PDA

View Full Version : স্টপ লস আপনার একটি অস্ত্র।



Sakib42
2021-02-22, 11:09 PM
আপনার ট্রেডিং কৌশল নির্বিশেষে আপনার স্টপ লস অবিরাম ব্যবহার করা উচিত, স্টপ লস কী?
এটি একটি ট্রেডিং প্যারামিটার যা আপনাকে আপনার ব্যবসায়ের সমাপ্তি মূল্য নির্ধারণ করতে সক্ষম করে।
আপনি একবার রাখলে পজিশনটি এই স্তরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, অন্য কথায়
স্টপ লস, আপনি নিঃশব্দে এবং নিরাপদে বাণিজ্য করতে পারেন এবং আপনি যেটা প্রত্যাশা করেছেন তার চেয়ে বেশি হারাবেন না।

এটি অগত্যা প্রতিবার প্রয়োগ হতে পারে না, কারণ বাজার কখনও কখনও ভুলভাবে আচরণ করে
এবং আপনি কিছু দাম ফাঁক দেখতে পারেন। যখন কোনও দামের ব্যবধান দেখা দেয়, তখন স্টপ ক্ষতি কার্যকর করা হবে না
আপনার পূর্বনির্ধারিত স্তরে, তবে পরবর্তী উপলব্ধ দামে কার্যকর করা হবে এবং এর ফলস্বরূপ হতে পারে
স্লিপেজ হিসাবে পরিচিত যা।

md mehedi hasan
2021-02-23, 05:01 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একটি বিষয় ভালো ভাবে মনে রাখবেন তা হলো প্রতিটি ট্রেডে স্টাপলস ব্যবহার করা।আপনি যদি টেকপ্রফিট ব্যবহার না করেন কোন সমস্যা নেই কিন্তু স্টাপলস ব্যবহার করতে হবেই।স্টাপলস ব্যবহার না করা মানে ফুটো কলসি তে পানি রাখার মত।আর স্টাপলস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো আমরা ট্রেড ওপেন করে নিশ্চিতে মার্কেটের বাহিরে থাকতে পারি।

EmonFX
2021-02-23, 06:41 AM
অবশ্যই ফরেক্স ট্রেডিং এ স্টপ লস অর্ডারের ব্যবহার অতিরিক্ত লস থেকে রক্ষা পেতে প্রতিরোধ অস্ত্র স্বরূপ, বিশেষ করে নভিস ট্রেডারদের জন্য। ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয় যদি আপনি নতুন ট্রেডার হন। স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, ১.৩৯১৩ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৬০ পিপস লাভ করবেন অথবা ৬০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৬০ পিপস স্টপ লস ৬০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। তাই আমি বলবো, নতুনদের অবশ্যই শুরুতে স্টপ লস ইউজ করা উচিত।

samun
2021-02-23, 09:50 AM
বিভিন্ন কাজের ফাঁকে আমি ফরেক্স করে থাকে তাই অনেক সময় ফরেক্স মার্কেটে সময় দিতে পারি না যেই সময়টা আমার জন্য অনেক ক্ষতিকারক হতে পারে এইজন্য আমি ফরেক্স মার্কেটে সব সময় ট্রেডিং করার পরপরই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে থাকি এতে করে আমার একাউন্টের ব্যালেন্স যথাযথভাবে নিরাপদ থাকে

mohd.Salahuddin
2021-02-23, 11:54 AM
আমি নতুন তাই সিনিয়র দের লেখাগুলোকে অনুসরণ করছি।এবং বেশি করে অ্যানালাইসিস করছি।

Starship
2021-02-23, 08:28 PM
আমি আপনার সাথে একমত স্টপ লস অনেক ক্ষেত্রে ঢালের মতো বিপদ থেকে আমাদের রক্ষা করে। ঢাল যেমন যুদ্ধক্ষেত্রে অন্যদের আক্রমণ থেকে রক্ষা করে। ঠিক তেমনি স্টপ লস আমাদের বড় ধরনের আর্থিক লস বা ক্ষতি হতে রক্ষা করে থাকে। তাই আমাদের ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই স্টপ লস সেট করা উচিত। আমি ইতিপূর্বে বেশ কয়েকবার স্টপ লস সেট না করার কারণে ব্যালেন্স 0 করেছি। এর পরবর্তী সময় থেকে আমি স্টপ লস সেট করতে আর ভুলি না।

Mas26
2021-02-23, 09:01 PM
ফরেক্সে স্টপ লস লস টা অনেক বড় ধরনের একটা ভূমিকা পালন করে যা অন্য অন্য ট্রেডারদের ক্ষেত্রেও অনেক অনেক অনেক উপকারে আসে আমি মনে করি স্টপলোস তা অবশ্যই একজন ট্রেডারের ব্যবহার করা উচিত আপনি কি মনে করেন আমি জানিনা আপনি স্পেক প্রফিট টানা করতে পারেন সমস্যা নেই কিন্তু স্টপ লস তো আপনার ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একটি বিষয় ভালো ভাবে মনে রাখবেন তা হলো প্রতিটি ট্রেডে স্টাপলস ব্যবহার করা।আপনি যদি টেকপ্রফিট ব্যবহার না করেন কোন সমস্যা নেই কিন্তু স্টাপলস ব্যবহার করতে হবেই।স্টাপলস ব্যবহার না করা মানে ফুটো কলসি তে পানি রাখার মত।আর স্টাপলস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো আমরা ট্রেড ওপেন করে নিশ্চিতে মার্কেটের বাহিরে থাকতে পারি।

Devdas
2021-07-30, 12:55 PM
স্টপ লস হচ্ছে আসলে একাউন্ট এর জন্য ভাল অস্ত্রের মত কাজ করে। আপনি প্রতিটি ট্রেড এর আপনার একাউন্ট এর বড় ধরনের ক্ষতির হাত থেকে অনেকটা রক্ষা করে থাকে। এছাড়া আপনি ট্রেড ওপেন করে কোন চলে গেলেন তখন যদি আপনি ট্রেড এ স্টপ লস চালু করে কোথাও চলে গেলে একাউন্ট এর জিরো হওয়ার কোন ভয় থাকে না। যদি লসে চলে যায় তাহলে আপনি কতটুকু পরিমান এ লস দিয়েছেন তা লস হয়ে ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। এর জন্য স্টপ লস বিভিন্ন ট্রেডারদের জন্য একটি অস্ত্র মত কাজ করে থাকে।