PDA

View Full Version : প্রতিদিনের ফরেক্স নিউজ নিয়ে এনালাইসিস ও আলোচনা



Starship
2021-02-14, 07:24 PM
সকল ফরেক্স ট্রেডারকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি প্রতিদিনের ফরেক্স নিউজ এনালাইসিস। এই থ্রেটে প্রতিদিনের ফরেক্স ফেক্টরি থেকে নিউজ নিয়ে এনালাইসিস ও আলোচনা। আশা করি আপনাদের সহযোগিতার কামনা করছি। নিয়মিত ফরেক্স নিউজ নিয়ে এনালাইসিস করবো তাই চোখ রাখতে পারেন এই থ্রেটে।


13681

Starship
2021-02-16, 04:04 PM
আপডেট ১# ১৬-০২-২০২১ইং

সবাই কেমন আছেন? আজ 16 ই ফেব্রুয়ারি 2021। আজকের দিনে ফরেক্স নিউজ ফ্যাক্টরিতে তেমন কোন উল্লেখযোগ্য বা হাই ইম্পেক্ট সম্পর্কিত কোনো নিউজ নেই। আজকের নিউজ পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি - AUD Index এ একটি Med Impact আর একটা লো Impact news রয়েছে। এছাড়াও Euro Index এ ছয়টি লো Impact সম্পৃক্ত নিউজ রয়েছে। USD Index এ দুটি লো Impact সম্পৃক্ত নিউজ রয়েছে। সর্বোপরী আজকের নিউজ ফরেক্স মার্কেটে তেমন প্রভাব ফেলবে না।

13699

Starship
2021-02-17, 10:29 AM
আপডেট ২# ১৭-০২-২০২১ইং


13701


আজ ১৭ ফেব্রুয়ারী, ২০২১৷ USD Index এ দুটি হাই ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে - যথা- Core Retail Sales m/m এবং Retail Sales m/m.। অপরদিকে GBP ইন্ডেক্স একটি হাই ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে -CPI [Consumer Price Index] y/y. যা প্রাইস মুভমেন্ট এর ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি ট্রেড করার পূর্বে পর্যাপ্ত সময় ও নিউজ এনালাইসিস অনুসরণ করে করা উচিত।

Starship
2021-02-18, 10:10 AM
আপডেট ৩# ১৮-০২-২০২১ইং


13715



আজ ১৮ ফেব্রুয়ারি। আজকের দিনে নিউজ ক্যালেন্ডার ফলো করে দেখা যায় USD Index এ তিনটি Med ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। USD ইন্ডেক্সের সঙ্গে জড়িত সকল পেয়ারে ও Crude oil এ ধরনের প্রভাব ফেলতে পারে। AUD ইন্ডেক্স দুইটি ২টি ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে-
১. Employment Change
২. Unemployment Rate.

এক্ষেত্রে USD রিলেটেড সকল পেয়ারে ট্রেড করার ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করে ট্রেড করতে হবে। তাহলেই প্রফিট অর্জন সম্ভব।

Starship
2021-02-22, 09:44 AM
আপডেট ৪/ ২৩/০২/২০২১

13729


আজ ২২শে ফেব্রুয়ারী ২০২১। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের দিনে নিউজ ক্যালেন্ডার তেমন কোন উল্লেখযোগ্য নিউজ নেই। এমনকি নিউজের সংখ্যাও অত্যন্ত কম। আজকের দিনে Forex Factory তে ক্যালেন্ডার অনুসরণ করে দেখতে পাবো - EUR Index এ একটি Med ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ ও দুইটি Low Impact Expected নিউজ রয়েছে। এছাড়াও USD Index এ একটি Low Impact ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। JPY Index এ একটি Low Impact ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। এছাড়া EUR Index রিলেটেড সকল পেয়ারে প্রাইস মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ট্রেড করার সময় নিউজ ফলো করে ট্রেড করুন।

Starship
2021-02-23, 10:08 AM
আপডেট ৫/২৩/০২/২০২১


13738


প্রিয় ট্রেডারগণ সবাই কেমন আছেন? আজ 23 ফেব্রুয়ারি 2021 তারিখের নিউজ ক্যালেন্ডারের নিয়ে এনালাইসিস করব। USD ইন্ডেক্সে একটি হাই ইম্পেক্ট ও একটি Med ইম্পেক্ট এবং চারটি লো ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। যেটি USD ইন্ডেক্স এর সাথে জড়িত সকল পেয়ারে প্রাইস মুভমেন্ট করতে বা পরিবর্তন করতে যথেষ্ট ভূমিকা রাখবে। বিশেষ করে রাত নয়টার সময়ে USD ইন্ডেক্স এর তিনটি নিউজ বড় ধরনের প্রবর্তন হতে করে। অপরদিকে CAD ইন্ডেক্স এ একটি High Impact ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। অবশ্যই ট্রেড করার পূর্বে আমাদের উচিত নিউজ ক্যালেন্ডার অনুসরণ করে ট্রেড করতে হবে নতুবা ব্যালেন্স এর উপর নিউজ ইম্পেক্ট পর্যাপ্ত প্রভাব ফেলতে পারেন। সবার দিনটা ভালো কাটুক।

Starship
2021-02-25, 10:35 AM
আপডেট ৬/২৫/০২/২০২১ইং




13762


আজ ২৫ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে ফরেক্স নিউজ ক্যালেন্ডারে হাই ইম্পেক্ট কোন নিউজ দেখছি না। NZD ইন্ডেক্সে একটি High Impact সম্পৃক্ত নিউজ রয়েছে - "RBNZ Gov Orr Speaks". তবে USD ইন্ডেক্সে একটি Med ইম্পেক্ট ও একাধিক Low ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। যেটি ট্রেড করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করা যায়। আজ সন্ধা সাতটার পর থেকে রাত এগারোটা পর্যন্ত USD ইনডেক্সের নিউজ রয়েছে। এই সময়টাতে মার্কেটের বড় ধরনের পরিবর্তন হতে পারে। তাই নিউজ রিলিজ হওয়ার পরে ট্রেড করা উচিত। এছাড়াও AUD ইন্ডেক্স এ একটি Med ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ। সবার ট্রেড প্রফিট হোক এই প্রত্যাশা করি।