PDA

View Full Version : ফরেক্স ফোরামে সময় দিতে আপনার কি বিরক্ত লাগে?



Starship
2021-02-16, 03:46 PM
এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ফরেক্স আপনার জন্য নয়। ফরেক্স করতে হলে ফরেক্স ফোরামকে মন থেকে ভালোবাসতে হবে। কোন কাজের প্রতি যখনই আপনার দরদ, আগ্রহ সৃষ্টি হবে তখনই আপনি সফলতা এক ধাপ এগিয়ে যাবেন। আমার এখানে সময় দিতে অনেক ভালো লাগে। কেননা ফরেক্স ফোরাম থেকে নিত্য নতুন অনেক তথ্য জানা যায় ও শেখা যায়।
আই লাভ ফরেক্স ফোরাম।

:tie::happy::ok:

samun
2021-02-16, 06:23 PM
ফরেক্স ফোরামে সময় দিতে আমার খুব ভালো লাগে। কারণ এখানে জে সময়টা ব্যয় করছি তা মোটেও অবাঞ্চর নয়। ফরেক্স ফোরাম হল ফরেক্স শেখার সর্বোত্তম সহজ পন্থা। ফরেক্স ফোরামে ফরেক্স সম্পর্কিত সকল তথ্য পাওয়া যায়। এছাড়া এর দ্বারা বোনাস পাওয়া যায়। তাই ফরেক্স ফোরাম আমার খুব ভালো লাগে ।

EmonFX
2021-02-16, 07:32 PM
আমাদের প্রত্যেককেই নিজেদের কাজ বা পেশাকে ভালোবাসা উচিত। আমরা যদি আমাদের পেশাকে ভালবাসতে না পারি তাহলে কখনোই সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। কোনো কিছুর প্রতি ভালোবাসা থাকলে সেটার প্রতি ডেডিকেশন অনেক বেড়ে যায়। যেটা আপনাকে সফল হতে ফিফটি পার্সেন্ট এগিয়ে রাখতে পারে। যেহেতু আমরা অনেকে ফরেক্স ট্রেডিংকে পেশা হিসেবে নিয়েছি সেহেতু সেটার প্রতি বিরক্ত না হয়ে বরং ভালোবাসা থাকতে হবে। যার মাধ্যমে আমি ক্যারিয়ার গড়তে চাই সেটার প্রতি বিরক্ত বা হেলাফেলা না করাই ভালো। কেননা ভালো কিছু পেতে হলে তার জন্য অবশ্যই সুগভীর ডেডিকেশন থাকা বাঞ্ছনীয়।

Devdas
2021-02-16, 09:33 PM
আমি যখন ফরেক্স এ যখন নতুন জয়েন করেছি তখন আমার কাছে অনেকটা বিরক্ত মনে হত। আমি তখন তেমন একটা ভাল বুঝতাম না। যখন আমি ফরেক্স এ আস্তে আস্তে বুঝার চেষ্টা করি এবং দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করছি তখন আমার কাছে ফরেক্স ভাল লাগা শুরু করল। এখন আমি ফরেক্স করে অনেকটা আনন্দিত। আমার কাছে এখন তেমন একটা খারাপ লাগে না আমার কাছে এবং বরং অনেকটা ভাল লাগে।