PDA

View Full Version : আমি ট্রেড নিলেই মার্কেট উল্টো দিকে যায়।



EmonFX
2021-02-23, 08:29 PM
আমরা অনেকেই এমনটা মনে করি যে, আমি ট্রেড নিলেই মার্কেট উল্টো দিকে যায়। কিন্তু আসল ব্যাপারটা ঠিক তা নয়। প্রতিটি ট্রেডারকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সঠিকভাবে মার্কেট এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড নিলে এমনটা হওয়া স্বাভাবিক। এসব ক্ষেত্রে সাইকোলজিকাল বিষয়গুলো খুব বেশি কাজ করে। বড় মাপের ট্রেডার কথা মার্কেট মেকাররা রিটেইলার ট্রেডারদের সাইকোলজি বুঝে মার্কেটকে বিভিন্ন সময় করিয়ে থাকেন। তারা ভালো করেই জানে আপনি কোথায় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করেছেন। এসব ব্যাপার গুলো বেশিরভাগ সময়ই আমাদের মত নতুন ট্রেডারদের ক্ষেত্রে ঘটে থাকে। এসব থেকে পরিত্রান পাওয়ার উপায় হল মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট এবং মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করা। যখন আপনি মার্কেটের ট্রেন্ড এবং আচারণ বুঝে ট্রেড করা শিখে যাবেন তখনই এরকম পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

Mas26
2021-02-23, 08:56 PM
ফরেক্স মার্কেটে ট্রেড নিলেই মার্কেট উল্টোদিকে যায় এমনটা আমারও মনে হয় আমি যখনই ট্রেড নিয়ে তখনই মার্কেট উল্টোদিকে যায় কারন টা আসলে ফরেক্স মার্কেটের না সমস্যাটা আমাদের নিজেদের সমস্যা এই সমস্যা দূর করতে পারলে হয়তো বা এমনটা হবে না। এমনটা হওয়ার কারণ ফরেক্সে আমরা না বুঝে শুনেই ট্রেড নিয়ে থাকে যখন আমরা একটা ট্রিট করার আগে যদি এনালাইসিস এর মাধ্যমে ট্রিট টা নিয়ে থাকি তাহলে এমন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকত কিন্তু আমরা না বুঝেই ট্রেড নেওয়ার ফলে এই সমস্যাটা মুখোমুখি হতে হয় আমাদের ফরেস্টে আর এটা আমরা মনে করি যে ফর এক্স এ অনেক সময় দুই নাম্বারি করে থাকেন। এটা ভুল ইন্সটাফরেক্স আমাদের সাথে কখনোই দুই নাম্বারি করে না আমরা যদি তার সাথে দুইনাম্বারী না করে থাকে আমরা দু নাম্বারে করলেও তারা আমাদের সাথে দুই নাম্বারি করে না।

Starship
2021-02-23, 09:06 PM
ট্রেড নিলে মার্কেট বিপরীতমুখী মুভ করে এটা হওয়া টা স্বাভাবিক। এটা শুধু আপনার ক্ষেত্রে হয় না বেশির ভাগ ক্ষেত্রে হয়ে থাকে এবং কি আমার ক্ষেত্রেও হয়। তাই তার জন্য মার্কেট পূর্বের অবস্থানে ফিরে আসার ক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত ধৈর্য ধরতে হবে। অল্পতে ধৈর্য হারা হলে হবে না। আর ট্রেড নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত সময় নিয়ে এনালাইসিস করে ট্রেনিং নিতে হবে। আপনি ট্রেড নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে রিস্ক লাইনে যাতে ট্রেড না হয়। তবে এটা সত্যি যে প্রায় সব ট্রেডারই ট্রেড নেওয়ার ক্ষেত্রে এই ধারণা পোষণ করে থাকে।

samun
2021-02-28, 02:17 PM
আমি আগে মনে করতাম এই সমস্যাটা আমার একারই কিন্তু না আপনি শেয়ার করার পরে বুঝলাম সমস্যাটা শুধু আমার একার নয় সত্যি কথা বলতে আমি কোন এন্ট্রি নিলেই মার্কেট আমার বিপরীতে চলে যায় অনেক সময় আমি বহুবার এনালাইসিস করার পরেও যখন টাইপ করি তখন মার্কেট উল্টা দিকে চলে যায় আসলে সত্যি কথা বলতে আমি এখনো ফরেক্স মার্কেটে নতুন তাই আমার নিজের ভুলের কারণেই লস হয়ে থাকে তাই নিজেকে আরও বেশি দক্ষ এবং অভিজ্ঞ করার চেষ্টা করছি

KAZIMAJHARULISLAM
2021-02-28, 03:31 PM
আসলে ভাইয়া যদিও এটি একটি সাধারণ বিষয়। কিন্তু তারপরও মাঝে মাঝে মনের অজান্তেই মনে হয় যে,আমি ট্রেডে এন্ট্রি নিছি বলেই মার্কেট উল্টা দিকে যাচ্ছে। এবং তখন কিছুটা রাগ ও হয়।যে আমার সাথেই কেন এমন হয়। কিন্তু এখন বুঝলাম যে,এটা শুধু আমার সাথেই নয়, বরং আপনার সাথেও হয়। ইতিপূর্বে এমন পরিস্থিতিতে কিছুটা অস্থিরতা কাজ করাই, অধৈর্য হয়ে তৎক্ষণাৎ ট্রেডে ছেড়ে দিয়েছি। কিন্তু পরমুহূর্তেই আবার মার্কেট পরিবর্তন হওয়ায়, ইতিপূর্বে বেশ কয়েকবার লসের অভিজ্ঞতা রয়েছে। তাই এখন অধৈর্য আর অস্থিরতা থেকে কোনো সিদ্ধান্তই গ্রহণ করি না। বরং ধৈর্য ধারণ করে অপেক্ষা করি।

Devdas
2021-07-29, 04:43 PM
মার্কেট এ ট্রেড করলে তা উল্টোদিকে যাওয়ার কারন হল আপনি ফরেক্স মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করতে পারেন নি। ফরেক্স এ যে ট্রেডারগন মার্কেট এনালাইসিস করে সঠিক ভাবে ধরতে পারেন যে মার্কেট কোন দিকে যাবে বাই নাকি সেল এ এই বিষটি ধরতে পারলে তারপর সঠিক সিদ্ধান্ত নিয়ে ট্রেড করতে পারলে তখন মার্কেট উল্টোদিক এ হিট করার সম্ভাবনা কম থাকে। আবার কিছু কিছু সময়তে মার্কেট এর চার্টের ক্যান্ডেল গুলো উল্টোদিকে কম গতিতে গিয়ে আবার সঠিক দিকে হিট করে থাকে।