PDA

View Full Version : ট্রেডিং সিদ্ধান্ত কি আবেগ নির্ভর হওয় উচিৎ?



majeed
2021-02-26, 12:04 AM
বিশেষজ্ঞ ট্রেডার আবেগের উপর নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত নেন না, কারণ তারা জানেন আবেগ আমাদের অধিকাংশ সময় যুক্তিহীন এবং তড়িৎ সিদ্ধান্ত নিতে বাধ্য করেন যা আমাদেরকে বিপর্যয়ের পথে পরিচালিত করে। একজন সফল ট্রেডার সর্বদা তার কৌশলগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ এবং নিশ্চিত করে যা যুক্তিবিজ্ঞান দ্বারা সমর্থিত।

KAZIMAJHARULISLAM
2021-03-04, 05:50 PM
ফরেক্স ট্রেডিং এর সাথে আবেগের সম্পর্ক, দা-কুমড়ার সম্পর্কের মতো। কেননা আবেগ আপনার উন্নতিতে বাঁধা সৃষ্টি করবে। কেননা আবেগ থেকে আমাদের মাঝে একটা চাপা উত্তেজনা ও অস্থিরতা কাজ করবে।যার ফলে কিছুটা সময় আমরা বিবেক দ্বারা চালিত না হয়ে, যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করে বসতে পারি। এছাড়াও ওভার ট্রেডিং এর মতো, অসংখ্য ভুল সিদ্ধান্ত নিয়ে বসতে পারি। তাইতো একজন অভিজ্ঞ ট্রেডার সবসময় লোভ ও আবেগ নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধারণ করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। আমাদের ও মার্কেটে টিকে থেকে, কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে, লোভ ও আবেগ উপেক্ষা করে, অভিজ্ঞতা থেকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

mohd.Salahuddin
2021-03-04, 11:25 PM
আমরা কেনোই বা আবেগের বসে কাজ করবো।যে কোনো কাজ করতে হলে বুঝে শুনে কাজ করতে হয়।তাই বুঝে শুনে দেখে ট্রেড করা ভালো হবে।

samun
2021-05-22, 09:28 AM
সত্যি কথা বলতে আবেগ ছাড়া পৃথিবীতে কোন মানুষই টিকে থাকতে পারবে না প্রতিটি কাজে মানুষের আবেগ অবশ্যই কাজ করবে আবেগ বাদ দিয়ে কোন কাজ করা যাবে না তাই ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও একই অবস্থা যত যাই বলি না কেন আবেগ বাদ দিয়ে কোনো কাজই হবে না কারণ যখন একজন ব্যক্তি লস করে তখন অবশ্যই তার মানসিক অবস্থা কেমন থাকে তা সবাই জানে এক্ষেত্রে আমরা আবেগকে অবশ্যই রাখতে পারে কিন্তু তাকে অবশ্যই আমাদের পর্যাপ্তভাবে পরিমাণমতো রাখতে হবে অধিক আবেগ দিয়ে কোন কাজ করা যাবে না সাধারণত আমরা যখন লস করি তখন আমরা সেই লস কে উঠানোর জন্য পরবর্তীতে আবার ট্রেড করে থাকি। সাধারণত আমরা আবেগবশত ভুল করে থাকি যার কারণে পরবর্তীতে আবার আমাদের লস হয়ে যায় কিন্তু তখন যদি আমরা নিজেদের আবেগকে সুন্দরভাবে অ্যানালাইসিসের কাজে প্রয়োগ করি এবং আবেগটাকে কনভার্ট করে এনালাইসিস দক্ষতার কাজে নিয়োগ করি সে ক্ষেত্রে দেখা যাবে আমরা একটি সঠিক সমাধান করতে পারব এজন্য অবশ্যই নিজেকে অভিজ্ঞ এবং দক্ষবান করে তুলতে হবে

EmonFX
2021-05-22, 10:44 AM
বিশেষজ্ঞ ট্রেডার আবেগের উপর নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত নেন না, কারণ তারা জানেন আবেগ আমাদের অধিকাংশ সময় যুক্তিহীন এবং তড়িৎ সিদ্ধান্ত নিতে বাধ্য করেন যা আমাদেরকে বিপর্যয়ের পথে পরিচালিত করে। একজন সফল ট্রেডার সর্বদা তার কৌশলগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ এবং নিশ্চিত করে যা যুক্তিবিজ্ঞান দ্বারা সমর্থিত।

