PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রাতিষ্ঠানিক



ak.azad
2015-08-09, 09:57 AM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য কি কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের প্রয়োজন আছে ? বা
ফরেক্স ট্রেডিং বিভিন্ন টিউটোরিয়াল সাইট থেকে ভালো বাবে সেখা যাই ?

Talha
2015-08-10, 12:20 PM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য কি কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের প্রয়োজন আছে ? বা
ফরেক্স ট্রেডিং বিভিন্ন টিউটোরিয়াল সাইট থেকে ভালো বাবে সেখা যাই ?

অবশ্যই ফরেক্স ট্রেডিং শিখার জন্য আপনাকে অভিজ্ঞ ফরেক্স ট্রেডারের সহায়তা নিতে হবে তা না হলে আপনাকে অনেক ডলার লস করতে হবে আপনি প্রতিষ্টানিক ভাবে সহায়তা নেন বা পার্সোনাল ভাবে নেন আপনি বিভিন্ন ওয়েব সাইট থেকে শিখতে পারেন তবে আপনাকে বেসিক নলেজ গুলোর জন্য হলেও আপনাকে সহায়তা নিতে হবে তা না হলে আমার মনে হয় সফলতার জন্য অনেক পথ পারি দিতে হবে।

nasir
2015-08-19, 11:11 PM
হা, ফরেক্স শিখার জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের প্রয়োজন আছে। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন বলতে বুজায় আপনি কারও কাছ থেকে ফরেক্স শিখবেন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন।আপনাকে ভাল কোনো শিক্ষক এর কাছ থেখে ফরেক্স শিখে নিতে পারেন,তবেই আওনি ভাল ভাবে ফরেক্স করতে পারবেন ।

fxover
2015-09-15, 08:16 AM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য কি কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের প্রয়োজন আছে ? বা
ফরেক্স ট্রেডিং বিভিন্ন টিউটোরিয়াল সাইট থেকে ভালো বাবে সেখা যাই ?

ভাই আমাদের দেশে জন্য ফরেক্স শিখার জন্য ভালো কোন প্রতিষ্ঠান নাই । আর এজন্য হতাশ হবার কোন কারন নাই । আপনি নিজ চেষ্টায় ইচ্ছা থাকলে ইন্টারনেট থেকেই ফরেক্স শিখে উপার্জন করতে পারবেন । আর এজন্য আপনাকে কোন ফি দিতে হবে না । আপনি ইউটিউব থেকেও ফরেক্স শিখতে পারেন । অনেক টিউটরিয়াল পাবেন সেখানে যা খুবই মান্সম্মত এবং সহজ ।

Marufa
2015-09-15, 09:13 AM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই । তবে ভালভাবে শিখতে হলে গাইডলাইন প্রয়োজন আছে । যারা দীর্ঘদিন ধরে ট্রেড করছে এমন কার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সঠিক গাইডলাইন অনুসরন করতে পারলে দ্রুত শিখতে পারবেন ।

AbuRaihan
2015-10-11, 11:50 PM
ফরেক্স শিখতে চান তবে ফরেক্স প্রশিক্ষণ সেন্টারে যাওয়ার আগে কিছুদিন অনলাইনে সার্চ দিয়ে ফরেক্স সম্পর্কিত হাজারো ওয়েবসাইট আছে সেখানে ঘুরে আসুন এবং ফরেক্স বাংলা ফোরামের সাথে যুক্ত থাকুন । তাহলে দেখতে পাবেন অাপনি ফরেক্স সম্পর্কে পঞ্চাশ শতাংশ জ্ঞান অর্জন করেছেন । আর শতভাগ জ্ঞান অর্জন করার জন্য সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ ট্রেডারের অধীনে থেকে ট্রেড কলা-কৌশল শিখতে পারা ।

