PDA

View Full Version : ঝুঁকি আপনার ইক্যুইটি উপর নির্ভর করে।



Sakib42
2021-02-20, 10:51 PM
হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আপনারা সবাই কেমন আছেন,
কিছু লোক প্রতিদিন ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে কথা বলেন তবে তাদের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে কোনও জ্ঞান নেই তবে কিছু কিছু সবার পক্ষে জ্ঞানও খুব ভাল দিচ্ছেন, তাই আমি সমস্ত লোককে অনুরোধ করছি আপনার সত্যিকারের জ্ঞানটি সবার সাথে ভাগ করে নিন।
সুতরাং আমি বলেছিলাম ঝুঁকি আপনার ইক্যুইটির উপর নির্ভর করে এবং আপনি যদি ঝুঁকি নিয়ে কাজ করতে চান তবে আপনার প্রথমে আপনার ইক্যুইটিটি পর্যবেক্ষণ করা উচিত এবং তারপরে ঝুঁকি নিয়ে চিন্তা করা উচিত। আপনার যদি 100% ইক্যুইটি কম থাকে তবে ঝুঁকির কোনও সম্ভাবনা নেই।
এবং যদি আপনার 500 থেকে এর বেশি থাকে তবে আপনি কেবল 2 থেকে 5 শতাংশ ঝুঁকি নিতে পারেন। এবং হ্যাঁ সাফল্য সর্বদা ঝুঁকি এবং কঠোর পরিশ্রম এবং কঠোর উপায়ে।
ধন্যবাদ

Starship
2021-02-20, 11:52 PM
সাকিব ভাই আপনি একদম সঠিক কথা বলেছেন। প্রতিটা ঝুঁকি আমাদের ব্যালেন্স এর উপর প্রভাব ফেলে। তাই ঝুঁকি নেওয়ার জন্য পর্যাপ্ত পেলাম থাকা বাঞ্ছনীয় আমরা যখন অতিরিক্ত লোভ করে বড় লটে ট্রেড করতে যায় তখনই আমাদের ইকুইটির ওপর বড় ধরনের প্রভাব পড়ে থাকে। অনেক সময় তো এগুলো কারণে আমাদের ব্যালেন্স শূন্য হয়ে যায়। তাই ট্রেড করার পূর্বে আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের ব্যালেন্স ঠিক থাকে। ব্যালেন্স যদি অনেক বেশি থাকে তাহলে সে অনুযায়ী রিক্স নেওয়া যায়।

Smd
2021-05-05, 10:50 PM
ব্যালেন্স বেশি থাকলে বড় লটে ট্রেড করা যায় তখন জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া অনেক কারেন্সি পেয়ার ট্রেড করা যায় বড় ব্যালেন্স থাকলে যা প্রফিটের পরিমান বৃদ্ধি করে। মনের ভিতর ভয় কাজ কম করে তাই সাহসের সাথে ট্রেড করা যায়। আর আমরা বাংলায় একটা প্রবাদ আছে নো রিস্ক নো গেইন।

EmonFX
2021-05-06, 08:37 AM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মূলধন এবং ইকুইটির আনুপাতিক হারে রিস্ক বা ঝুঁকি নেওয়া উচিত। মূলধনের অনুপাত দৈনিক সর্বোচ্চ ২% পার্সেন্ট রিস্ক বা ঝুঁকি নেয়া যেতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের ঝুঁকি নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না। আমার যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ ২ শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। 100 ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেন নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন এবং মূলধন রক্ষা করুন।

samun
2023-11-30, 12:22 PM
আমরা অনেক ট্রেডার আছে যারা না বুঝেই ঝুঁকি নিতে পছন্দ করি কিন্তু আমরা আসলে ভুলে যাই আমাদের মানি ম্যানেজমেন্টের কথা আমরা যদি সঠিকভাবে ট্রেডিংয়ে দক্ষতা অর্জন না করে ঝুঁকি নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করি তবে তা আমাদের ব্যালেন্সের জন্য হুমকি স্বরূপ হতে পারে তাই আমি মনে করি কখনোই ফরেক্স মার্কেটে ঝুঁকি নেওয়া উচিত নয়