PDA

View Full Version : নতুন একাউন্ট এটাস করলেই একাউন্ট প্রতারণামূলক দেখাচ্ছে।



Rimu7
2021-02-13, 08:21 AM
ফোরাম এডমিনিস্ট্রেটর এবং মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। ফরেক্স ফোরামের কাজ করে প্রাপ্ত বোনাস ফরেক্স ট্রেডিং একাউন্টে নেওয়া যাচ্ছে না। নতুন পুরান সকলের পোস্টের জন্য বোনাস অংশে একাউন্ট এটাস করার সাথে সাথেই একাউন্ট প্রতারণামূলক দেখাচ্ছে। প্লিজ এমন উত্তর দিবেন না যে একই আইপিতে একাধিক একাউন্ট, ফোন নাম্বার মিল, নামের মিল ইত্যাদি কারণে এমনটা হচ্ছে। আমরা যারা ফরেক্স ফোরামে একদম নতুন তারাও একাউন্ট এটাস করতে পারছি না। লক্ষ্য করলে দেখবেন গত ২-৩ মাসে ফোরামে যারা যারা যুক্ত হয়েছেন নতুনভাবে তাদের সকলের একই সমস্যা দেখা দিয়েছে একাউন্ট প্রতারণামূলক। আমরা ফোরামের সকল রুলস মেনেই কাজ করার চেষ্টা করছি। ফোরাম এডমিনিস্ট্রেটর এবং মডারেটররা বিষয়টি খতিয়ে দেখলে আমাদের খুব উপকার হয়। আবারও বলছি একদম নতুনরাও ফোরামে একাউন্ট এটাস করতে পারছে না যাদের একদম নতুন আইপিতে একটাই একাউন্ট, ফোন নাম্বার একদম নতুন, এবং এর আগে তারা কখনোই ফোরামে একাউন্ট বা কাজ করেনি।

EmonFX
2021-02-13, 09:36 AM
হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। ফোরাম একাউন্টের সাথে ট্রেডিং একাউন্ট সংযুক্ত করলেই একাউন্ট প্রতারণামূলক দেখায়। গত দুই তিন মাস ধরে ফোরামে এই সমস্যাটি দেখা যাচ্ছে। অনেকে নয়, নতুন-পুরনো সবাই প্রত্যেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। মডারেটরদের সাথে যোগাযোগ করলে তাদের সোজাসাপ্টা উত্তর, "নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং আইপি মিলে গেলে স্বয়ংক্রিয়ভাবে একাউন্ট প্রতারণামূলক দেখায়"। এটি কোন যথার্থ উত্তর বা সমাধান নয়। একদমই নতুন যারা কখনোই ফোরামের সাথে সংযুক্ত ছিলেন না তাদের ক্ষেত্রেও এই সমস্যা হচ্ছে। এসবের কারণে দিন দিন ব্যাপকহারে ফরেক্স ফোরামের সদস্যদের সংখ্যা কমে যাচ্ছে। এ ব্যাপারে আমি ফরেক্স অথরিটি এবং মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।

samun
2021-02-18, 08:01 PM
আসলে বর্তমানে নতুন নিয়মে নতুন ট্রেডারদের জন্য বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে এর থেকে উত্তরণের উপায় টা কি এটা আসলে কেউ ঠিকমতো জানেনা যদি কোনো বড় ভাইয়েরা এই বিষয়গুলো জেনে থাকেন অবশ্যই ভাইদেরকে সাহায্য করবেন বলে আমি মনে করি

Sakib42
2021-02-18, 11:55 PM
আমিও গত দুই তিন মাস ধরে এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিনা। ফোরামে কর্মরত অনেক মানুষ এরকম প্রশ্ন করেছে কিন্তু এর কোনো সলিউশন এখন পর্যন্ত আসছে না। আমরা দীর্ঘদিন ধরে দেখতে পারছি যে বাংলা ফোরাম কেমন যেন উল্টোপাল্টা হয়ে রয়েছে কোন কাজই নির্ধারিত সময় মতো হচ্ছে না, যেখানে আমরা আমাদের নির্ধারিত সময় ঠিকই দিয়ে যাচ্ছি কিন্তু তার পারিশ্রমিক হিসেবে কিছুই পাচ্ছিনা বলতে গেলে চলে। আমি গত কয়েক মাসে আমার কিছু পরিচিত মানুষদের ফরেক্স সম্পর্কে ধারণা দিয়ে থাকি এবং তারা কাজ করতে আগ্রহী হয় কিন্তু যখন তারা ফোরামে একাউন্ট অ্যাটাচমেন্ট করে কোন কারন ছাড়াই তাদের প্রতারণামূলক শ্রেণীতে আখ্যায়িত করা হয় যেটি একদম ভিত্তিহীন। আমি বলব এখানে আমরা অনেক মানুষ রয়েছে যারা কর্মরত আছি এবং চাই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক তাই আমি ফরেক্স এর সকল মেম্বারদের কাছে অনুরোধ করবো যারা উচ্চ পদে কর্মরত রয়েছেন তারা দয়া করে এই সমস্যার সমাধান করবেন খুব তাড়াতাড়ি।

Starship
2021-02-19, 03:05 PM
ইতিপূর্বে আমি বেশ কয়েক মাস ধরে এই ধরনের থ্রেড খুব বেশি লক্ষ্য করছি। তারমানে নতুন কোন একাউন্ট বোনাস এর আওতায় অন্তর্ভুক্ত হচ্ছে না। আমার মনে হয় একটি টেকনিক্যাল সমস্যা হতে পারে কিংবা ফোরামের নতুন কোন নিয়ম হতে পারে। তবে আমরা আশা করি খুব দ্রুত এ ধরনের সমস্যার সমাধান পাবো। ইতিপূর্বে বেশ কয়েকজন নতুন ট্রেডার অনেকগুলো পোস্ট করেছিলাম, কিন্তু ফোরাম একাউন্টে বোনাস যোগ হলেও ট্রেডিং একাউন্টে যোগ হয়নি। আর একজনের অর্জিত বোনাস যদি ট্রেডিং একাউন্টে যোগ না হয় তাহলে চ্যাট করা সম্ভব হবে না। আর একজন ট্রেডার যদি ট্রেড না করতে পারেন তাহলে তার পোস্ট করাটাই ব্যর্থ। আশা করছি খুব দ্রুতই সমাধান পাবো।

Mas26
2021-02-19, 03:20 PM
না তোমার বরের সাথে কখনো এ ধরনের সমস্যা হয় নাই আর কি কারণে এরকম হচ্ছে সেটা বলতে পারবো না ভাই আমার জানা নাই ফরেক্স কখনো এরকম কাজ করেনি আমি যতদূর জানি।

Devdas
2021-07-30, 01:32 PM
যারা ফরেক্স এ নতুন জয়েন করতে নতুন একাউন্ট খোলেছে তারা ফরেক্স একাউন্ট এ এ্যাটাচ করতে পারছে না আমি গত মাস থেকেই শুনে আসছি কেন এমনটা হচ্ছে আমি ঠিক বলতে পারছি না। তবে আমি ইন্সটাফরেক্স এর টিম কে এসএমএস করে জানলাম যে যাদের নাম, ঠিকানা, ই-মেইল, মোবাইল নম্বর ও ইন্টারনেট এর আইপি এক হলে এই ধরনের সমস্যা হচ্ছে। এখনো এর সমাধান করার কথা জানতে চাইলে তারা আবার চেষ্টা করতে বলেছেন। তবে সব কিছুই যেন আলাদা হয় কোন এন্ট্রির এক হলে একাউন্ট বন্ধ করে দিতে পারে।