PDA

View Full Version : কম এন্ট্রি নেয়ার উপকারীতা।



EmonFX
2021-02-24, 09:05 PM
ফরেক্স মার্কেটে কম এন্ট্রি নেয়ার নানাবিধ সুবিধা রয়েছে। ফরেক্সে কম এন্ট্রি নেয়ার উপকারিতা বা সুবিধাসমূহ নিম্নে আলোচনা করা হলো-
১.এন্ট্রি যেহেতু কম নিবেন, সেহেতু আপনি বেস্ট সেটাপ টার অপেক্ষায় থাকবেন।
২.এন্ট্রি যেহেতু কম নিবেন, তাই রিভেঞ্জ ট্রেড নেয়ার সুযোগ নেই।
৩.এন্ট্রি যেহেতু কম নিবেন, তাই ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে এন্ট্রি নেয়ার চেষ্টায় থাকবেন।
৪.সাইকোলজিক্যাল প্রবলেম থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।
৫.লস হলেও কম হবে, আবার প্রপিট হলেও কম হবে ঠিকই তবে কন্সিটেন্টলি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ ।
৬.স্টাডি বা অন্য কোন কাজ /ব্যবসায়ের জন্য প্রচুর সময় পাওয়া যাবে।
৭.বেস্ট সেটাপের কম এন্ট্রি ট্রেডিং ডিসিপ্লিন আনয়নে যথেষ্ট সহায়ক, ইত্যাদি ইত্যাদি।
মোটকথা, বেস্ট সেটাপ নিয়ে স্বল্প রিস্কে অল্প এন্ট্রি হতে পারে আপনার ট্রেডিং স্টাইলকে ভিন্ন মাত্রা প্রদানের অন্যতম উপায়।

mohd.Salahuddin
2021-02-24, 09:29 PM
আমি নতুন তাই ভাই আপনাদের কাছথেকে জানছি ও নিজে চেষ্টা।

mohd.Salahuddin
2021-02-24, 09:30 PM
আমি নতুন তাই ভাই আপনাদের কাছথেকে জানছি ও নিজে চেষ্টা করছি।তবে আশা করি খুব ভালো ভাবে ট্রেড করতে পারবো।

samun
2021-02-25, 09:31 AM
ভাই আপনি ঠিকই বলছেন যত বেশি ট্রেন ততবেশি ঝুঁকি ফরেক্স মার্কেটে সংক্ষেপে অর্থাৎ অল্প এন্ট্রি নেওয়াই ভালো কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে কেউ সঠিক অবহিত নয় এনালাইসিস এর মাধ্যমে একটি নির্দিষ্ট ধারণার প্রেক্ষিতে এন্ট্রি নেয়া হয় অনেক সময় এনালাইসিস ভুল হতে পারে এতে করে ঝুঁকির পরিমাণ বেড়ে যায় যার ফলে খুব দ্রুত ফরেস্ট ব্যালেন্স শূন্য হয়ে যায় তাই ফরেক্স মার্কেটে অল্পতে একাধিক এন্টিনা নিয়ে অল্প এন্ট্রি উত্তম

KAZIMAJHARULISLAM
2021-03-02, 05:45 PM
আসলেই ভাইয়া, আপনার উপস্থাপনটা প্রশংসনীয়। কেননা এই পোস্টের মাধ্যমে খুব সহজেই,আমার মতো অসংখ্য ট্রেডার,লোভ সামলিয়ে ট্রেডিং করার উপকারিতা সম্পর্কে ধারণা পাবে। কেননা প্রবাহমান নদীর মতোই, ফরেক্স মার্কেটও প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তাই আমাদের ও সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে, সঠিক সাইজের লট নির্ধারণ করে ট্রেডিং করতে হবে।কারন এতে করে আমরা আর্থিক ও মানসিক,উভয়ভাবেই লাভবান হবো। কেননা ফরেক্স মার্কেটে সামান্যতম ভূল সিদ্ধান্ত ও একাউন্ট এর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

Mas26
2021-03-02, 07:01 PM
আমি নতুন তাই ভাই অতটা কিলিয়ার ভাবে বুঝতে পারতেছি না আরেকটু যদি ক্লিয়ার করে বুঝাতেন তাহলে সুবিধা হত ।

Starship
2021-03-02, 07:47 PM
বেশি ট্রেড নিলেই যে বেশি প্রফিট হবে এমন ধারণা আমাদেরকে ভুলে যেতে হবে। একাধিক ট্রেড নেওয়ার ফলে ইতিপূর্বে আমি অনেকবার ব্যালেন্স জিরো করেছি। কম ট্রেড নেওয়ার অনেকগুলো উপকার রয়েছে সেগুলো হলো - কম ট্রেড নেওয়ার ফলে ব্যালেন্স 0 হওয়ার সম্ভাবনা কম থাকে। ট্রেড লস হওয়ার সম্ভাবনা কম থাকে। কেননা অতিরিক্ত ট্রেড নেওয়ার ফলে এনালাইসিস করতে সময় কম পাওয়া যায়। ট্রেডিং অভিজ্ঞতা কাজে লাগানো যায়। সঠিকভাবে স্টপ লস এবং টেক প্রফিট সেট করা যায়। তাই সবাই চেষ্টা করব কম কম ট্রেড নেওয়া।

Devdas
2021-07-29, 03:18 PM
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন যে কম এন্ট্রি নিয়ে ফরেক্স করতে পারলে ফরেক্স এ নানা ধরনের ঝুকি থেকে রেহাই পাওয়া যায়। এছাড়া নিজের বাহিরে কাজকর্ম করা যায় কোন প্রকার চিন্তা মুক্ত থেকে রিল্যাক্স এ ফরেক্স করা যাবে। এছাড়া তেমন ঝুকি থাকে না। লস হলে অনেক কম হবে লস আর লাভ হলে তো কোন কথাই নেই নিজের প্রতি অনেকটা আত্নবিশ্বাস চলে আসে, নিজের ক্যাপিটাল হারানোর ভয় অনেকটা কম থাকবে একাউন্ট জিরো হওয়ার চান্স থাকবে অনেক কম। আমি নিজেই কম লটে ট্রেড করে অল্প অল্প করে আয় করে যাচ্ছি।