View Full Version : লসকৃত ট্রেডে লস রিকভার করতে একাধিক ট্রেড নয়
Starship
2021-03-02, 07:01 PM
অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে, আমার ট্রেডটি একাধিক লস হয়েছে। সেই লস রিকভার করতে পুনরায় ট্রেড ওপেন করে থাকি। যার ফলে অনেক ক্ষেত্রে সেই লস রিকভার করার জন্য নেওয়া ট্রেডের জন্য ব্যালেন্স জিরো করি। ইতিপূর্বে আমার অনেকবার এমন হয়েছে। তাই অতিরিক্ত ট্রেড নয়।:rules::woo:
KAZIMAJHARULISLAM
2021-03-03, 07:03 AM
যখন আমাদের ট্রেডগুলো আমাদের বিপরীতে যায়,তখন আমরা সাইকোলজিক্যালি ও মেন্টালি কিছুটা নার্ভাস হয়ে যাই।আর তখনই আবেগ আমাদের উপর চড়াও হয়।আর আমরা আবেগের বশবর্তী হয়ে, রিকভারি করতে, বিপরীতে আরো বেশি লটের ট্রেডে এন্ট্রি নেই। ফলশ্রুতিতে শেষ পরিণতি লসই হয়। তাই ট্রেড লসে গেলে হতাশ হওয়া যাবে না, এবং মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। কেননা লস করার থেকে, লাভ না করাটাও উত্তম।
md mehedi hasan
2021-03-03, 07:53 AM
ভাই এই ইমোশনাল অবস্থা ঠিক হতে বেশ কয়েক বছর লাগবে।আমি যখন একটি ট্রেডে লস করি তখন লস রিকভারি করার জন্য ডাবল ভলিয়ম দিয়ে পরবর্তী ট্রেড ওপেন করি।এভাবেই আমি অনেক বার একাউন্ট ফাকা করেছি।বেশ কিছু দিন ধরেই চেষ্টা করছি এই অভ্যাস ত্যাগ করার জন্য কিছু কিছুতেই তা করতে পারছি না।
EmonFX
2021-03-03, 08:46 AM
লস ট্রেড রিকভার করতে গিয়ে একাধিক ট্রেড ওপেন করা বোকামি ছাড়া আর কিছুই নয়। ইতোমধ্যে আমি হাড়ে হাড়ে এর কুফল ভোগ করেছি। আমি এখন পর্যন্ত যতবার ব্যালেন্স হারিয়েছি তার অন্যতম কারণ ছিলো লস রিকভার করতে গিয়ে পুনরায় ট্রেড নিয়া। ভুল থেকে শিক্ষা নিয়ে এমন অবস্থা থেকে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। আমাদের উচিত কোন ট্রেড লসে গেলে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে অপেক্ষা করা। তাছাড়া লস দীর্ঘমেয়াদী না করার জন্য অবশ্যই এস এল ও টি পি ইউজ করা উচিত। তাতে করে লস হলেও ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকেনা। আপনার যদি ২০০ ডলার ক্যাপিটাল থাকে আর ২% রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে পুরো ব্যালেন্স জিরো হতে হলে প্রায় ১০ টির বেশি ট্রেডে লস করতে হবে। কিন্তু আপনি যে মাপের ট্রেডারই হন না কেনো কখনোই টানা ১০ টি ট্রেডে লস করবেন না। অবশ্যই কিছু না কিছু ট্রেডে আপনি প্রফিট করবেনই। তাই লসকে দীর্ঘমেয়াদি না করে এবং একাধিক ট্রেড ওপেন না করে বরং এস এল দিয়ে ট্রেড ওপেন করা উচিত বলে আমি মনে করি।
Mas26
2021-03-03, 12:18 PM
আমরা যারা ফরেক্স করি অধিকাংশ ট্রেডারি ইমোশনাল।অনেকেই ফরেক্স সম্পর্কে কোন ধারণা নাই আসলে আমরা একটা ট্রেড যখন লস করে ফেলি তখন এই লসটা রিকভার করা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে। আর এই লস্ট রিকোভার করতে গিয়ে আমরা অনেক সময় অনেক বড় ধরনের লসে পড়ে যাই আর তখন রিকভার করা কোনভাবেই সম্ভব হয় না। অনেক উদাহরণ আছে বলে লাভ নাই মনে করেন আপনি শুধু ধৈর্য ধরতে হবে এ সময় আপনি লস রিকভার করতে পারবেন শুধুমাত্র ধযের মাধ্যমে যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে হয়তো রিকভার করা সম্ভব হবে না। একটাও ট্রেডারের অবশ্যই অবশ্যই ধ্যর্য থাকতে হবে এবং লোভ করা যাবে না আপনি দেখা করে বড় ধরনের একটা ট্রিট করতাছেন পরবর্তীতে আবার ট্রেন নিলেন আবার এইভাবে আপনার অ্যাকাউন্ট একসময় জিরো হয়ে যাবে এই কারণে ধৈর্য ধর রিকভার করার জন্য মাথা গরম করা যাবে না তাহলে আপনার লস রিকভার করা সম্ভব হবে অন্যথায় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে।
Devdas
2021-07-29, 03:01 PM
হ্যা ভাই, আপনি যা বলেছেন তা আমার মতে ঠিক আছে। ফরেক্স এ লসকৃত ট্রেড গুলো রিকোভারি করার জন্য আমরা আবার ট্রেড করার জন্য ঝুকে পরি। এতে লসের সংখ্যাটা আর বেড়ে যায়। লসকৃত ট্রেড রিকভারি করার জন্য সব থেকে ভাল উত্তম কাজ হল আর কোন ট্রেড না করে অপেক্ষা করা এবং মার্কেট এনালাইসিস করে মার্কেট পজিশন বুঝে ছোট লস দিয়ে ট্রেডটি ক্লোজ করে দেওয়া। আমি নিজেই অভিজ্ঞ লসকৃত থাকায় অবস্থায় পুনরায় সেই বিপরীত মুখী ট্রেড করলে লস কবলে পড়ে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.