PDA

View Full Version : আবেগ কন্ট্রোল করতে হবে, নইলে সর্বনাশ।



EmonFX
2021-02-17, 05:46 PM
আমরা বাঙ্গালীদের আবেগ একটু বেশিই। আর এই আবেগের ফলাফল অনেক সময় ভালোর থেকে খারাপটাই বেশি হয়ে থাকে। মানুষ সামাজিক জীব তাই প্রেম-ভালোবাসা, আবেগ থাকবে এটাই স্বাভাবিক, তবে অতিরিক্ত ইমোশন বা আবেগ ফরেক্স সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আবেগের কোন সুযোগ নেই। এখানে আপনাকে আবেগকে কন্ট্রোল করতেই হবে। আবেগ দিয়ে প্রেম ভালোবাসা বা প্রেমিকার হৃদয় জয় করা যেতে পারে কিন্তু ফরেক্স মার্কেটে আবেগ একদমই অকার্যকর। বেশিরভাগ ট্রেডার ব্যালেন্স হারিয়ে ফেলে অতিরিক্ত লোভ এবং আবেগী হয়ে ট্রেড করার কারণে। আমরা যদি বড় প্রফিটের সম্ভাবনা দেখেও লোভ কন্ট্রোল করে আস্তে-ধীরে, ছোট ছোট লটে ট্রেড করে কম প্রফিট করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারি তাহলেই বুঝবো যে আমাদের লোভ এবং আবেগকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, এবং ফরেক্স সফলতার পথেই হাঁটছি। ফরেক্সে আবেগ কন্ট্রোল করতে না পারলে সর্বনাশ।

Starship
2021-02-17, 07:05 PM
আবেগ এমন একটি বিষয় যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে শুধু ফরেক্সোর ক্ষেত্রেই নয় কোন ক্ষেত্রেই সফলতা আশা করা সম্ভব নয়। আর ফরেক্সের ক্ষেত্রে তো আবেগ একটু বেশিই প্রভাব ফেলে। যদি ট্রেড করার ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ট্রেড করে লসের সম্মুখীন বেশি হবে হবে। তাই আপনি যত দ্রুত আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন ততই আপনার জন্য মঙ্গলকর। আবেগ দিয়ে কোন সিদ্ধান্ত নিলে সেটা ভালো ফলাফল বয়ে আনে না। তাই আপনার হাতে সফলতা ও ব্যর্থতা নির্ভর করে।

ENGR:SUZON
2021-02-17, 07:40 PM
ফরেক্স মার্কেটে সফলতা নির্ভর করে আপনি কতটুকু ফরেক্স মার্কেটের ওপর দক্ষ এবং ট্রেডিং এর সঠিক নিয়ম মেনে ট্রেড করছেন কিনা তার ওপর। ফরেক্স মার্কেট আপনার আর আমার কথাতে ওঠা নামা করে না। তাই ট্রেড ধরার সময় আবেগকে পরিহার করে সঠিকভাবে মার্কেট এনালাইসিসের ওপর গুরুত্ব দেওয়া উচিত। আপনার ব্যালেন্স অনুযায়ী নিদৃষ্ট পরিমাণ লট নিয়ে ট্রেড করা উচিত। হয়ত কখনো কখনো আপনার মনে হতে পারে যে আরো কিছু লট নিয়ে ট্রেড করি এবং কয়েকটা লট বেশি নিলেও সমস্যা নেই। ওকে ঠিক আছে আপনি বেশি লট নিলেন, দেখা গেল প্রফিটটাও বেশি হল। এবারের মত বেঁচে গেলেন। পরবর্তীতে দেখা গেল আপনার এই আবেগটাকে পুনরায় প্রশ্র*য় স্বরুপ সেই একই কাজ করলেন। ফলে দেখা গেল মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেল এবং আপনার ব্যালেন্স শূন্য হয়ে গেল। আবেগকে প্রশ্রয় দিয়ে আপনি এভাবেই ক্ষতির সম্মুখীন হলেন। তাই ট্রেড করার সময় আবেগকে পরিহার করে নিজের বাস্তব অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ট্রেড করা উচিত।

samun
2021-02-17, 11:41 PM
আমি সবার কথা বলতে পারব না। নিজেকে দিয়েই বোঝাই। ফরেক্স মার্কেটে একাধিকবার লস করেছি। কিন্তু আমি লস করে যতবার হুটহাট সিদ্ধান্ত নিয়েছি ততবার আরো বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি। ফরেক্স ধ্বংসের একটি সহজ উপায় হলো আবেগ। আর আবেগ মানেই ভুল পদক্ষেপ। তাই আবেগ থেকে বিরত থাকতে হবে।