PDA

View Full Version : ছোট ছোট লক্ষ্য স্থির করে এগিয়ে যান।



md mehedi hasan
2021-03-01, 06:35 AM
আমি ফরেক্স মার্কেটে পাচ বছরের বেশি সময় ধরে আছি।এই সময়ে এর মধ্যে আমি লাষ্ট এক বছরে ফরেক্স মার্কেট বিষয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা গত চার বছরেও অর্জন করতে পারেনি।আমি ফরেক্স মার্কেটে এত টাই লুজার ছিলাম বুঝতে পারবোনা।আমি বারবার ব্যর্থ হওয়ার কারন খুজতে লাগলাম।প্রথমে যে সমস্যা ধরা পড়লো তাহলো আমি কোন স্ট্রেজি মেনে ট্রেড করিনা ও অভার ট্রেড বেশি করি।এর পর যে সমস্যা বের করলাম তা হলো মানিমেনেজমেন্ট করে ট্রেড করিনা।আমি এই সমস্যা তিনটি স্তরে ভাগ করে তা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করলাম এবং এখন সমাধান করার চেষ্টা করছি।আমি প্রথম দুই মাস এক টান একটি স্ট্রেজি দিয়ে অভার ট্রেড না করে প্রতিটি ট্রেড এ মানিমেনেজমেন্ট করে ট্রেড করলাম।এতে যত লস হক আমি আমার নিয়ম পাল্টে ফেলিনি।দুই মাস পরে দেখি আমার রেজাল্ট অনেক ভালো।এর পর সিদ্ধান্ত নিলাম আগামী ২০২১ সাল পর্যন্ত এই নিয়মেই চলবো।এবং ২০২১ সালে এসে নতুন পরিকল্পনা করি যে আমি প্রতি মাসে 1 ডলার হলেও প্রফিট করার চিন্তা করবো ইনশাল্লাহ ।।

KAZIMAJHARULISLAM
2021-03-01, 07:27 AM
আপনি যদি ৫ তলার উপরে উঠতে চান, তাহলে আপনাকে প্রথমে ১ তলাতে উঠতে হবে।আর ১ তলাতে উঠতে হলে আপনাকে সিঁড়ির ১ম স্টেপ অতিক্রম করতে হবে।তেমনি ফরেক্স মার্কেট থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে বাস্তবায়ন করতে, শুরুতে ছোট ছোট সাফল্য দিয়েই শুরু করতে হবে। কেননা ফরেক্সে আজ যারা সফল, সকলেই শুরুতে ছোট ছোট সফলতা দিয়েই শুরু করেছেন। কেননা ১ তলাতে না উঠে আপনি কখনোই ৫ তলায় উঠতে পারবেন না। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে, নিজেকে ফরেক্স মার্কেটের উপযোগী করে গড়ে তুলুন। পরবর্তীতে ফরেক্স সম্পর্কিত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে, সফলতার সিঁড়ি গুলো অতিক্রম করুন।

EmonFX
2021-03-01, 09:41 AM
আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আসলে ফরেক্স মার্কেটে আমাদের লস করার মূল কারণ কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো না করে এবং মানি ম্যানেজমেন্ট না করে ট্রেডিং করা। হুটহাট করে ইচ্ছেমতো যেনোতেনো ট্রেডিং করার ফলাফল লস ছাড়া আর কিছুই দিতে পারে না। তাছাড়া আমরা যখন লস করি তখন ভাগ্যের দোহাই দিয়ে অলস বসে থাকে। কিন্তু আমাদের উচিত লস এর কারণগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী নিজেকে সংশোধন করা। প্রতিজ্ঞা করা উচিত যে ভুলের কারনে আমি লস করেছি দ্বিতীয়বার সেই ভুল আর করবো না। কিন্তু আমরা এ বিষয়গুলো বলার সময় বললেও বাস্তবে তা প্রয়োগ করি না। এই অবস্থা থেকে যখন বের হয়ে আসতে পারবো তখনই কেবল ফরেক্স মার্কেটে সাক্সেস হওয়া সম্ভব। আমাদের উচিত মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ছোট ছোট লক্ষ্য নিয়ে ট্রেডিং করা। অল্প অল্প প্রফিট করলেও মাস শেষে দেখা যাবে একটা ভালো একাউন্ট দাঁড়িয়েছে।

