PDA

View Full Version : মার্কেটের ফেজ



anwarForex
2015-08-08, 07:32 PM
মার্কেটের গতি বিরামহীন একটি চক্রে চলে। যেমন
১। ট্রেন্ড
২। ট্রেডিং রেঞ্জ
৩। যে কোন দিকে ব্রেকআউট
৪। আবার ট্রেন্ড
তাই এ ফেজগুলোর বৈশিষ্ট্য ভাল করে স্টাডি করে ট্রেড করা উচিৎ।

Talha
2015-08-10, 12:36 PM
সবদিক জানা থাকলে আপনি মার্কেটের চেহারা দেখলে বুযতে পারবেন মার্কেট কি বাই এ যাচ্ছে নাকি সেল এ যাচ্ছে আপনার সব নলেজ থাকতে হবে ফরেক্স মার্কেট সম্বন্ধে আর যদি জানা না থাকে আপনি বুযতে পারবেন না তার মানে আপনি লসকরতে থাকবেন আর লস করতে করতে আপনার অনিহা চলে আসবে ফরেক্স মার্কেটেরর প্রতি

md mehedi hasan
2015-08-10, 12:56 PM
মার্কেট ফেজ বলতে ফরেক্স মার্কেট কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড বা মার্কেট কি একটি নির্দষ্ট সীমার মধ্যে রেঞ্জবাউন্স আকারে চলছে ইত্যাদির চেহারাকে বুঝায়।আপনি যদি ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হন তাহলে একনজরে মার্কটের ফেজ দেখে বলতে পারবেন মার্কেট মুভমেন্ট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড বা রেঞ্জবাউন্স আকারে চলছে এবং এই অনুমান থেকে আপনি বলতে পারবেন মার্কেট কি বাই এ যাচ্ছে নাকি সেল এ যাচ্ছে এবং সেই অনুসারে আপনি ট্রেড করতে পারবেন।

MotinFX
2015-08-19, 10:18 PM
ফরেক্স মার্টেক সম্পর্কে জানা থাকলে মার্কেট কোন দিকে যাচ্ছে তা মার্কেেটের ফেজ দেখলে অাপনি বুঝতে পারবেন। মার্কেট কি বাই এর দিকে যাচ্ছে না সেল এর দিকে যাচ্ছে।কেননা সব সময় লস দিলে মার্কেট সম্পর্কে অনিহা চলে আসবে। তাই আপনাকে জেনে বুঝে ট্রেড করতে হবে।

maziz6989
2015-08-28, 11:43 AM
মার্কেট ফেজ বুঝতে গেলে কিছু জিনিসের দিকে আপনাকে খেয়াল করতে হবে। সেগুলো হল প্রাইস কি বোলিঙ্গার ব্যান্ড এর ভেতরে না বাইরে, মার্কেট ওভার ব্রট না ওভার সোল্ড, ট্রেন্ডি না রেন্জ রাউন্ড, টাইম ফ্রেম। তাই সবাই যে কোন কিছু ভাল ভাবে বুজার জন্য চেষ্টা করুন , না বুঝলে ওয়েব সাইটের সাহায্য নিন।

fxover
2015-09-15, 06:15 AM
মার্কেটের গতি বিরামহীন একটি চক্রে চলে। যেমন
১। ট্রেন্ড
২। ট্রেডিং রেঞ্জ
৩। যে কোন দিকে ব্রেকআউট
৪। আবার ট্রেন্ড
তাই এ ফেজগুলোর বৈশিষ্ট্য ভাল করে স্টাডি করে ট্রেড করা উচিৎ।

হ্যাঁ ফরেক্স মার্কেট ভাল করে বুঝতে হলে এবং সফল হতে হলে আমাদেরকে ফরেক্স মার্কেট অনেকে বেশি বেশি এনালাইসিস করতে হবে । মার্কেট এর গতিবিধি খেয়াল রাখতে হবে । মার্কেট এর বিভিন্ন এনালাইটিক্যাল বিষয় গুলো ভালোভাবে আয়ত্ত্ব করতে হবে । আর এসব বিষয় আমরা গুগল থেকে অনায়াসেই শিখে নিতে পারি । এজন্য কোন ট্রেনিং কেন্দ্রে যাবার কন প্রয়োজন নাই । ঘরে বসেই আমরা ফরেক্স শিখতে পারি এবং সফল ট্রেডার হতে পারি ।

basaki
2016-01-29, 09:38 AM
আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে চান তবে মার্কেট পেজ ভাল করে আয়েত্ত করে ফরেক্স মার্কেট কে আয়েত্ত করে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। আর যারা ফরেক্স মারকেটে একধম নতুন তাদের জন্য এটা শিখা অতিব জরুরি। এটা ফলো না করলে লস হতে পারে।

yasir arafat
2016-04-02, 04:07 PM
আমি বলব যে আপনার একটা সঠিক সিম্পল ট্রেডিং স্ট্রাটেজি আপনাকে এ ধরণের মোকাবেলা করতে সহায়তা করবে।অভিঙ্গতা হচ্ছে বড় অস্ত্র ।যার মাধ্যমে আপনি এখানে ঠিকে থাকার জন্য প্রয়াস করে থাকেন।সুতরাং নিজের কর্মদক্ষতাটাই এখানে আপনাকে কাজে লাগাতে হবে।

sharifulbaf
2016-05-20, 09:39 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের অনেক কিছু অনুসরণ করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করার পুর্বে মার্কেটের নিউজ দেখা,মার্কেট এনালাইসিস করে নিয়ে তার পরে মার্কেটের ট্রেন্ড দেখতে হব্র যে মার্কেট কোন দিকে যেতে পারে সেই ধারনার উপরে ট্রেডিং করতে হবে,যাতে ভাল প্রফিট করা যায়।

Md Masud
2017-05-25, 02:36 PM
ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হন তাহলে একনজরে মার্কটের ফেজ দেখে বলতে পারবেন মার্কেট মুভমেন্ট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড বা রেঞ্জবাউন্স আকারে চলছে । মার্কেট এ্যানালাইসিস করে নিয়ে তার পরে মার্কেটের ট্রেন্ড দেখতে হবে যে মার্কেট কোন দিকে যেতে পারে সেই ধারনার উপরে ট্রেডিং করতে হবে । যারা ফরেক্স মার্কেটে একদম নতুন তাদের জন্য এটা শিখা অতিব জরুরি । এটা ফলো না করলে লস হতে পারে ।

mahbubhb
2017-08-13, 12:49 AM
একজন দক্ষ ট্রেডার এর একটি গুনাবলীর অংশীদার হল ফরেক্স মার্কেট এর ফেজ ফলো করে ট্রেড করা। একজন দক্ষ ট্রেডার মার্কেট এর ফেজ দেখে বলতে পারে মার্কেট এর পরিস্থিতি আপট্রেন্ড নাকি ডাউনট্রেন্ড। সে যদি এই ফেজ দেখে ট্রেড দিতে পারে তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে না। তাই সবার উচিৎ মার্কেট এর ফেজ এনালাইসিস করা।