PDA

View Full Version : রিস্ক-রিওয়ার্ড অনুপাত কত?



majeed
2021-02-26, 12:14 AM
যেকোনো ব্যবসায় লাভ করতে চাইলে লসের বেপারটাও মাথায় রাখতে হয়। অভিজ্ঞ ট্রেডাররা জানেন ফরেক্স মার্কেটে কেউ সবসময় জিততে পারে না, লসের স্বাদ সবাইকেই নিতে হয়। অনেকসময় দেখা যায় ৩ টা ট্রেডে লাভ করে যা আয় করা হয় তা মাত্র একটা ট্রেডেই হারিয়ে ফেলে ট্রেডাররা। এর প্রধান কারণ তারা রিস্ক-রিওয়ার্ড অনুপাত মেনে ট্রেড করেন না। আপনি সফলভাবে ট্রেড করতে চাইলে ট্রেডিং এ রিস্ক-রিওয়ার্ড অনুমাত মেনে চলা উচিত। সাধারণ নিয়মে রিস্ক-রিওয়ার্ড আনুপাত ১:২ হয়।

EmonFX
2021-02-26, 06:48 AM
প্রতিটি এন্ট্রি নেয়ার ক্ষেত্রে অবশ্যই রিস্ক রেশিও নির্ধারণ করে ট্রেডিং করা উচিত। মানি ম্যানেজমেন্ট করে মূলধনের আনুপাতিক হারে রিস্ক রেশিও নির্ধারণ করা উচিত। প্রতিটি ট্রেড এর ক্ষেত্রে ১:২ রিস্ক রেশিও সেটআপ করতে পারলে ভালো হয়। আরও বেশি ভালো হয় যদি রিস্ক রেশিও ১:১ নেয়া যায়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না।

আপনার যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ 10 শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। 100 ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেন নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন এবং মূলধন রক্ষা করুন।

Mas26
2021-02-26, 12:47 PM
সাধারণ নিয়মে রিস্ক-রিওয়ার্ড আনুপাত ১:২ হয়।এই অনুপাত মেনে সবারই ট্রেড করা উচিত।
ফরেক্স মার্কেট এর প্রত্যেকটা ট্রেডারের উচিত রিক্রুটমেন্ট রেট করা আসলে এভাবে যদি ট্রেড আমরা না করে থাকি তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মনে করেন আমরা দশটা ট্রেড করে যে পরিমাণ লাভ করতে পারলাম তা দেখা গেল একটা ট্রেডের মাধ্যমে লস করে।এর প্রধান কারণ তারা রিস্ক-রিওয়ার্ড অনুপাত মেনে ট্রেড করেন না।

md mehedi hasan
2021-08-31, 07:11 AM
ফরেক্স মার্কেটে রিক্স রিওয়ার্ডস একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করেন তখন আপনি একটি ট্রেডের জন্য কত ডলার রিক্স নিবেন আর যদি ট্রেডটি লাভে যায় তাহলে কত ডলার লাভ নিবেন এটাই হলো মূলত রিক্স রিওয়ার্ডস।ফরেক্স মার্কেটে বেস্ট রিক্স রিওয়ার্ডস হলে ১:২।অর্থাৎত আপনি যদি একটি ট্রেডে লস নেন এক ডলার আর যদি ট্রেডটি লাভে যায় তাহলে লাভ নিবেন দুই ডলার।এভাবে যদি আপনি পাচটি ট্রেড করেন আর এর মধ্যে যদি তিনটি ট্রেড লস করেন।তাহলে আপনার লস হবে তিন ডলার।আর যদি দুটি ট্রেড লাভ করেন তাহলে লাভ হবে চার ডলার।তিনটি ট্রেড লসের পরেও আপনি এক ডলার প্রফিটে থাকবেন।

habibi
2021-08-31, 01:17 PM
আমরা যদি রিস্ক ম্যানেজম্যান্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করি তাহলে আমাদের অ্যাকাউন্ট শূন্য হওয়ার সম্ভাবনা কমে আসবে।রিস্ক ম্যানেজম্যান্ট হল এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা লসের পরিমান কমিয়ে আনতে পারি। আপনি রিস্ক ম্যানেজম্যান্ট স্ট্র্যাটেজি জন্য আপনাকে স্থির করতে হবে যে আপনি কি একটি ট্রেডে কোন প্রফিট/লস রেশিও সেট করতে পারেন। আমি সাধারণত ১:২ রিস্ক রেশিও অনুসরণ করি অর্থাৎ আমি ৫০ পিপ্স টেক প্রফিটের বিপরীতে ২৫ পিপ্স স্টপ লস সেট করে থাকি। ধরুন আপনার অ্যাকাউন্টে বর্তমানে ৫০ ডলার আছে আপনি যদি eur/sud পেয়ারে একটি ১লটে বাই ট্রেড ওপেন করেন করেন তাহলে আপনি ৫০ পিপ্স উপরে টেক প্রফিট সেট করেন আর যদি ২৫ পিপ্স নিচে স্টপলস সেট করেন সেক্ষেত্রে আপনার উক্ত ট্রেডটি স্টপলস হিট করলেও আপনার লস হবে ২৫ ডলার। আর যদি টেক প্রফিট হিট করে আপনি প্রফিট করবেন ৫০ ডলার। এখনে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার কোন সম্ভাবনা নেই। এছাড়াও আমারা হেজিং করেও লসের পরিমান কমিয়ে আনতে পারি।