PDA

View Full Version : এই মার্কেটে কেন নিজের ধৈর্যের সীমা বাড়াতে হয়?



majeed
2021-02-25, 11:24 PM
একজন অভিজ্ঞ এবং সফল ট্রেডার জানেন কিভাবে এই মার্কেটে নিজের ধৈর্য ধরে রাখতে হয়। তিনি কখনোই হঠাৎ করে কোনো ট্রেড নেন না। ফরেক্স মার্কেটে আপনি সবসময় ভাল ট্রেড সেট আপ পাবেন না। একটি ভাল ট্রেডের জন্য এই মার্কেটে মাঝেমাঝে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এই অপেক্ষা সবাই করতে পারে না এজন্য মার্কেটে সফল ট্রেডারের সংখ্যাও সীমিত। নিজেকে যদি আপনি সফল ট্রেডারদের দলে অন্তর্ভুক্ত করতে চান তাহলে অবশ্যই নিজের ধৈর্যের সীমা বাড়ানোর চেষ্টা করা উচিত।

Mas26
2021-02-25, 11:55 PM
কথায় আছে ধৈর্যের ফল তিতা হলেও ভালো পরে মিষ্টি লাগে সেরকমই একটা ফরেক্স মার্কেট ফরেক্স মার্কেট এ আপনি যতই ধৈর্য ধরতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল আপনি যদি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আপনি যদি।
আপনি ফরেক্স এ কাজ করতে পারেন তাহলেই আপনি সফল হতে পারবেন আর যে যত বেশি আপনি অধৈর্য হবেন ততই আপনি লস করবেন এটাই স্বাভাবিক আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি হয়তো বা কিছু ডলার লস করে ফেলছেন ফরেক্স মার্কেটে তখন আপনি যদি মাথা গরম করেন তাহলে দেখা যাবে আরো নিচে পড়ে গেলেন এমন সময় যায় আসে যে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে সে তো আপনাকে ধৈর্য ধরুন করলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ একসময় আপনার যদি ভালো করে ধৈর্য ধরতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ।

Sakib42
2021-02-25, 11:58 PM
কেননা এখানে সকল কিছু মুহূর্তের মধ্যেই পাওয়া সম্ভব হয়না। আমরা যে ট্রেডিং করে থাকি সেটি কবে নাগাদ লাভ কিংবা লস হবে সে সম্পর্কে আমাদের ধারণা খুব কমই থাকে। আমরা যতই নিউজ ট্রেডিং করে থাকি না কেন কিছু কিছু ট্রেড অনেক দীর্ঘায়িত হয়। যা বলা মুশকিল হয়ে পড়ে। তখন আমাদের অনেক ধৈর্য ধারণ করতে হয় না হলে আমরা যেকোনো পদক্ষেপ তখন গ্রহণ করে ফেলতে পারি এবং তা আমাদের ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। অনেক সময় আমরা লোভ করে বসি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এগুলো আমাদের সবসময় উপকৃত করবে না তাই তখন নিজেকে ধৈর্যের মাধ্যমে আটকে রাখতে হবে।

EmonFX
2021-02-26, 06:37 AM
প্রতিটি ট্রেড যে আপনার পক্ষে যাবে এমন নয়। আপনি যতই স্টাডি ও এনালাইসিস করেন না কেন দু'একটি এন্ট্রি আপনার বিপরীতে যাবে এটাই স্বাভাবিক। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মার্কেট আপনার অনুকূলে একসময় না একসময় অবশ্যই ফিরে আসবে। ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার তৈরি হয়নি যে শতভাগ ট্রেডে প্রফিট করে থাকেন। প্রত্যেকেই কিছু কিছু ট্রেডে লস করে থাকেন। ফরেক্সে সফলতার জন্য ধৈর্যের বিকল্প নেই। ফরেক্সে সফল হতে হলে প্রচুর ধৈর্যের অনুশীলন করতে হবে। ফরেক্স থেকে 90% ট্রেডার ঝরে যায় শুধুমাত্র তাদের অধৈর্যতার কারণে। ফরেক্সে তাড়াহুড়ো করে কোন ট্রেড নেয়া যাবে না। তাড়াহুড়োর ফল কখনোই ভালো হয় না। একটি ট্রেড নেয়ার আগে অবশ্যই সে বিষয়ে অনেকে স্টাডি ও এনালাইসিস করে ট্রেড নিতে হবে। অনেকেই সময় না নিয়ে অধৈর্য হয়ে তাড়াহুড়ো করে ট্রেড নিয়ে বসে ফলে লস করে।

ট্রেডিংয়ের সময় আমরা অনেকে দু-একটি ট্রেডে লস করে সেই লস পুষিয়ে নেয়ার জন্য প্রোপার অ্যানালাইসিস ছাড়াই তাড়াহুড়ো করে বড় লটে ট্রেড নিয়ে বসি। ফলে আবারও লস করে বসি। আবার অনেকে পরপর দু'চারটি ট্রেডে ভালো করতে পারলে অতি উৎসাহী হয়ে বড় বড় লটে ট্রেড নিয়ে থাকেন। সঠিকভাবে মার্কেটের মুভমেন্ট মূল্যায়ন না করার দরুন এখানেও লস করেন। এসবের সব কিছুর কারণ হলো অধৈর্যতা। তাই বলব ফরেক্স ট্রেডিংয়ে সফলতার জন্য প্রচুর ধৈর্যশীলতার অনুশীলন করতে হবে।

