PDA

View Full Version : কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে ?



arpon2015
2015-08-10, 01:59 AM
আমি জানতে চাই কত ভলিউম দিয়ে আমাদের ট্রেড ওপেন করা উচিৎ । যদি ব্যালেন্স কম থাকে সেক্ষেত্রে কি ভাবে ট্রেডিং করলে কম রিক্স নিয়ে লাভ করা যাবে। আপনারা আপনাদের মতামত জানান।:rules:

mirza
2015-08-10, 04:14 AM
আমি একজন নুতন গ্রাহক ।কত ভলিয়ম দিয়া ট্রেড করলে রিস্ক কম হবে এটা আমার জানা নাই। কারও জানা থাকলে বলবেন ।

mamun93
2015-08-28, 07:46 PM
আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

TselimRezaa
2015-08-28, 08:14 PM
আসলে যত কম লট নিয়ে ট্রেড করবেন রিস্ক তত কম হবে। আপনি যদি ০.০১ ভলিউমে ট্রেড করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম। কিন্তু এতে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী রিস্ক ঠিক করতে হবে। ১০০ ডলার একাউন্ট এর জন্য আপনি ০.০৫ ভলিউম ব্যবহার করতে পারেন।

monorom
2015-08-28, 08:57 PM
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । এবং কত ভলিউম দিয়ে ট্রেড করবেন তা আপনার দক্ষতার উপর নির্ভর করবে । আপনার মূলধন এর উপর নির্ভর করে আপনার লট সাইজ নিতে হবে । যেমন মূলধন যদি ১০ ডলার থাকে তাহলে আপনি ১ সেন্ট এর ট্রেড ওপেন করতে পারেন । তাই ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে ।

pips
2015-09-18, 11:27 PM
আপনি কত ভলিউম দিয়ে ট্রেড অপেন করবেন এটা নিরভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর যদি আপনার একাউন্ট ব্যালেন্স বেশি হয়ে থাকে মানে যদি আপনার একাউন্ট ব্যালেন্স 100 ডলার এর মত হয়। আর আপনি যদি 0.10 লটে ট্রেড অপেন করেন তাইলে এইক্ষেত্রে আপনার লস এর ঝুঁকি অনেক কম থাকবে। আর ট্রেড করার সময় সব সময় মাথা ঠান্ডা রাখা উচিত।

Defender
2015-09-18, 11:40 PM
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের দেশের নেটওয়ার্ক যদিও দূবল তারপর বাংলাদেশ এর উন্নতি তে আমার মতে ফরেক্স অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে কারন ফরেক্স করে আমরা আমাদের দেশকে অথনৈতিক দিক দিয়ে এগিয়ে নিতে পারি । আপনার একাউন্ট ব্যালেন্স 100 ডলার এর মত হয়। আর আপনি যদি 0.10 লটে ট্রেড করতে পারেন বা করা যায় বা করলে ভাল হয়।

onlyfx
2015-11-01, 09:17 AM
আপনি যতটা পারেন কম লটে ট্রেড করতে থাকেন । হোক মাসে ২০ ডলার লাভ কিন্তু সেটাই ভালো । একাউন্ট ব্যালেন্স বেশি না হলে বেশি লটে ট্রেড করা ক্ষনই উচিত নয় । আপনি আস্তে আস্তে আপনার একাউন্টে টাকা জমাতে থাকুন আর ব্যালেন্স বাড়াতে থাকেন আর তারপর মানি ম্যানেজমেন্ট মেনে আর একটু বেশি লটে ট্রেড করতে পারেন । আর এটাই আপনার জন্য বেশি সুবিধার । কখনই বেশি রিস্ক নিয়ে ট্রেড করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাবেন না ।

amdad123
2015-11-01, 10:31 AM
আসলে আপনার ট্রেড আপনাকেই সাজিয়ে নিতে হবে, এক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ও আপনার ব্রোকারের লিভারেজের উপর আপনার ট্রেড নির্ভর করে। আপনি নতুন ট্রেডার হলে ০.০১ সেন্টের বেশি না দেওয়াটাই ভালো। আর কিচুদিন ট্রেড করার পর তখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ও আপনার ব্রোকারের লিভারেজের উপর ভিত্তি করে একটি মানি ম্যানেজমেন্ট করবেন, বর্তমান অবস্থান থেকে কতটুকু মুভনেন্ত করলে আপনার অ্যাকাউন্ট নিল হয়ে যাবেনা। এসব নির্ধারণ করে ট্রেড করা ভালো।

