবর ইটি টেলিকম।

এ বিষয়ে উইস্ট্রন স্মার্ট ডিভাইসেসের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড শেন বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেঙ্গালুরুর কারখানাটি ছিল অন্যতম আইফোন সংযোজন ফ্যাসিলিটি। মেরামতের পর কারখানাটির আংশিক কার্যক্রম চালু করা হয়েছে। একই সঙ্গে কারখানাটিতে ৩ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমরা ভারতে আইফোন উৎপাদন কারখানার অভ্যন্তরীণ পরিবেশের মানোন্নয়নে কাজ করছি। শ্রমিকদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। এ নিয়ে বিভিন্ন ইউনিয়ন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা হচ্ছে। এরই মধ্যে কর্মী নিয়োগে নতুন নীতিমালা এবং প্যারোল সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে উইস্ট্রনের আইফোন উৎপাদন কারখানার সব কর্মী এখন থেকে সঠিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

গত বছরের ১২ ডিসেম্বর বেতন নিয়ে অনিয়মের প্রতিবাদে বেঙ্গালুরুর নারসাপুরায় উইস্ট্রনের আইফোন কারখানার কর্মীরা সহিংসতার পথ বেছে নেন। ওইদিন নাইট-শিফটে কাজ করা বিপুলসংখ্যক কর্মী সকালে কারখানাটিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে উত্তেজিত কর্মীরা কারখানার অভ্যন্তরে ব্যাপক ভাংচুর চালান। কর্মীদের অভিযোগ, তাদের সঠিকভাবে পারিশ্রমিক দেয়া হয় না।

উইস্ট্রনের নারসাপুরা আইফোন উৎপাদন কারখানার দুই হাজারজনের বৃহৎ একটি অংশ সহিংসতায় অংশ নেয়। আসবাবপত্র থেকে শুরু করে ডিভাইস সংযোজন ইউনিট ভাংচুর করা হয়েছিল। সহিংসতার সময় উইস্ট্রনের যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

বণিক বার্তা