PDA

View Full Version : ফরেক্স মার্কেটে ভুল থেকে শিক্ষা লাভ



majeed
2021-02-25, 11:33 PM
মানুষ মাত্রই ভুল একথা আমরা সবাই জানলেও এর থেকে শিক্ষা খুব কমসংখ্যক মানুষই নিয়ে থাকে। ফরেক্স মার্কেটে ভুল সবাই করে। কেবল সফল ট্রেডাররাই নিজের ভুল বুঝার চেষ্টা করেন এবং সেই ভুল থেকে শিক্ষা লাভ করেন। নিজের খারাপ অভিজ্ঞতা এবং ভুল পদক্ষেপকে সামনে এগিয়ে যাওয়াকে আটকাতে দেওয়া উচিত না। একজন ট্রেডারকে সবসময় চেষ্টা করা উচিত নিজের ভুল স্বীকার করা এবং যতটা সম্ভব তা থেকে বিরত থাকা।

Mas26
2021-02-25, 11:49 PM
ফরেক্স মার্কেট থেকে আপনার ভুল থেকে শেখার অনেক কিছুই আছে আপনি যখনই ভুল করবেন তখনই কিছু শিখতে পারবেন আর যদি কখনো ভুলিনা করেন তাহলে আপনি কিভাবে শিখবেন যদি আপনি ভুল করেন তাহলেই আপনি ভুল থেকে কোন শিক্ষা গ্রহণ করতে পারবেন ফরেক্স এই ধরনের একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আপনি অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন আপনার ভুলগুলো ই আপনার বড় শিক্ষা এই শিক্ষা থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন আপনি যত বেশি ভুল করবেন ততই আপনার জন্য মঙ্গল ভুল না করলে আপনি কখনই শিখতে পারবেন না আর ভুল করার পরে সেটা থেকেই আপনার শিক্ষা নেওয়া উচিত।

Sakib42
2021-02-25, 11:56 PM
এটি অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের সব সময় আমাদের বলতে কেউ শিক্ষা গ্রহণ করতে হবে না হলে আমরা সফল হতে পারব না সকল দিক দিয়ে। আমরা জানি ফরেক্স অন্যতম একটি ব্যবসা অর্থোপার্জনের জন্য আর এখানেও কিছু না কিছু ভুল আমরা করে থাকব এবং আমাদের উচিত সেই সব ভুলগুলো সংশোধনের মাধ্যমে পুনরায় নতুন করে সবকিছু উপস্থাপন করা যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা। প্রতিটা মানুষ কোনো না কোনো ভুল করে থাকে যখন সে ট্রেডিং করেগ্রহণ করে তাহলে সে ভালো কিছু অর্জন করতে পারে।

EmonFX
2021-02-26, 07:01 AM
ফরেক্স শেখার একটি ভালো উপায় হলো নিজের ভুল থেকে শেখা। ফরেক্সে কোন ট্রেডারই শতভাগ সঠিক ট্রেড নিতে পারে না। মানুষ ভুল করবে এটা স্বাভাবিক কিন্ত ভুল থেকে শিক্ষা নিতে না পারা অস্বাভাবিক। ফরেক্স ট্রেডিং এর সময় আমারা কিছু ট্রেডে লস করবো এটাই স্বাভাবিক। ট্রেড করার সময় যে আমরা ১০০% সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এমন নয়। ইংরেজীতে একটি প্রবাদ আছে, “ফেইলুর ইজ দ্যা পিলার অব সাক্সেস”। যদি তাই হয়ে তাহলে আমাদের ব্যর্থতাকে নেতিবাচক দৃষ্টিাকোন থেকে দেখা মোটেই ঠিক না। প্রথমে খুজে বের করতে হবে কেনো আমি ভুল করলাম, কোথায় ভুল করলাম, কোথায় দুর্বলতা রয়েছে। সেটা আবিস্কার করার পরে সেই দুর্বলতার জায়গায় কাজ করে সমস্যা সমাধান খুজতে হবে। খুব কম সংখ্যক মানুষই আছে আমাদের ভুরগুলো খুজে বের করার চেস্টা করিনা এবং সেই অনুযায়ী সুধরানোর কাজ করিনা। ফলে অনেক পরিশ্রম করেও সফলতার দ্বারে পৌছাতে পারিন। ভাগ্যের দোহাই দিয়ে ক্ষান্ত হয়ে যাই। আর দুর্বলেরাই কেবল ভাগ্যের দোহাই দেয়। যেটা অন্তত বিজনেস ক্ষেত্রে একেবারেই অকার্যকর।

KAZIMAJHARULISLAM
2021-02-26, 07:14 AM
শুধুমাত্র ফরেক্সেই নয়, বাস্তব জীবনে ও উন্নতি করতে, আমাদের উচিত, ভুলে হতাশ না হয়ে,নিরাশাগ্রস্থ না হয়ে, বরং এর পিছনের কারন খুজে বের করে,উপযুক্ত বিকল্প সামাধান খুঁজে বের করা। কেননা বাঘ যখন শিকার করে,তখন দু পা পিছিয়ে যায়, কিন্তু পর-মূহুর্তেই তার লক্ষ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়ে,যেন তার শিকার পালাতে না পারে। তাই আপনি ও প্রয়োজনে, বাঘের মতো দু পা পিছিয়ে যান। কিন্তু পরবর্তীতে ভুলের উপযুক্ত সমাধান নিয়ে, দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন।যেন বাঘের মতোই আপনার লক্ষ্য ও যেন ভেদ হয়।

Starship
2021-02-26, 12:14 PM
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে প্রতিনিয়ত সামান্য ভুলের জন্য লসের সম্মুখীন হতে হয় এবং এই ভুলের যারা সংশোধন করতে পারেন তারাই ফরেক্সের টিকে থাকতে পারে এবং যারা ধৈর্য্য ধরে উক্ত ভুলের কারণ খুঁজে পায় না বা সমাধান করতে পারেনা তারাই ফরেক্স থেকে লুজার হয় ও ছিটকে গেছেন। তাই ভুল সংশোধনের জন্য আপনাকে ট্রেড করার পূর্বে পর্যাপ্ত সময় নিতে হবে। ট্রেনিং টেডিং বৃদ্ধির জন্য ট্রেড করতে হবে ডেমোতে একাউন্ট অনুসরণ করতে হবে। আমি প্রতিটি লস এর পেছনে কারণ খুজি অনেক সময় আমার অভিজ্ঞ ট্রেডার ভাইদের পরামর্শ নেয়। যেভাবেই হোক লসের কারণ খুঁজে না পেলে আপনি সফলতা পাবেন না।