AbuRaihan
2015-11-08, 03:38 PM
কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত এটা নির্ভর করছে আপনার একাউন্ট ব্যালেন্সের উপর ৤ ফরেক্সে মার্কেটে একাউন্ট ব্যালেন্স অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে ৤ কম লট নিয়ে ট্রেড করলে কম রিস্ক ৤ এটা হতে পারে০.০১ ৤ তবে এতে করে আপনি বেশি লাভ করতে পারবেন না ৤ তাই ব্যালেন্সে এর পরিমাণ এর উপর ভিত্তি করে রিস্ক রিওয়ার্ড রেশিও এর মাধ্যমে সর্বনিম্ন ঝুঁকি নিয়ে ট্রেড করুন ৤ অার যদি ব্যালেন্স ধরুণ ১০০ ডলার এক্ষেত্রে ০.০৫ লটে স্টপ লস দিয়ে অর্ডার দেওয়াটাই ভালো ৤

HasanXM
2015-11-08, 04:19 PM
আমি মনে করি যে লট ব্যাপারটি অনেক সহজ। কিন্তু আপনি যখন ইউনিটের হিসাবে যাবেন, তখন তা আপনার কাছে জটিল মনে হবে। তাই আমরা এখানে ইউনিটের হিসাবে যাব না বরং সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো।

ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টে লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। লট/ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবে যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে। এক্ষেত্রে ১০০ ডলার থাকলে .০৫ এ ট্রেড করলে লস এর কম হবে.

Alif777
2015-11-09, 12:56 AM
আমার মনে হয় আমাদের ব্যালেন্স অনুযায়ী ভলিওম দিয়ে ট্রেড করা উচিৎ। কেননা আমার ব্যালেন্স যদি কম হয় আর আমি অতিরিক্ত ভলিওম দিয়ে ট্রেড করি তবে মার্কেট অল্প কিছু বিপরিতে গেলে আমার ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে তাই অবশ্যই ভলিওম ও ব্যালেন্সের দিকে নজর রাখতে হবে। আমার মতে ৫০ ডলার ব্যালেন্স হলে ০.০৩ এর বেশি ভলিওম দেয়া ঠিক হবে না।

Mintuhossen93
2015-11-09, 04:25 AM
কত ভলিউম বা লট দিয়ে ট্রেড ওপেন করলে ঝুকি কম হবে আসলে এটি নির্ভর করবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি হয় ১০ ডলার তা হলে সেক্ষেত্রে আপনি যদি মোট ০.১০ লট দিয়ে ট্রেড ওপেন করেন তা হলেতো আপনার অ্যাকাউন্ট ঝুকিগ্রস্ত হবেই। ১০০ ডলার ডিপোজিট করে আপনি মোট সবোর্চ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করলে আপনি অনেক বেশি আপনার অ্যাকাউন্টকে ঝুকিমুক্ত রাখতে পারবেন।

MotinFX
2015-11-09, 10:58 AM
ফরেক্স মার্কেটে খুবই নতুন ট্রেড করি তাই আমার ভলিউম সম্পর্কে জানা নেই। ১০০ ডলার দিয়ে কত ডলার আয় করা যায়। কত ভিলউমে ট্রেড করলে রিস্কি কম তাই সিনিয়রদের সাহায্য চাই। আমাদের মত দারিদ্র দেশে কম ইনভেস্টে কিভাবে বেশি ডলার আয় করা যায়।

Ali77
2015-11-09, 12:31 PM
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করবেন এটা নিরভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর একাউন্ট ব্যালেন্স যদি বেশি হয়ে থাকে মানে যদি আপনার একাউন্ট ব্যালেন্স 100 ডলার হয় তাহলে যদি ৩ সেন্ট করে ধরেন তাহলে তাতে একদম কম রিস্ক হবে আপনার মার্কেট সম্বন্ধে যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে বেশি লটে আপনি ট্রেড করতে পারেন।

Naju
2015-11-09, 01:17 PM
আপনার ক্যাপিটাল যদি কম হয় তাহলে কম ভলিয়ম আর যদি আপনার ক্যাপিটাল বেশি তাহলে বেশি ভলিয়ম ,তারপরও আমি বলতে চাই আপনি যদি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনার থেকে কম ভলিয়ম দিয়ে তট্রেড করাটা আমি ভাল মনে করি ,কারন কম ভলিয়ম দিয়ে ট্রেড করলে আপনার রিস্ক ও কম থাকবে ,আর যদি আপনি চান যে বড় ভলিয়ম এ ট্রেড দিয়ে অনেক প্রফিট করে পেলবেন তাও পারেন কিন্ত আপনার জন্য রিস্ক হয়ে যাবে আর আপনার ক্যাপিটাল সব লস হয়ে যাবে ,কথাই আছে না কম কাও বেশি দিন কাও আর বেশি কাও তো শেষ হয়ে যাও, অতএব ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে হলে কম ভলিয়মে ট্রেড করাটা আমি ভাল মনে করি ।

