PDA

View Full Version : ট্রেড করবো কখন ?



majeed
2021-02-28, 03:49 AM
ফরেক্স মার্কেটে ২৪ ঘণ্টাকে আমরা প্রধানত ৪টা ভাগে ভাগ করতে পারি । এগুলো হল সিডনী সেশন, টকিয়ো সেশন, লন্ডন সেশন এবং নিউইয়র্ক সেশন । এই চারটা সেশন যখন শুরু হয়, তখন মার্কেটে অনেক ভোলাটিলিটি শুরু হয় । এর কারন হল একটি সেশন ওপেন হলেই সেই অঞ্চলে অনেক ব্যবসা-বানিজ্য, লেন-দেন ইত্যাদি শুরু হয় । অর্থনীতি সম্পর্কে বড় বড় নিউজ সিদ্ধান্ত ঐ সময়েই নেয়া হয় অধিকাংশ সময়ে । তাই নতুন সেশন শুরু হলেই মার্কেটে বড়-সড় মুভমেন্ট/নড়াচড়া শুরু হয়ে যায় । ট্রেড করার ভাল সময় হল এই মুভমন্টের সময়।

md mehedi hasan
2021-02-28, 07:44 AM
ফরেক্স মার্কেটে আপনি চাইলে 24 ঘন্টার যে কোন সময়ে ট্রেড করতে পারবেন।আপনি মার্কেট এ সব সময়ই ট্রেড করতে পারবেন সমস্যা নেই।কিন্ত যে কোন সময়ের ট্রেড করলে আপনি লাভ করতে পারবেন না।কারন আপনি কখন ট্রেড করবেন তা নির্ভর করে আপনার স্ট্রেজির উপর।ধরুন আপনি স্কালাপিং করেন আপনি যদি সকলের ট্রেড করেন লাভ করতে পারবেন না।কারন সকাল এ মার্কেট মুভমেন্ট কম থাকে।আপনার ট্রেড করার উপযুক্ত সময় হবে দুপর একটি হতে রাত এগারোটা পর্যন্ত।

EmonFX
2021-02-28, 09:27 AM
অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভালো সময় হলো যখন মার্কেটে বেশি মুভমেন্ট থাকে, তবে এই সময় ট্রেড করার জন্য ট্রেডারকে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষতা না থাকলে বেশি মুভমেন্টের সময় ট্রেড করলে প্রফিট তো দূরে থাক ব্যালেন্স রক্ষা করাই অনেক কষ্টকর। একজন নতুন ট্রেডারকে কম মুভমেন্টের সময় ট্রেড করাই ভালো, তাতে করে একাউন্ট এর উপরে কম প্রেসার ক্রিয়েট হয়। হ্যাঁ, তবে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে ট্রেড করার জন্য দুইটা সেশন সবথেকে বেশি ভালো সেটা হল সিডনি সেশন ও নিউ ইয়র্ক সেশন। এইসময় মার্কেটে বেশি সংখ্যক ট্রেডার একটিভ থাকে বিদায় মার্কেটে মুভমেন্ট ভালো থাকে এবং প্রফিট করার জন্য ভালো সময়।

KAZIMAJHARULISLAM
2021-02-28, 10:52 AM
ফরেক্স একটি উন্মুক্ত ও স্বাধীন ব্যবসা হওয়ায়, মার্কেট খোলা অবস্থায়, আপনার সুবিধামত যেকোনো সময়েই ট্রেডিং করে উপার্জন করতে পারেন। কেননা সকল ট্রেডার একই কারেন্সিতে ট্রেড করেন না।তারা তাদের সুবিধা মত ও নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করে, সুবিধামতো ট্রেডিং করেন। তাই আপনি আপনার সুবিধামত যেকোনো সময়েই ট্রেডিং করে উপার্জন করতে পারেন।তবে আপনি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত টাইমফ্রেমে ট্রেডিং করতে পারেন। কেননা এই সময়ে মার্কেটের মুভমেন্ট খুব বেশি হয়ে থাকে। এছাড়াও আপনি আপনার সুবিধামত যেকোনো সময়েই ট্রেডিং করে উপার্জন করতে পারবেন।

Mas26
2021-02-28, 11:07 AM
ফরেক্স মার্কেট সাধারণত 24 ঘন্টাই খোলা থাকে আপনি এখানে যে কোন সময়ে ট্রেড করতে পারবেন । কিন্তু পরে যেকোনো সময় ট্রেড করলে আপনি লাভবান হতে পারবেননা ফরেক্স ট্রেড করার জন্য চারটা সেশনে ভাগ করা আছে লন্ডন সেশন নিউইয়ক শেসন টকিয়ো সেশনে সিডনি সেশন আপনি যেকোন সময়ে আপনি ট্রেড করতে পারেন কারন যখনই যেকোন দেশের মার্কেট চালু হয় তখনই ব্যবসা-বাণিজ্যের ওঠানামা করে এবং ওঠানামা করে তখনই সে ক্ষেত্রে আপনি এই টাইম গুলাতে আপনি করতে পারেন কিন্তু আমাদের দেশের ট্রেড করার জন্য উপযুক্ত সময় হচ্ছে। সকাল বেলা ট্রেড করলে আপনি লাভবান হতে পারবেন না আপনি দুপুর একটা থেকে রাত 11 টার মধ্যে ট্রেড করতে পারেন এই সময়টা ট্রেড করার জন্য খুবই ভালো বলে আমি মনে করি ধন্যবাদ।

samun
2021-02-28, 11:11 AM
আমার মতে ট্রেড করার সব থেকে উত্তম সময় হল দুপুর একটার পর থেকে কারণ ওই সময় হতে বিভিন্ন সেকশনের নিউজ প্রকাশিত হয় এবং মার্কেটের মুভমেন্ট বেড়ে যায় বিশেষ করে ইউরো ইউএসডি জিবিপিইউএসডি ইউরো ইউএসডি ইউরও জেপিওয়াই প্রভৃতি যার ফলে আমি সবসময় দুপুরের পর থেকে ট্রেড করে থাকি