PDA

View Full Version : আমরা পোষ্টের মাধ্যমে বোনাস পাই তা কিভাবে উইথড্র করতে পারি???



mohd.Salahuddin
2021-02-22, 04:49 PM
আমি একদমই নতুন তাই জানা নাই।কেউ জানালে উপকৃত হতাম।

Starship
2021-02-22, 06:50 PM
ফরেক্স ফোরামে আমরা পোস্ট করে জ্ঞান অর্জনের পাশাপাশি ব্রোকার আমাদের বোনাস দেয়। যাতে করে আমরা সেই বোনাস দিয়ে রিয়েল ট্রেড এর অভিজ্ঞতা অর্জন করতে পারি। পোস্টের মাধ্যমে অর্জিত বোনাস কখনো উইড্রো করা যায় না। এই বোনাস দিয়ে ট্রেড করে অর্জিত প্রফিট একাউন্ট থেকে উইড্রো দিতে পারবো। তাই চাইলেও আমরা একাউন্ট থেকে বোনাস কখনো উইড্রো করা যায় না। শুরু দিকে আমিও আপনার মত ভাবতাম। তাই যত প্রশ্ন থাকে থ্রেড ওপেন করে জানতে পারবেন।

Sakib42
2021-02-22, 10:38 PM
বোনাস থেকে আমরা সাধারণত যে প্রফিট করে থাকি তা পূর্বের নিয়ম অনুযায়ী আল্লাহ চাইলে আমাদের ইন্সটাফরেক্স একাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারতাম এবং ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের অর্থ আমাদের কাছে নিয়ে আসতে পারতাম। কিন্তু কিছুদিন যাবত ধরে ইন্সটাফরেক্স একটি নতুন নিয়ম স্থাপন করেছেন তার জন্য আপনাকে একটু সময় নিতে হবে প্রফিট করার পরে। যেমন আপনি প্রফিট করার পরে কিংবা আপনি বোনাস পাওয়ার পরে আপনাকে ইউরো ইউএসডি উইক নামে একটি প্লাটফর্ম রয়েছে সেখানে ট্রেডিং করতে হবে এবং নিম্ন 5 মিনিট আপনাকে ট্রেডটি কন্টিনিউ করতে হবে তাহলে আপনি উইথড্রো কমপ্লিট করতে পারবেন।

EmonFX
2021-02-22, 10:59 PM
আমি একদমই নতুন তাই জানা নাই।কেউ জানালে উপকৃত হতাম।

আমরা ফরেক্স ফোরাম এ পোস্টের মাধ্যমে যে বোনাস পাই সেটা সরাসরি উইথড্র দেয়া যায় না। বোনাস ডলার থেকে ট্রেডিং করে প্রফিট করতে পারলে সেটা ওই তো দেয়া যায়। প্রকৃত অর্থ আপনি বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট পদ্ধতিতে উত্তোলন করতে পারবেন। এর জন্য সাধারণত বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড, যেমন- স্ক্রিল, নেটেলার, ওয়েব মানি, পারফেক্ট মানি, ফাস্ট+পে, বিটকয়েন ইত্যাদি ই-পেমেন্ট মাধ্যমে উত্তোলন করা যায়। এছাড়াও আপনি মাস্টার কার্ডের মাধ্যমে প্রফিট উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ থেকে বহুল ব্যবহৃত পেমেন্ট মাধ্যম হলো নেটেলার ও স্ক্রিল। বর্তমানে এ পদ্ধতিতে কিছুটা জটিলতার কারণে অনেকেই পারফেক্ট মানি ও ওয়েব মানে পেমেন্ট মাধ্যমের দিকে ঝুঁকছেন।

md mehedi hasan
2021-02-23, 08:31 AM
আমরা সাধারণত ফোরামে প্রতিদিন পোস্ট করে থাকি।এই পোস্ট এর বিনিময়ে প্রতি মাস শেষে যে ডলার বোনাস পাই।এই বোনাস দিয়ে আমরা বিভিন্ন পিয়ারের ট্রেড করে যে প্রফিট করি।আমরা শুধু সেই প্রফিট উইথড্রোল দিতে পারবো ।কিন্তু বোনাস হিসেবে যে ডলার আপনি পেয়েছেন তা কখনো উইথড্রোল দিতে পারবেন না।এই বোনাস ডলার দিয়ে শুধু ট্রেড করতে পারবেন।

samun
2021-02-23, 09:40 AM
ফোরাম বোনাস কখনোই উইথড্র করা যায় না ফোরাম বোনাস দিয়ে ট্রেডিং করে তার থেকে অর্জিত মুনাফা উইথড্র করা যায় ব্রোকার বোনাস দিয়ে থাকে শুধুমাত্র ফরেক্স ট্রেডিং করার জন্য।

habibi
2021-02-23, 04:30 PM
আমি একদমই নতুন তাই জানা নাই।কেউ জানালে উপকৃত হতাম।

আপনি ফোরামের সঞ্চিত বোনাস উইথড্র করতে পারবেন না। আপনি এই সঞ্চিত বোনাস দিয়ে যদি ট্রেডিং করে প্রফিট করেন তাহলে আপনি সেই প্রফিট উইথড্র করতে পারবেন। ফোরামের প্রফিট উইথড্র করার জন্য ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করে Available For Withdraw কত আছে তা দেখে নিবেন। Available For Withdraw যত থাকবে তার থেকে 20-30% উইথড্র দিতে পারেন। কারণ বেশি প্রফিট উইথড্র দিতে গেলে অনেক ঝামেলায় পরতে হয়। আমি ফোরাম অ্যাকাউন্ট থেকে সর্বদাই Available For Withdraw থেকে 20-25% উইথড্র করে থাকি। তাই হয়ত পেমেন্ট নিয়ে এখনো কোন ঝামেলায় পরিনি। তাই আপনারদেরকে পরামর্শ দিব যে ফোরাম বোনাস প্রফিট ২৫% এর বেশি উইথড্র দিবেন না। আসলে অনেকে Available For Withdraw না দেখে উইথড্র দেয় ফলে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। এছাড়া ফোরাম রুলস দেখে আমাদের সবাই ভালভাবে জানা থাকা দরকার।