PDA

View Full Version : আমরা কি মাস শেষের দিকে পোস্ট বেশি করে থাকি?



Starship
2021-02-27, 05:56 PM
অনেকক্ষেত্রে দেখা যায় আমরা আমার মাস শেষে থেকে অধিক পোস্ট করে থাকি। যা মাসের প্রথম দিকের তুলনায় অনেক বেশি। এক্ষেত্রে আমাদের এটা নিদিস্ট টার্গেট সেট করে সে অনুযায়ী পোস্ট করা উচিত। এ ক্ষেত্রে পোস্টের মাধ্যমে জ্ঞান অর্জন করা যথাযথ হবে। তাই আমাদের এক্ষেত্রে ল উচিত মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এভারেজ ঠিক রেখে পোস্ট করা।

EmonFX
2021-02-27, 08:39 PM
আমি প্রায় প্রতিদিনই ফরেক্স ফোরামে পোস্ট করে থাকি। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অ্যাভারেজ মেনটেন করে থাকি। শুরুর দিকে কম পোস্ট করলে এবং শেষের দিকে বেশি করে পোস্ট করলে তাতে করে পোস্টের কোয়ালিটি বজায় থাকে না এবং ছোট ছোট পোস্ট হয়ে থাকে। তাই আমি প্রতিদিনই ফোরামে অ্যাক্টিভ থেকে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ পোস্ট করে থাকি। বিশেষ কোনো ব্যক্তিগত সমস্যা না থাকলে আমি মাসের 30 দিনই ফোরামে একটিভ থেকে ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের ট্রেডিং দক্ষতা বাড়ানোর চেষ্টা করি। আমি মনে করি প্রত্যেকেরই প্রতিদিনের পোস্ট প্রতিদিন শেষ করা ভালো। তাতে করে পোষ্টের গুণগত মান ভালো করা সম্ভব, যেটা আমাদের হ্যান্ডসাম বোনাস পেতে সাহায্য করতে পারে।

Mas26
2021-02-27, 09:32 PM
ফরেক্্র এ আমাদের প্রতিদিন 10 টির বেশি ট্রেড করা উচিত নয়। কিন্তু আমরা অধিকাংশ ট্রেডার প্রতিদিন বেশি বেশি পোস্ট করার ফলে পোস্টে ভাবমূর্তি নষ্ট হয় এবং পোস্ট গুলো মানসমপুন ও সুন্দর করে করতে পারি না। আমাদের নজর রাখা উচিত অতিরিক্ত পোস্ট না করে অল্প পোস্ট করে । পোস্টগুলো মানসম্মত করা যাতে আমরা বোনাস ঠিকঠাকভাবে পেতে পারি মানসম্পন্ন পোস্ট করার মাধ্যমে আমরা বোনাস বেশি পেতে পারি ধন্যবাদ।

samun
2021-02-27, 11:14 PM
ভাই আমি প্রতিদিন ৫টা আবার একটু সময় বেশি পেলে ১০টা পোষ্ট করার চেষ্টা করি। এভাবে আমার মাসে ১৫০ পোষ্ট হয়, আবার বেশি হলে ২০০ এর মতো পোষ্ট করে থাকি। ফরেক্স মার্কেটে আমি একটু সময় কম দিতে পারি।

KAZIMAJHARULISLAM
2021-03-01, 05:28 PM
আসলে ভাইয়া,আমরা অধিকাংশ ট্রেডারগনই ফরেক্সে পার্টটাইম ট্রেডার হিসেবে কাজ করি। তাই আমরা আমাদের ফ্রী সময়টা কাজে লাগিয়ে ফোরামে লেখালেখি করি।মাসের শুরুতে আমাদের মাঝে একটা রিলাক্সেশন কাজ করে। কিন্তু মাস শেষে যখন দেখি পোস্টের সংখ্যা কমে গেছে,তখন আমরা তুলনামূলক পোস্ট বেশি করি। এতে করে মাঝে মাঝে আমাদের পোস্টের কোয়ালিটি কমে যায়। তাই আমাদের সকলেরই উচিত, একটা ভালো মাপের বোনাস পেতে, প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক মানসম্মত পোস্ট করা।যাতে করে প্রতিমাসে একটা ভালো সংখ্যার পোস্ট হয়।

Mas26
2021-03-01, 08:17 PM
ফরেক্সে আমরা প্রত্যেকটা ট্রেজারি এরকম ধরনের কাজ করে থাকি মাসের শেষের দিকে অনেক বেশি পোস্ট করি। আবার দেখা যায় অনেক সময় আমরা মাসের প্রথম দিকে অল্প খুব অল্প পোস্ট করে থাকি এবং যখন মাস শেষ হয়ে আসে তখন আমরা অনেক বেশি পোস্ট করার চেষ্টা করি ।এজন্য আমরা অনেক ঝামেলার সম্মুখীন হতে পারি এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। আর অনেকেই আছে আমরা ফরেক্সে অনেক কম সময় দিয়ে থাকি আসলে ফরেক্সে আমরা যদি একটু সময় দিই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ ফরেক্সে আমরা অনেক কিছুই জানতে পারবো সে ক্ষেত্রে আমাদের ফরেক্স একটু সময় বেশি দেয়া উচিত। এবং পোষ্টের ব্যাপারে আমাদের নজর রাখা উচিত যে প্রতিদিন আমরা কমবেশি দশটা পোস্ট করি সর্বনিম্ন এর বেশি না করলেও ভালো দশটা করে সব চাইতে বেটার আমি মনে করি আমি দশটা করার চেষ্টা করি ধন্যবাদ।