PDA

View Full Version : ট্রেডিং এ প্রমাণিত পদ্ধতি ব্যবহার



majeed
2021-02-25, 11:51 PM
সফল ট্রেডাররা কখনোই শুধুমাত্র শুনা বা দেখার উপর বিশ্বাস করেন না। তারা যথাযথভাবে প্রমাণিত পদ্ধতি নিজের ট্রেডিং এ ব্যবহার করে থাকেন। যেমনঃ মার্কেট ট্রেন্ডের সাথে যাওয়া, ক্ষতি হ্রাস করা, যদি ট্রেড লাভজনক হয় তবে তা ধরে রাখা এনং রিস্ক ম্যানেজমেন্ট ভালভাবে পরিচালনা করা। তবে এটা মনে রাখা উচিত যে পদ্ধতিগুলো সময়ের ব্যবধানে পরিবর্তন করতে হয়, তবে সাধারণত প্রমাণিত পদ্ধতিগুলো সবচেয়ে ভাল কাজ করে ফরেক্স মার্কেটে।

KAZIMAJHARULISLAM
2021-03-06, 07:06 AM
আপনি ঠেকে,বিপদে পড়ে যে শিক্ষা গ্রহণ করবেন,ঐটাই হলো আসল শিক্ষা। কেবলমাত্র আপনিই জানেন যে,ঐ অবস্থায় আপনার মানসিক অবস্থা কেমন ছিল, আপনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন। কেননা ফরেক্সে এমন কোনো ট্রেডারই নেই যে,সে শুরুতে লস করে নাই।আমরা যদি ঐ লসের কারণ গুলো বিশ্লেষণ করে উপযুক্ত সমাধান খুঁজে বের করতে পারি, এবং পরবর্তীতে প্রয়োগ করতে পারি, তাহলে কখনোই আর ব্যর্থ হতে হবে না। কেননা সফলতা আসে অভিজ্ঞতা থেকে,আর অভিজ্ঞতা আসে খারাপ অভিজ্ঞতা থেকে। তাইতো ফরেক্সে টিকে থেকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে, বাস্তবিক অভিজ্ঞতা ও জ্ঞান থেকেই, সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

EmonFX
2021-03-06, 09:34 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রপার নলেজ অর্জন করেই ট্রেডিং করতে হবে। প্রচুর ফান্ডামেন্টাল নিউজ স্টাডি ও মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে হবে। *প্রতিটি এন্ট্রি নেয়ার আগে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে রিস্ক রেশিও নির্ধারণ করে ট্রেডিং করতে হবে। তাতে করে লস হলেও সেটা খুব সামান্য হবে। তাছাড়া আমাদের কখনোই ট্রেন্ডের বিপরীতে যে ট্রেড করা ঠিক নয়। সবচেয়ে বড় লস করার অন্যতম কারণ হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এন্ট্রি নেয়ার এবং সঠিক সময়ে ট্রেড থেকে বের হয় আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট নির্ধারণ করে ট্রেড করতে পারলে আপনি ফরেক্সে অবশ্যই একদিন সফল হবেন। তাই আমাদের উচিত ট্রেডিং সম্পর্কে সঠিক নলেজ অর্জন করে নিয়মমাফিক ট্রেডিং করা।

Starship
2021-03-06, 10:04 AM
ফরেক্সে ট্রেড করে আপনি কতটা সফল হবেন সেটা নির্ভর করে আপনার ট্রেডিং পদ্ধতি কতটা নির্ভুল ও যাচাই করা। আপনার ট্রেডিং পদ্ধতিটি যদি ডেমো একাউন্টে পর্যাপ্ত অনুশীলন করে যাচাই বাছাই করা থাকে তাহলে ট্রেড করে আপনি সহজেই প্রফিট করতে সক্ষম হবেন। আবার যদি আপনি পর্যাপ্ত বাছাই করা না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনি ট্রেড করে লসের সম্মুখীন হবেন। তাই বলা যায় যে, ট্রেড থেকে আপনি প্রফিট করবেন না লস করবেন তা অনেকটা আগে থেকেই বোঝা যায়। এই পদ্ধতি অনুসরণ করে সকলের ট্রেড করা উচিত।