ফরেক্সে আবেগের কোন মূল্য নাই। ফরেক্স একটি বিজনেস প্ল্যাটফর্ম। এখানে আবেগ ব্যাপারটি মূল্যহীন। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ ব্যাপারটি একেবারেই অকার্কর। ইমোশন বা আবেগ ফরেক্স মার্কেটে সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর প্রথম পর্যায় প্রত্যেক ট্রেডারই কিছুটা ইমোশন বা আবেগপ্রবণ হয়ে থাকেন। ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই। আবেগ শুধু প্রেম-ভালোবাসাতেই মানায় বাস্তব ক্ষেত্রে এর কোনো ভিত্তি নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই আমাদের আবেগ কন্ট্রোল করে ফরেক্স ট্রেডিং করতে হবে। প্রথমদিকে দুই-একটি ট্রেডে লস হতে পারে তাই বলে আবেগি হয় বা ইমোশনাল হয়ে ঝুঁকি নিয়ে ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড নেয়া যাবে না। দু-একটি ট্রেডে লস হলে কিছু সময়ের জন্য ফরেক্স থেকে ব্রেক নিতে পারেন। ফরেক্সে লস হলে প্রথমে লস এর কারণ অনুসন্ধান করুন এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করুন। ভুল সংশোধন করে পরবর্তী ট্রেড নিতে হবে। এভাবে ফরেক্স ট্রেডিং করতে পারলে অবশ্যই আপনি একজন সফল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হবেন।

md mehedi hasan
2022-03-23, 07:00 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সিদ্ধান্ত আবেগের উপর নেওয়া উচিত না।ফরেক্স মার্কেটে যারা দক্ষ ট্রেডার বা প্রফেশনাল মানের ট্রেডার তারা কখনো এই ভুলগুলো করে না।আর এই ধরনের ভুলগুলো ফরেক্স মার্কেটে করেনা বলেই আজ তারা ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে পেরেছে।ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার তাদের একটা দুটো ট্রেড লস হলে।লস রিকভারির করার জন্যই ওভার ট্রেড করে।আবার লস করে।এরপর আবেগের বসে অনেক বড় লটে ট্রেড ওপেন করে একাউন্ট্ জিরো করে।ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই।

Mas26
2022-03-23, 10:48 AM
আবেগ কেন এত আবেগ যে আবেগ কন্ট্রোল করা যায় না সেই আবেগের কি দরকার। আসলে আমরা ফরেক্স মার্কেটে আবেগের বসে পড়ে এই অধিকাংশ ট্রেডার লস করি যার কারণে আমরা বলে থাকি যে আবেগ ইমোশন এগুলো কন্ট্রোল করতে হবে কিন্তু মূলত আমরা সেই আবেগকে কন্ট্রোল করতে পারি না। এবং আবেগের বশবর্তী হয়েই বারবার লসের সম্মুখীন হয় আসলে প্রত্যেকটা ট্রেডারের সবার আগে আবেগকে কন্ট্রোল করতে হবে তারপরে ফরেক্স মার্কেটে ভালো কিছু আশা করা যায়। আবেগ কন্ট্রোল না করতে পারলে ফরেক্স মার্কেটে ভালো কিছু আশা করা স্বপ্নের মতোই হবে * পূরন হতেও পারে নাও হতে পারে।ফরেক্স ট্রেডিং এর সাথে আবেগের সম্পর্ক, দা-কুমড়ার সম্পর্কের মতো। কেননা আবেগ আপনার উন্নতিতে বাঁধা সৃষ্টি করবে। কেননা আবেগ থেকে আমাদের মাঝে একটা চাপা উত্তেজনা ও অস্থিরতা কাজ করবে।যার ফলে কিছুটা সময় আমরা বিবেক দ্বারা চালিত না হয়ে, যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করে বসতে পারি।ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার তাদের একটা দুটো ট্রেড লস হলে।লস রিকভারির করার জন্যই ওভার ট্রেড করে আবার লস করে।ফরেক্স ট্রেডিং এর প্রথম পর্যায় প্রত্যেক ট্রেডারই কিছুটা ইমোশন বা আবেগপ্রবণ হয়ে থাকেন। ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই।এরপর আবেগের বসে অনেক বড় লটে ট্রেড ওপেন করে একাউন্ট্ জিরো করে।সাধারণত আমরা আবেগবশত ভুল করে থাকি যার কারণে পরবর্তীতে আবার আমাদের লস হয়ে যায় কিন্তু তখন যদি আমরা নিজেদের আবেগকে সুন্দরভাবে অ্যানালাইসিসের কাজে প্রয়োগ করি এবং আবেগটাকে কনভার্ট করে এনালাইসিস দক্ষতার কাজে নিয়োগ করি সে ক্ষেত্রে দেখা যাবে।ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই।ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদেরকে সবার আগে আবেগ এবং ইমোশনকে কন্ট্রোল করতে হবে। এই আবেগি মন কন্ট্রোল করতে পারলেই আমরা এখানে সফলতা অর্জন করতে পারব হয়তোবা তাহলে আমাদের ব্যর্থতার দিন শেষ হয়ে যাবে এবং আমরা ভাল প্রফিট করতে পারবো এখান থেকে,,ধন্যবাদ সবাইকে।