Md Opu
2015-11-09, 01:27 PM
সাধারনত ট্রেড করতে হবে বুঝে । ১০০ ডলার দিয়ে ট্রেড করলে রিক্স কম হবে ।

raju0000
2015-11-09, 10:58 PM
সেটা কিছু বেপারের উপর নির্ভর করে, তার মানি হলো পর্থমত আপনি কত টাকা ইনভেস্ট করবেন ! আবার আপনি ব্রোকার এর ক্যালকুলেটর বেবহার করে দেখতে পারেন বাকি বেপারগুলো, তার অর্থটা হলো, ফরেক্স এর ব্রোকার এ নির্দিষ্ট ক্যালকুলেটর আপনি দেখে নিতে পারবেন কত বড় ট্রেড ওপেন করলে আপনার মার্জিন কত থাকে, এবং আপনার ফ্রি মার্জিন কত থাকে, মার্জিন যত বেশি থাকবে আপনার লোস্তাও তত কম ই থাকবে.

dilip07
2015-11-10, 12:43 AM
আমাদের ধারনা কম ভলিয়ম দিয়ে ট্রেড করলে রিক্স কম থাকে কমভলিয়ম দিয়ে ট্রেড করলে লাভ কম হয় । কিন্তু ভলিয়ম ওপেন করবেন অাপনার ব্যলেন্স ও র্মারকেট ওঠা নামার ওপর । আগে র্মারকেট করুন তরপর ভলিয়ম ঠিক করুন ।যদি অপনার ব্যলেস কম থাকে তবে কম ভরিয়ম দিয়ে ট্রেড করুন।

Md Mirazul
2015-11-10, 12:08 PM
একাউন্ট ব্যলেন্সের উপর ভিত্তি করে ভলিউম ট্রেড করা ভালো । তবে যতো কম ভলিউম দিয়ে ট্রেড করা যায় তত ভালো হয় এতে লসের সম্ভাবনা কম থাকে । তবে ০.২ ভলিউম দিয়ে ট্রেড করা ভালো এতে লসের সম্ভাবনা কম থাকে এতে করে যদিও বা লস হয় তবে এতে কোন ক্ষতি হয় না । তাই সব সময় কম ভলিউম দিয়ে ট্রেড করা ভালো , এতে লস হয়না ঠিক কিন্তু লাভ কম হয় । তাই লাভ কম করতে হলে ও লস করতে না চায়লে কম ভলিউম দিয়ে ট্রেড করা উচিত ।

sharifulbaf
2016-01-15, 03:06 PM
ফরেক্স মার্কেট থেকে অর্থ ইনকাম করতে হলে আমাদের কম ভলিউম দিয়ে ট্রেডিং করলে আমাদের রিস্ক অনেক কমে যাবে,তাই আমাদের সর্ব নিম্ন ০.০১ লট ভলিউম দিয়ে ট্রেডিং করলে অনেক প্রফিট করা যাবে,তাই আমাদের ফরেক্স মার্কেট এ কম ভলিউম দিয়ে ট্রেড করতে হবে বেশি ট্রেড ওপেন করা যাবেনা।

basaki
2016-01-15, 03:11 PM
ফরেক্স মার্কেটটাই হচ্ছে রিক্সের ব্যবসা। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অনবিজ্ঞ হন তাহলে আপনি যতই ছোট ট্রেড নেন না কেন আপনার রিক্স কিন্তু থেকেই যাবে। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে প্রথমে ভাল করে ট্রেড শিখতে হবে পরে আপনি ট্রেড করলে আপনার রিক্স হবে না বলে আমি মনে করি।

maziz6989
2016-01-15, 06:28 PM
আসলে ভলিউমের ব্যপার টা আপনার ব্যালান্সের অনুপাতে নির্ধারিত হবে। যদি আপনার একাউন্টে ১০০ ডলার থাকে এবং আপনি ১% রিক্স নিতে চান তবে আপনি প্রতি ০.০৫ লটে ট্রেড করতে পারেন তবে আপনার স্টপলস হবে ২০পিপ যেটা মার্কেট একটু স্পাইক করলেই হিট হয়ে যাবে। তাই নিজে সেট করুন আপনি কোনটা চয়েজ করবেন।

