PDA

View Full Version : সরাসরি ব্যাংকে টাকা নিয়ে আসা (Bank to Bank Wire Transfer)



SaifulRahman
2021-03-01, 04:01 PM
13788
টাকা উত্তোলনের একটি নির্ভরযোগ্য ও নিরাপদ উপায় হচ্ছে ওয়্যার ট্রান্সফার। এই পদ্ধতিতে ৩ থেকে ৫ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা বাংলাদেশে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি এসে জমা হয়ে যাবে। প্রতিবার টাকা উত্তোলনে ৪ থেকে ৮ ডলার খরচ পড়বে। এই পদ্ধতিতে টাকা উত্তোলন করতে হলে আপনাকে নিম্নে উল্লেখিত তথ্যগুলো ফ্রিল্যান্সিং সাইটে প্রদান করতে হবে:

* আপনার ব্যাংক একাউন্ট নাম্বার, ব্যাংক এর ঠিকানা, ব্যাংক এর SWIFT Code (https://www.swift-code.com/bangladesh/ http://www.theswiftcodes.com/bangladesh/ http://www.theswiftcodes.com/bangladesh/page/2/ )

* আপনার ব্যাংকটিত ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা থাকতে হবে। বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ ব্যাংকই [Bank Asia, DBBL, Brac Bank, Isami Bank etc.] ইন্টারনেট ব্যাংকিং সুবিধা আছে।
* ফ্রিল্যান্সিং সাইটি যে দেশে অবস্থিত সেই দেশের একটি ব্যাংক এর নাম যা মধ্যবর্তী হিসেবে কাজ করবে। এজন্য আপনি আপনার ব্যাংক এ গিয়ে জেনে নিন তারা ওই দেশের কোন কোন ব্যাংক এর মাধ্যমে টাকা আদান-প্রদান করে থাকে।
* এরপর মধ্যবর্তী ওই ব্যংক এর Routing নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে যা আপনি ব্যাংকটির ওয়েবসাইট এ পেয়ে যেতে পারেন। ব্যাংক এর সাইটে না পেলে Google এ সার্চ করে দেখতে পারেন অথবা আপনার ব্যাংক থেকেও সংগ্রহ করতে পারেন। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই নাম্বারকে বলা হয় ABA Routing Number ।