MotinFX
2016-02-10, 01:25 PM
ফরেক্স ট্রেডিং শিখার জন্য আপনাকে ভাল কোন ট্রেডারের কাছে যেতে হবে কারন আপনাকে অনলাইন থেকে প্রথামিক বিষয় গুলো জানতে পারবেন কিন্তু মার্কেটের অনেক ইন্টার নাল সম্পর্কে জানতে হলে সিনিয়রদের সহায়তা লাগবে। ফরেক্স শিখতে অনেক সহজ হবে এবং আপনাকে কয়েক মাস তাদের সাথে কাজ করতে হবে।

real80
2016-02-11, 12:01 AM
আমার জানামতে আমার বাসস্থান চট্টগ্রাম শহরে বেশ কয়েকজন অভিজ্ঞ ট্রেডার আছেন যারা ব্যক্তিগত ভাবে ফরেক্স শিখিয়ে থাকেন। এছাড়া আমার জানামতে বর্তমানে একটি ফরেক্স প্রশিক্ষনের উপর একটি প্রতিষ্ঠান খোলা হয়েছে। তেবে ইন্টারনেটের সাহায্য নিয়ে গুগল অথা ইউটিউব ব্যবহার করে ফরেক্স শেখা যায়।

maziz6989
2016-02-11, 09:11 PM
আসলে যে কোন কিছু প্রতিষ্টানে শেখা শুধু উত্তম নয় সর্বোত্তম। তাই যদি সঠিক কোন প্রতিষ্টান পান তবে দেখতে পারেন। তবে আমি যতদূর জানি আমাদের দেশে এমন কোন প্রতিষ্টান নেই যা আপনাকে সত্যিকারের ট্রেডিং শেখাতে পারবে। শুধু আপনাকে ডানে বামে বাই সেল করাই শিখাবে। তাই ভাল করে খোজ নিবেন।

Fxaziz
2016-02-12, 02:59 PM
আমার জানামতে ফরেক্স শিখার জন্য আমাদের দেশে কোন প্রতিষ্ঠান নাই তবে হ্যাঁ আমি যত টুকু জানি পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান আছে যারা ফরেক্স শিখাই।আপনি যদি ফরেক্স শিখতে চান তাহলে আপনি ইন্টারনেট এর মাধ্যমে ফরেক্স শিখতে পারেন।আবার আপনি যদি ফরেক্স শিখতে চান তাহলে আপনি আপনার কোন পরিচিত ভাই এর কাচথেকে ফরেক্স শিখতে পারেন।আমি আমার এক বড় ভাই থেকে ফরেক্স শিখি।সে আমাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালই শিক্ষা দিয়েছেন।

basaki
2016-02-12, 05:06 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট শিখতে কোন প্রকার প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের ধরকার মনে করি না। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি যদি ফরেক্স ডেমো ট্রেড করে প্রেক্টিস করেন তবে আপনি ভাল জ্ঞান লাভ করতে পারবেন।এর জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের ধরকার নেই বলে আমি আশা করি।

yasir arafat
2016-04-01, 12:50 PM
আমি মনে করি প্রাতিষ্টানিক শিক্ষার প্রয়োজন নেই।তবে আপনাকে টেকনিক্যাল শিক্ষার প্রতি দৃষ্টি দিতে হবে।যেমন কম্পিউটার এবং ইন্টারনেট সর্ম্পকে ভাল ধারণা থাকতে হবে।আর কিছু বুঝার ক্ষমতা অবশ্যই থাকতে হবে।

sharifulbaf
2016-05-20, 02:36 PM
আমাদের দেশে ফরেক্স ট্রেডিং শিখার তেমন ভাল কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই তার পরেও আমরা ফরেক্স শিখতে পারি কোন ভাল দক্ষ ফরেক্স ট্রেডারের সাহায়্যে,যদি না হয় তাহলে ফরেক্স ইবুক ডাউনলোড করে তা স্টার্ডি করে ফরেক্স শিক্ষার ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করে তা দেখে আমরা ফরেক্স শিখতে পারি

RUBEL MIAH
2016-05-27, 10:21 PM
ফরেক্স শিক্ষা গ্রহণ করার জন্য অবশ্যই আমাদের প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন রয়েছে । অামরা যে যত বেশী প্রাতিষ্ঠিনিক জ্ঞান রাখব সে তত বেশী সফলবান হতে পারব । সুতরাং অামরা কখনোই ভুল করব না । শিক্ষা আমাদের ধৈর্য্য ধারণ করে তারপর শিখতেই হবে । তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

