PDA

View Full Version : ফরেক্স আমার পেশা



Sakib42
2021-02-10, 11:59 PM
বন্ধু আমরা ফরেক্সে কেবলমাত্র একভাবে সাফল্য নিতে পারি যদি আমাদের আবেগ এবং পেশা উভয়ই অন্যরকম হয়ে যায় তবে অন্যদিকে ফরেক্স আমাদের পেশা না হলে আমরা সহজে সাফল্য পেতে পারি না। তাই আমাদের এটার সাথে লেগে থাকতে হবে এবং ভালো কিছুর জন্য চেষ্টা করতে হবে।

EmonFX
2021-02-11, 02:24 PM
ফরেক্সকে পেশা হিসেবে নেয়া অবশ্যই ভালো সিদ্ধান্ত। তবে বলবো শুরুতেই প্রফেশন হিসেবে না নেয়াই ভালো। ফরেক্সে ভালো দক্ষতা অর্জন করতে পারলে তারপরে ফরেক্সে কে প্রফেশন হিসেবে নেয়া যেতে পারে। শুরুতেই কেউ ফরেক্সে ভালো করতে পারেনা। শুরুতেই ফরেক্সে ইনকামেন উপর নির্ভরশীল হয়ে পড়লে কোন কোন সময় আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। ফরেক্স মার্কেট থেকে সবসময় লাভ করা যায় না। সবসময় মার্কেট আপনার অনুকূলে থাকবে এমন নয়। ধরুন- আপনি কোন একমাসে প্রফিট করতে পারলেন না, লস হলো। তখন আপনাকে ফিনানসিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে হতে পারে। তাই বলবো অন্যান্য পেশার পাশাপাশি ফরেক্স কন্টিনিউ করতে পারেন।

ফরেক্সে ব্যক্তি স্বাধীনতা আছে বিধায় ফরেক্স অবশ্যই প্রফেশন হিসেবে ভালো। আপনার সময় ও সুযোগ মতো যে কোন সময় ফরেক্স ট্রেডিং করতে পারেন। নিজের ভালো মন্দের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। তাই স্বাধীনভাবে ট্রেডিং করে যায়। এতো সব কারনের পরেও আমি বলবো অবশ্যই ফরেক্স কে প্রফেশন হিসেবে নেয়া যায় কিন্ত তা অবশ্যই ভালো দক্ষতা অর্জন করার পরে। তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।