Starship
2021-03-01, 09:57 PM
ফরেক্স এর শুরুটা ক্ষুদ্র থেকে টার্গেট নিয়ে শুরু করলে ভালো। কেননা নতুন অবস্থায় একজন ট্রেডারের বুঝতে এবং জানতে পর্যাপ্ত সময় লেগে যায়। আরেকজন ট্রেডার শুরুতে চাইলেও পর্যাপ্ত আয় করতে পারে না। শুরুতে তার দলের টিকিয়ে রাখাটাই অনেক মুশকিল হয়ে যায়। ব্যালেন্স ঢুকিয়ে রেখে ট্রেড করতে পারলেই নতুন ট্রেডারের স্বার্থক। আমারটা টার্গেট গুলো সব সময় ক্ষুদ্র থেকে শুরু হয়। কেননা শুরুতে যদি আমি বড় ধরনের টার্গেট করি তাহলে ফরেক্স থেকে আমি খুব দ্রুত ছিটকে পড়বো। তাই সকলের উচিত ক্ষুদ্র টার্গেট নিয়ে ফরেক্স শুরু করা উচিত।

Devdas
2021-07-29, 04:24 PM
আমি নিজেরই ফরেক্স এ প্রায় ৪ বছর ধরে ফরেক্স করে যাচ্ছি। আমি প্রথমবার এর মত অনেক লস করেছিলাম তারপর আমি আবার শুরু করলাম। দ্বিতীয়ত আমি প্রফিট করে আমি লাভ করি। তারপর আবার *যখন শুরু করলাম তারপর থেকে আমি সাফলতা অর্জন করতে পারছি না। অনেকেই বলেছেন যে ফরেক্স করে কোন ফয়দা নেই। কিন্তু আমি আমার নিজের বিশ্বাস রেখে ফরেক্স এ এখনো করে যাচ্ছি এবং আমি অল্প অল্প করে ফরেক্স এ ট্রেড করে আস্তে আস্তে আয় করছি এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন অনেক বড় সফলতা অর্জন করতে চলেছি। তবে আমি ছোট ছোট লক্ষ্যে স্থির করে ফরেক্স এর দিতে আর এগিয়ে যাচ্ছি।

samun
2021-10-30, 08:50 PM
প্রতিদিন আমি 10 ডলার করে লাভ করার একটি ইচ্ছা পোষণ করলেও তা প্রতিদিন সম্ভব হয়না কখনো কখনো লাভ ছাড়াই দিন কেটে যায় আবার 23 ডলার লাভ দিয়ে সন্তুষ্ট থাকতে হয় ফরেক্স মার্কেটে কখন লাভ হবে আবার কখন লস হবে তা বলা কঠিন তাই যতটুকু অর্জন হয় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা সবথেকে বড় একটি বিষয়

Sakib42
2021-10-30, 10:17 PM
ফরেক্স মার্কেটে কাজ করা অবস্থায় আমাদের মনে রাখতে হবে যে কোন কিছু আমরা এক মুহূর্তের মধ্যে অর্জন করতে পারব না আমাদের প্রতিটি ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে হবে যার জন্য প্রয়োজন অনেক বেশি শ্রম মনোবল এবং সময়। আপনি চাইলে একদিনে বড়লোক হয়ে যেতে পারবেন না তার জন্য সময় এবং পরিশ্রমের প্রয়োজন আছে আপনাকে সর্বপ্রথম কিছু লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিটি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনাকে ভেবে চিন্তে তারপর ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে হবে যখন একটি লক্ষ্যমাত্রা পূর্ণ হবে তখন আরেকটি লক্ষ্যমাত্রার জন্য আপনাকে চিন্তা করে তারপর সেই রাস্তায় হেঁটে যেতে হবে তাহলে আপনি সবকিছু ভালোমতো আয়ত্তে আনতে পারবেন এবং সবকিছু শিখে কাজে লাগাতে পারবেন। যদি তারা হুরা করেন সেক্ষেত্রে সবকিছু সঠিক ভাবে শিখা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যেতে পারে।