PDA

View Full Version : ডিএসইর অ্যাপে লেনদেন চালু হল!



SaifulRahman
2021-02-14, 05:35 PM
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার থেকে পুরো সময় মোবাইল অ্যাপে লেনদেন করা যাবে। গত বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপস পুরো সময়ে লেনদেন হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে রোববার করা হয়েছে বলে ডিএসই সূত্র জানায়। এর আগে গত ১১ জানুয়ারি থেকে পুরো সময় লেনদেনে ব্যত্যয় হয়। মাঝখানে এক দফা সময় বাড়ানোর পর বৃহস্পতিবার থেকে এটা চালুর কথা ছিল। দেশের পুঁজিবাজারে সকাল ১০ থেকে লেনদেন শুরু হয়ে শেষ হয় বেলা ২টা ৩০ মিনিটে। এর সাথে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট এবং শেষ হওয়ার পরে ১০ মিনিট বাড়তি লেনদেন করা যায় ঢাকার পুঁজিবাজারে। সেই হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর*্যন্ত ঢাকার পুঁজিবজারে লেনদেন চলে। কিন্তু রক্ষণাবেক্ষণের চলায় ডিএসইর অ্যাপে লেনদেন সময় কমিয়ে গত ১১ জানুয়ারি থেকে ১০টা ১৫ মিনিট থেকে বেলা ২টা পর*্যন্ত চলছে।
http://forex-bangla.com/customavatars/1401322349.jpg