Log in

View Full Version : অর্ধেক খরচে বাংলায় এসএমএস।



EmonFX
2021-02-19, 06:46 PM
13726
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে। আর তা হলো বাংলা ভাষায় এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠালে আগের চেয়ে অর্ধেক খরচে হবে গ্রাহকের।
বিটিআরসি এর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ছালেহ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) এ সেবার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসি সূত্র জানায়, এখন পর্যন্ত গ্রাহকদের প্রতিটি এসএমএস পাঠাতে খরচ হয় ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)। কাল থেকে কার্ক্রমটি উদ্বোধন হলে বাংলায় এসএমএস এ খরচ পড়বে ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)।
আগামী ২০ ফেব্রুয়ারি এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ কমিশনের সব কমিশনার, মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা। বিকেল চারটার দিকে বিটিআরসি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।

২০১০ সালের ১৫ আগস্ট থেকে প্রতিটি এসএমএস এ খরচ নির্ধারণ করা হয় ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)।