PDA

View Full Version : ১৫ লাখ টাকা বাজেটে সবচেয়ে ফিউল এফিসিয়েন্ট এবং প্রপার সেফটি সম্পন্ন গাড়ী



Tofazzal Mia
2021-02-28, 07:10 PM
13781
দেখতেও সুন্দর (হ্যাচবেক এমনিতেও দেখতে সুন্দর লাগে), বাজেট ও করতে হচ্ছে কম। তারথেকে বড় কথা এই গাড়ির তেল খরচ মারাত্মক কম সাথে আছে হিউজ সেফটি ফিচারস ও। সবকিছু মিলিয়ে যাদের বাজেট ১৫ লাখের আশেপাশে তাদের জন্য "পারফেক্ট" চয়েজ বলা যেতে পারে Toyota Aqua কে। ভেতরে বসেও যথেষ্ট কমফোর্ট, হ্যাচ হাওয়ায় লাগেজ স্পেসও অনেক। জ্যামের মধ্যেই প্রতিদিন আপনাকে ১৬-১৭ কিলোমিটারের বেশি মাইলেজ দিবে! যেটা বাংলাদেশের এর কোন গাড়ি দিতে পারবেনা বিলিভ মি। সেফটির দিক দিয়েও টয়োটা বিন্দু মাত্র ছাড় দেয়না সেটা যত কম দামী গাড়িই হোক। এখানে আপনি টোটাল ৯টা এয়ারব্যাগ পাচ্ছেন (অনেক কোটি টাকার গাড়িতেও এতগুলো Airbag থাকেনা), অ্যাডভান্সড CTBA পাচ্ছেন, লেন কিপিং এসিস্ট পাচ্ছেন, অটো হইবিম পাচ্ছেন, এছাড়াও Traction Control, Stability Control, ABS, EBD এইসব তো থাকছেই।
সবমিলিয়ে যাদের বাজেট কম তাদের জন্য চোখ বন্দ করে নেওয়ার মতো গাড়ি Toyota Aqua, এই রেঞ্জে টয়োটা যে ফিউল ইকোনমি আর সেফটি ফিচারস অফার করছে সেটা অন্য কেউ করতে পারছেনা।