KAZIMAJHARULISLAM
2021-03-06, 06:34 AM
ফরেক্স মার্কেট কোনো আলাদিনের চেরাগ নয়,বা আপনার ইচ্ছা কাঠি দিয়ে নিয়ন্ত্রণ করার মত কোন জায়গা নয়। ফরেক্স মার্কেট নদীর মতোই,আপন গতিতে বহমান। তাই আমাদের সকল ট্রেডই যে, আমাদের পক্ষে যাবে,সব ট্রেডই যে আমাদের প্রফিট এনে দিবে, বিষয়টা এমন নয়।তবে হ্যা, ফরেক্স সম্পর্কিত পূর্ণাঙ্গ জ্ঞান ও দক্ষতা থাকলে, অধিকাংশ ট্রেডেই প্রফিট অর্জন করা সম্ভব। কিন্তু সেই পূর্ণাঙ্গ জ্ঞান ও দক্ষতা অর্জন করতে, আপনাকে দীর্ঘ দিন ফরেক্স এর সাথে লেগে থেকে কঠোর পরিশ্রম করতে হবে,এবং অধ্যবসায়ী হতে হবে।যা কখনই একদিনে সম্ভব নয়,এবং অবশ্যই ধৈর্যের ব্যাপার।এছাড়াও মার্কেট যখন ট্রেন্ড পরিবর্তন করে,তখনও ধৈর্য ধারণ করে মার্কেট পুনরায় ফেরার জন্য অপেক্ষা করতে হবে।কেননা আপনি যদি ওই সময়ে ট্রেড ক্লোজ করে দেন,তাহলে দেখা যাবে যে আপনার লস হয়ে গেছে।কেননা স্বভাবতই কিছু দিন বা এক সপ্তাহ পর মার্কেট আবার পরিবর্তিত হবে।তাই ফরেক্সে একাউন্টে নিরাপদে রেখে,কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ন করতে অবশ্যই ধৈর্য ধারণ করে মার্কেটে টিকে থাকতে হবে।

Starship
2021-03-06, 04:35 PM
ফরেক্স হলো ধৈর্যের পেশা, এখানে প্রতিটা মহুর্তে ধৈর্যের পরিক্ষা লয় উর্তীর্ন হতে হয়। ফরেক্সে তারাই সফল হতে পারে যাহারা ফরেক্সে ধৈর্যের পরিক্ষায় অতিক্রম করতে পারে। ফরেক্স শেখার জন্য পর্যাপ্ত অনুশীলন ও জ্ঞান লাভের প্রয়োজন হয়। এই বাধা অতিক্রম করতে পারলে ট্রেডিং কৌশল অনুশীলন ও ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে হয়। অনুমানের উপর ট্রেড করলেই প্রফিট করা সম্ভব নয়। তাই ট্রেড করার জন্য উপযুক্ত ট্রেন্ডে ট্রেড করতে হয়। আর স্বাভাবিক ভাবেই উপযুক্ত ট্রেন্ড সবসময় থাকবে না। তাই তার জন্যও আপনাকে ধৈর্যের পরিক্ষা দিতে হয়। অপেক্ষা করে সঠিক সময়ে ট্রেড নিতে হবে। আর এই সকল কারণে ফরেক্সে অধৈর্য ট্রেডররা ঝরে পড়ে।

Mas26
2021-03-06, 05:28 PM
ফরেক্স মার্কেটে ধৈর্য আপনার মূল চাবিকাঠি সফল হওয়ার কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে। ধৈর্য না ধরতে পারেন তাহলে সফল হওয়া সম্ভব হবে না।যেকোনো কাজেই আপনার সফলতার পেছনে রয়েছে ধৈর্য আপনি সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ফরেক্স মার্কেটে আর একজন সফল ট্রেডার ধৈর্যের মাধ্যমে সে সফল হতে পেরেছে। আমি মনে করি যারা ধৈর্য্য ধারণ করতে পারেনি ইন তারাই বিফল হয়েছে অর্থাৎ ব্যর্থ হয়েছেন অনেক সময় একাউন্ট জিরো করে ফেলেছেন ধৈর্যহীন হয়ে।

Devdas
2021-04-18, 11:33 AM
ফরেক্স থেকে আয় করতে হলে অনেক ধৈর্য্য ও পরিশ্রম করে তারপর ফরেক্স থেকে আয় করতে হয়। কেননা, ফরেক্স প্রতিটি ক্ষনে প্রতিটি সময়ে ফরেক্স এর ঝুকি থাকে। এই ঝুকি এড়াতে ফরেক্স এ অনেক সময় দিয়ে ফরেক্স এ কাজ করতে হয়। তাই নিজের ধৈর্য্য ধরে অনেক পরিশ্রম করে ফরেক্স এ সময় বাড়িয়ে ফরেক্স করতে হয়। তাই এই মার্কেট এ অনেক সময় দিয়ে ফরেক্স করতে হয়।

Devdas
2021-07-09, 04:46 PM
ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট। ধৈর্য্যর ফল মিষ্টি হয় একথা আমরা সবাই জানি। ফরেক্স এ আপনি যত ধৈর্য্য ধরে ফরেক্স করবেন আপনি ততই দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে ফরেক্স এ কাজ করে ফরেক্স থেকে আয় করতে পারবেন। এই মার্কেট কখন কী হয় সেটা কেউ বলতে পারে না। ফরেক্স এ যখন টাকা আয় করার জন্য যে ট্রেড করা হয় আর এই ট্রেডই হচ্ছে ঝুকি। আর ঝকি নিয়েই ফরেক্স থেকে আয় করা হয়।