PDA

View Full Version : ফরেক্স মার্কেটে ছোট একটা ভুল আপনার একাউন্ট ধংস করে ফেলে।



md mehedi hasan
2021-03-02, 07:47 AM
ফরেক্স মার্কেটে সামান্য ভুল বা ইগো আপনার একাউন্ট কে ধংস করে ফেলবে।আপনি লোভের বসে উল্টো পাল্টা ট্রেড করে লস করে মাথা গরম করে ফেলেন।0.01 ভলিয়ম দিয়ে ট্রেড ওপেন করে লস করে।আবার ব্যাক ট্রেড করেন এর চেয়েও পাচ দশগুন ভলিয়ম দিয়ে। কিন্ত একবারও চিন্তা করে না একাউন্ট শেষ হয়ে যাবে যদি ট্রেড লস হয়।

KAZIMAJHARULISLAM
2021-03-02, 08:30 AM
ফরেক্স মার্কেটে অতি সামান্য ভুল সিদ্ধান্ত ও আপনার একাউন্ট এর মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা ফরেক্স মার্কেট প্রতিনিয়ত পরিবর্তিত হয়।আর যখন মার্কেট আমাদের বিপরীতে যায়,তখন আমাদের মাঝে একটা চাপা উত্তেজনা ও অস্থিরতা কাজ করে।যার ফলে আমাদের মাঝে একটা খুঁতখুঁতানি সৃষ্টি হয়। তখন আমরা ব্যক ট্রেড করি। কিন্তু দেখা যায়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার ফলে, এইটা ও বিপরীতে চলে গেছে। তাই ফরেক্সে টিকে থেকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে, লোভ ও আবেগ নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধারণ করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেবলমাত্র তখনই আমরা ফরেক্সের আসল মজা উপভোগ করতে পারবো।

Starship
2021-03-02, 12:39 PM
ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে যে যত বেশি নির্ভুলতা ঠিক রেখে কাজ করতে পারবে সে তত ফরেক্সে এগিয়ে যেতে পারবো। সফলতা খুব সহজেই ধরা দিবে। ফরেক্স একটি ভুল ট্রেড আপনাকে আর্থিক ক্ষতির মাশুল দিতে হবে। যেমন দুধ নষ্ট করার জন্য এক ফোটা লেবুর রসই যথেষ্ট। তেমনি ফরেক্স থেকে ছিটকে পড়ার জন্য বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়াই যথেষ্ট। ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনি খুব দ্রুত ফরেক্স থেকে ঝরে পড়বেন। তাই সব সময় চেষ্টা করতে হবে পর সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকতে। হলেই আপনি একসময় একজন সফল ট্রেডার হতে পারবেন।

Mas26
2021-03-02, 02:49 PM
হ্যাঁ ভাই ফরেক্সে আপনার ছোট একটা ভুলই আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলতে পারে। এটা কিন্তু আসলেই সত্য কথা আপনি হয়তো বা একটা ট্রেড নিলেন ছোট একটা লটে কিন্তু আপনি দেখা গেল কিছু ডলার লস করে ফেলেছেন এবং এই লস রিকোবার করতে গিয়ে আপনি বড় বড় লটে ট্রেড নিয়ে আপনার অ্যাকাউন্ট ধ্বংস করে ফেলেন।অনেক সময় এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে আমি অনেক ছোট ছোট লস উঠাইতে গিয়ে বড় অ্যাকাউন্ট নষ্ট করে ফেলে যা আমি পরবর্তীতে আর কখনোই হয়তো বা সেরকম ধরনের প্রফিট করতে পারব না। কিন্তু আমি এই ভুলটা থেকে শিক্ষা পেয়েছি আসলে আমাদের সবকিছু থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।

EmonFX
2021-03-03, 04:19 PM
ফরেক্স মার্কেটে ব্যালেন্স শেষ করে দিতে একটি ভুলই যথেষ্ট। আর এই ভুল করতে পিছন থেকে ইন্দন দেয় অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। ট্রেডিং এর ক্ষেত্রে মাঝেমাঝে লস হবে এটা স্বাভাবিক। কিন্তু আমরা অনেক সময় সেই লস পুষিয়ে নেয়ার জন্য ভুল করে বড় লটে ট্রেড নিয়ে বসি। আর সেটাই হয়ে দাঁড়ায় ধ্বংসের মূল কারণ। ফরেক্স মার্কেটে আপনি লোভ নিয়ন্ত্রণ এবং ধৈর্যধারণ করতে পারলে সফলতা সুনিশ্চিত। আমাদের উচিত ছোট ছোট লটে ট্রেড নেয়া। যত সাইজের লটে লস করেছি ঠিক ততো সাইজের লটে পরবর্তী ট্রেড নেয়া উচিত। ফরেক্স মার্কেটে প্রফিট করা নয় বরং টিকে থাকার লড়াই করতে হবে। টিকে থাকতে পারলে পরবর্তীতে স্বাভাবিকভাবেই প্রফিট করা যাবে।

Devdas
2021-07-29, 02:56 PM
যে কোন বিষয়ে ইগু করা ঠিক নয়। ফরেক্স্ মার্কেট এ যে ট্রেডার গন ইগু করে ফরেক্স করে থাকবে সেই ফরেক্স থেকে ধংস হয়ে যাবে। তাই ইগু না করে ঠিক মত ফরেক্স এ মনোযোগ দিয়ে ফরেক্স করুন আপনার কোন সমেস্যা হবে না ফরেক্স এ। আর যদি ইগু করে বেশী লটে ট্রেড ও লোভ করে ফরেক্স করেন তাহলে খুব তারাতারি ফরেক্স থেকে লস করবেন এবং আপনি ফরেক্স থেকে ক্ষতির সাধন হয়ে যাবেন।