Rahat015
2016-05-29, 09:43 AM
আমার মতে ফরেক্স শেখার জন্য আপনাকে কোন ভালো ট্রেডার এর কাছে যেতে হবে।। আপনি যদি অনলাইন এ শেখার চেষ্টা করেন তবে হ্যা, আপনি বেসিক কিছু জিনিস পড়বেন যা শুধু পড়ার পড়া।। কিন্তু ফরেক্স বুজার জন্য আপনার প্রয়োজন প্র্যাক্টিকাল যা শুধু দক্ষ ট্রেডার এর কাছে পাবেন।। ইউটিউব এ অনেক ভিডিও আছে যা বুজতে বুজতে আপনার দীর্ঘদিন সময় লাগতে পারে।।

Moon
2016-05-29, 08:43 PM
আসলে ফরেক্সে কোন ধরনের যোগ্যতার মাপকাঠি নেই । এখানে যে কেউ ইচ্ছামত ট্রেড করতে পারে । তবে ইচ্ছামত ট্রেড করা মানে এই নয় যে নিজের বিনিয়োগকৃত টাকা ইচ্ছামত এখানে লস করা ! বরং আমি মনে করি যে প্রাতিষ্টানিক শিক্ষা সম্পন্ন ট্রেডার অনেক বেশি এগিয়ে থাকে । কেননা উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ যে কোন কাজে অগ্রগামি হতে সর্বোত্তম সাহায্য করে ।

maziz6989
2016-05-30, 01:48 PM
আমার জানামত বাংলাদেশে এখনও তেমন কোন প্রতিষ্টান গড়ে ওঠেনি যারা পেশাদার ট্রেডার তৈরী করতে পারবেন। কিছু আছে খুচরা কম্পিউটার এর দোকানদার যাদের বেশির ভাগ আবার দুই নম্বর। নিজে ট্রেড করে প্রফ্ িকরতে পারে না তাই এবার নাম লিখিয়েছে মাস্টারীর খাতায়। তাই আমি বলব আগে নিজেকে নিজের শিক্ষক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন ফল হাতে হাতে পাবেন।

dwipFX
2016-06-07, 11:53 AM
ফরেক্স মার্কেটে সম্পর্কে জানতে হলে কারো কাছ থেকে শিখলে আপনার বুঝতে সহজ হবে কারন আপনাকে ফরেক্স নিয়ে অনলাইনে দেখে শিখা আর কারো কাছে সেটা অনেক পার্থক্য আছে। আমি মনে করি ফরেক্স মার্কেট নিয়ে কোন প্রতিস্ঠান হতে শিখতে পারলে ভাল হবে।

HKProduction
2016-06-24, 05:21 PM
ফরেক্স শেখার জন্য বর্তমানে আমাদের দেশে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। একমাত্র কিছু সফল ট্রেডার আছেন যারা আমাদেরকে এটা শিখিয়ে থাকেন। আমরা এটা শিখতে গিয়ে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছি। বিশেষ করে ফরেক্স বেসিক শেখার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডের উপরে গবেষণা করতে হয়। নয়তো মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। জানতে হলে এখানে সব সময় ট্রেডের সাথে সম্পৃক্ত থাকতে হবে।

Rahat015
2016-06-24, 05:27 PM
ফরেক্স শিখার জন্য আপনাকে কারো সরনাপ্নন হতে হবে। সেটা হতে পারে কোন আই টি প্রতিষ্টানের বা কোন ব্যাক্তির যিনি ফরেক্স এক্সপার্ট। তবে তাদের কাছে যাওয়ার আগে আপনি যদি কিছু শিখে যান তা হলে আপনার বুজতে সুবিধা হবে। তাই মোটামোটি আপনি নেটে সার্চ করে কিছু শিখে নিতে পারেন, পরে কারো কাছে শিখতে পারেন প্রাকটিক্যালি।

forexboy
2016-07-01, 09:55 AM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রাতিষ্ঠানিক কোন কিছু আছে কি? আমি তাহলে অখান থেকে ফরেক্স শিখতাম। কিন্ত পরে কি লাভ করতে পারব?

