PDA

View Full Version : দেশের উভয় পুঁজিবাজারে ইতিবাচক সূচক ও ট্রেন্ড বজায় রয়েছে!



Tofazzal Mia
2021-02-11, 11:12 AM
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ট্রেড বন্ধ হবার পর আজ বৃহস্পতিবারর শুর থেকেই দেশের দুই পুঁজিবাজারে ইতিবাচক সূচক ও ট্রেন্ড ধরে লেনদেন চলছে এবং টাকার অংকে লেনদেনও বেড়েছে। কেননা গতকাল ডিএসইতে ৭৮৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন আগের দিন থেকে ১০২ কোটি ৭১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আজ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ১৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৯ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
http://forex-bangla.com/customavatars/1058255860.jpg