PDA

View Full Version : নিউইয়র্ক সেশনে কোন পেয়ার গুলোতে ট্রেড করার জন্য ভালো ?



majeed
2021-02-28, 04:12 AM
যেহুতু এই সেশনে মার্কেটে ভোলাটিলিটি অনেক বেশি থাকে, তাই এই সেশনে প্রায় সব পেয়ারই ট্রেড করা যায়, কারন ভালো মুভমেন্ট থাকে । আর এই সেশনে ডলারের বিভিন্ন ফান্ডামেন্টাল ডাটা রিলিজ হওয়ার কারনে দেখা যায় সবাই নিউজগুলো সম্পর্কে সতর্ক থাকে, কারন সবাই ডলার ভালবাসে । আর এই নিউজগুলো খারাপ আসুক কিংবা প্রত্যাশিত আসুক, ডলারের লাফালাফির কারনে তা মার্কেটকে নাটকীয়ভাবে প্রচণ্ড নাড়া দিতে পারে ।

samun
2021-02-28, 11:33 AM
আমার জানামতে নিউইয়র্ক সেকশনে যখন নিউজ রিলিজ হয় তখন সবথেকে বেশি যে পেয়ারের ওপরে প্রভাব বিস্তার করে সেগুলো হল
ইউরো ইউএসডি ইউএসডি সিএইচএফ ইউরও জেপিওয়াই ইউরও জিবিপি জিবিপিইউএসডি ইউএসডি ক্যাড
এগুলোর উপর বেশি প্রভাব বিস্তার করে থাকে এছাড়া আরো থাকতে পারে আমার জানা নেই আর যদি আমার জানা ভুল হয়ে থাকে অবশ্যই সিনিয়র ভাইদের কাছে অনুরোধ অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন

habibi
2021-02-28, 01:52 PM
যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। ইউরোপীয় সেশনের পরে, এটা দিনের তৃতীয় ট্রেডিং সেশন। এই অধিবেশন চলাকালীন সময়ে দিনের বিশ্বের মোট কারেন্সি ট্রেডিং ভলিউমের প্রায় ২০% এই অধিবেশনে হয়ে থাকে। যেহেতু নিউ ইয়র্ক রিজিওনে ট্রেডিং ভলিউম বৃহত্তম অংশ প্রায় ১৯ শতাংশ পায়, তাই এটি মার্কিন ট্রেডিং সেশনের জন্য সদর দপ্তর। মার্কিন অধিবেশনের প্রধান ফোকাস কারেন্সি হল মার্কিন ডলার (USD) হয়। এই সময় মার্কিন ডলার লেনদেনের সর্বচ্চো লেনদেন হয় বলে এর ভোলাটিলিটিও বেড়ে যায়।

মার্কিন সেশন 8am (ET) থেকে 5pm (ET) পর্যন্ত চলে আর বাংলাদেশ সময় সন্ধ্যা 6PM থেকে শুরু হয়ে 3 AM পর্যন্ত চলে।
রিস্ক-টেকার ট্রেডার জন্য:
মার্কিন সেশনের সময় ট্রেডার জন্য মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ঝুঁকি থাকে। এটি স্টক এবং বন্ড মার্কেটের সঙ্গে তার সংযুক্ততা থাকার কারণে রিস্ক-টেকার ট্রেডার জন্য এই সময় ট্রেড করা বড় চ্যালেঞ্জের।
এই সেশনের সময় নিচের এই পেয়ারগুলোর মোটামুটি ভালই পিপ্স মুভমেন্ট হয়:
* GBP/USD
* GBP/JPY
* USD/JPY

এই সময় এই পেয়ারগুলোর গড় পিপ্স মুভমেন্ট রেঞ্জ হল ৯৫ পিপস। এছাড়াও এই সেশনের সময় EUR/USD পেয়ারও একটি শক্তিশালী বিকল্প হতে পারে, তবে ইউরোপীয়-আমেরিকান ক্রসওভারের সময় এটির সবচেয়ে বেশি মুভমেন্ট হয়ে থাকে।

আরেকটি কার্যকরী বিকল্প পেয়ার হল হল USD/CAD, এই সময় গড়ে ৮০ পিপ্স এর মত উঠানামা করে।

Starship
2021-03-01, 10:53 PM
প্রথমে আমাদেরকে জানতে হবে নিউইয়র্ক টাইম সেশন কখন থেকে শুরু হয়। নেওয়ার ট্রান্সলেশন টা বাংলাদেশের টাইম অনুযায়ী নিউইয়র্ক টাইম সেশন ল শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত স্থায়ী হয়। এই সময় সাধারণত USD Index*রিলেটেড যে সকল পেয়ার রয়েছে সেগুলো মুভমেন্ট বেশি করে থাকে। তারমধ্যে গোল্ড, সিলভার অন্তর্ভুক্ত। তাই আমাদেরকে সেশন ওয়াইজ পেয়ার মুভমেন্ট সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। তাই আমরা বলতে পারি ফরেক্স সম্পর্কে আমাদের অ্যাডভান্স লেভেলের জ্ঞান থাকতে হবে।

Mas26
2021-03-01, 11:33 PM
আসলে ফরেক্সে অধিকাংশ ট্রেডার এ নির্বাচনে কাজ করার চেষ্টা করে কারণ নির্দেশ অনেক মার্কেটের মুভমেন্ট আপডাউন করে বেশি এ কারণেই প্রত্যেকটা ট্রেনে বেশির ভাগ সময় নির্বাচনে অতিরিক্ত কাজ করার চেষ্টা করেননি অন্য সময় করে থাকেন কিন্তু নিউ একশন তার উপরে সবাই একটু গুরুত্ব বেশি দেয় এ কারণে সবাই নির্বাচনের নিয়ম ফলো করে সেটা বড় কথা না বড় কথা হল আপনি একজন ট্রেড করার পূর্বে আপনার অবশ্যই মার্কেট এনালাইসিস করা দরকার। ফরেক্স মার্কেটে সাধারণত আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে সুনেত্রা করা উচিত কারণ একজন ট্রেনের ট্রেনের উপরে নির্ভর করে তার সফলতা এবং বিফলতা তাই প্রত্যেকটা ট্রেডার এই মার্কেট এনালাইসিস করার মাধ্যমে ডুয়েট করা উচিত ধন্যবাদ