Md. Tariqul Islam
2016-07-18, 09:39 AM
আমাদের দেশে জন্য ফরেক্স শিখার জন্য ভালো কোন প্রতিষ্ঠান নাই । আর এজন্য হতাশ হবার কোন কারন নাই । আপনি নিজ চেষ্টায় ইচ্ছা থাকলে ইন্টারনেট থেকেই ফরেক্স শিখে উপার্জন করতে পারবেন । আর এজন্য আপনাকে কোন ফি দিতে হবে না । আপনি ইউটিউব থেকেও ফরেক্স শিখতে পারেন । অনেক টিউটরিয়াল পাবেন সেখানে যা খুবই মান্সম্মত এবং সহজ ।

Md. Tariqul Islam
2016-07-20, 12:55 PM
মাদের দেশে জন্য ফরেক্স শিখার জন্য ভালো কোন প্রতিষ্ঠান নাই । আর এজন্য হতাশ হবার কোন কারন নাই । আপনি নিজ চেষ্টায় ইচ্ছা থাকলে ইন্টারনেট থেকেই ফরেক্স শিখে উপার্জন করতে পারবেন । আর এজন্য আপনাকে কোন ফি দিতে হবে না । আপনি ইউটিউব থেকেও ফরেক্স শিখতে পারেন ।

Sahed
2016-07-24, 05:34 PM
বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স মার্কেট অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । কিন্ত দুঃখের বিষয় হল যে বাংলাদেশে ফরেক্স মার্কেট সম্পর্কিত এখনো কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান নেই । ফরেক্স শিক্ষার জন্য প্রাতিষ্টানিক প্রশিক্ষন দরকার আছে বলে আমি মনে করি । তবে আপনি চাইলে আশেপাশের কারও সাহায্য নিতে পারেন ।

milonkhanfx1993
2016-09-29, 11:27 PM
আপনি যেমন টি শিক্ষার প্রতিষ্টান না পেলেউ ফরেক্স শেখার জন্য আপনি অনেক মাধ্যম পাবেন যার মধ্যে অন্যতম মাধ্যম হল ইন্টারনেট,এখানে আপনার সব উত্তর লুকিয়ে আছে শুধু খুজে বের করতে হবে।

MoinFX
2016-10-06, 11:19 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভাল কোন প্রতিষ্ঠানিক ট্রেডিং সেন্টার নাই তবে ফরেক্স মার্কেট শিখার জন্য অনলাইনে সব কিছু আছে সেখান থেকে জনতে সময় লাগে আর কারো কাছে জানতে বেশি সময় লাগেনা সহজে ফরেক্স সম্পর্কে জানা যায়।

mithunsarkar
2016-10-20, 12:29 PM
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।

Sahed Srabon
2016-10-26, 04:33 AM
বর্তমানে ফরেক্স মার্কেট সম্পর্কিত অনেক বাংলা ভিডিও ইউটিউবে পাওয়া যায় যা আপনাকে ফরেক্স শিখতে অনেকটা সহায়তা করবে বলে আমি মনে করি । তাছাড়া ফরেক্স সম্পর্কিত অনেক ব্লগ এবং ওয়েব সাইট রয়েছে যেখান থেকে আপনি সহায়তা নিতে পারেন ।

Mamun13
2017-10-03, 09:51 PM
ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত ট্রেডার হওয়ার জন্য আপনাকে ব্যাপক স্টাডি করতেই হবে৷স্টাডি করতে হলে ইউটিউব চ্যানেল সহ অনলাইন ভিত্তিক বিভিন্ন টিউটোরিয়াল সোর্স খুজেঁ বের করতে হবে৷অসংখ্য সোর্স আছে আর আমরা সবাই সেগুলো থেকেই শিখে নিচ্ছি৷একজন সৎ,আন্তরিক,বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন,দক্ষ ট্রেইনারের তত্ববধানে থেকে হাতে কলমে ধারাবাহিকভাবে নিয়মিত শিখতে পারলে সবচেয়ে ভালো হবে৷তাহলে সহজে ও অল্প সময়েই পেশাদার ট্রেডার হতে পারবেন৷

expkhaled
2017-10-17, 07:05 PM
শুধু ফরেক্স নয় যে কোন বিষয় জানতে হলে আপনাকে শিক্ষকের প্রয়োজন আছে। অার ফরেক্স তো আন্তরজাতিক মুদ্রার বাজারের মত একটি বিশাল বড় একটা সেক্টর। এখানে অনেক বিষয় আছে যেগুলো জানতে হলে সিনিয়র ট্রেডার ছাড়া একেবারে সম্ভব নয়। ফরেক্স অনেক টেকনিক্যাল এনালিসিস আছে যে গুলো জানতে গেলে শিক্ষক প্রয়োজন রয়েছে। একা একা হয়তো কিছুটা জ্ঞান নেয়া সম্ভব কিন্তু এক্সপার্ট হতে গেলে কারও না কারও দারস্থ হতে হয়।