Sahed
2016-01-15, 07:08 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কত ভলিউম নির্বাচন করতে হবে তা নির্ভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর । আপনার একাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার বা তার কম হয় তাহলে ০.০৫ ভলিউম দিয়ে ট্রেড করা উত্তম বলে আমি মনে করি । এতে রিক্স অনেকটা কম থাকে ।

Selim BU
2016-01-15, 09:43 PM
ভলিউমের ব্যপার টা আপনার একাউন্ট ব্যালেন্সের উপর নির্ভর করে। আপনি যদি এক সেন্ট ভলিউমে ট্রেড ওপেন করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম হবে। আপনার একাউন্ট যদি ১০০ ডলারের হয় তবে আমার মনে হয় আপনি ২-৫ সেন্ট ভলিউমে ট্রেড ওপেন করতে পারবেন।

Md Akter Hossain
2016-01-15, 10:12 PM
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে এই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে মানি ম্যানেজমেন্ট এর উপর । আজও আমি একটি সেমিনারে গিয়েছিলাম । সেখানকার আলোচনার বিষয় ছিলো মানি ম্যানেজমেন্ট । সেখানে বলা হল ১০০০ ডলার অ্যাকাউন্ট এ সব্র্বোর্চ 0.03 থেকে 0.05 লট নেয়ার জন্য ।

sumekus
2016-01-17, 09:49 AM
এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

Marufa
2016-02-21, 08:49 AM
আপনি কত ভলিয়ম দিয়ে ট্রেড ওপেন করলে আপনার রিস্ক কম হবে এটা নির্ভর করবে একান্তই আপনার নিজের উপর । আপনার ব্্যোলেন্স কত আগে সেটি দেখতে হবে । আপনার ব্যালেন্স অনুসারেই আপনার ভলি য়ম ঠিক করতে হবে । এছাড়াও রয়েছে আপনার ট্রেডিং স্ট্রাটিজি কি রকম । এসব বিষয়েও নজর রাখতে হবে বলে আমি মনে করি ।

Realifat
2016-02-24, 11:34 PM
ফরেক্স এমনএমন একটা মার্কেট যেখানে কম রিস্কে ট্রেড করতে হলে অবশ্যই কম ভলিয়মের ট্রেড করতে হবে।প্রতিটি ট্রেডে মানি ম্যানেজমেন্টের অনুসরন করতে হবে। সবসময় কম ভলিউম ব্যবহার করার চেষ্টা করতে হবে।বিশেষ করে যাদের পুজি কম তাদের অনেক স্বল্প লটে ট্রেড করাই শ্রেয় বলে আমি মনে করি।

RUBEL MIAH
2016-05-26, 12:45 PM
ফরেক্সে ব্যবসা করতে হলে সব সময় রিক্স নিয়ে ট্রেড করব না । সব সময় রিক্স ছাড়া ট্রেড করব তাহলেই আর কোন সমস্যায় পড়তে হবে না । আমরা যদি দক্ষতা অর্জন না করি তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করব ।

Md Sanuwar Hossain Hossai
2016-05-26, 01:34 PM
আপনি কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ইনভেস্ট এর উপর।। আপনি কত ভলিয়মে ট্রেড করলে।। আপনার একাউন্ট এর সঠিক মানি ম্যানেজমেন্ট করে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন।। আপনার একাউন্ট টিকিয়ে রাখার জন্য মানি ম্যানেজমেন্ট করা অত্যান্ত গুরুত্ব পরন বিষয়।।।

MdRiazulIslam1991
2016-05-26, 01:37 PM
আপনি কত লটে ট্রেড ওপেন করলে আপনার অ্যাকাউন্ট ঝুকিমুক্ত থাকবে এটি নির্বর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর এবং আপনার ফরেক্স ট্রেডিং দক্ষতার উপর। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় তা হলে সেক্ষেত্রে আমি মনে করি আপনি সব্বোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করে অ্যাকাউন্টকে ঝুকিমুক্ত রাখতে পারবেন।

alamin6969
2016-07-29, 01:09 AM
আমি মনে করি আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

MdImranHossain917
2016-07-29, 01:32 AM
কত লটে ট্রেড ওপেন করলে ঝুকি কম হবে এটি বলতে গেলে আগে যানতে হবে আপনার ডিপোর্জিটের পরিমান এবং লিভারেজ কত সেটি। মনে করেন আপনার ডিপোর্জিট হল ১০০ ডলার সেই ক্ষেত্রে আপনি সব্বোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করলে ঝুকি অনেকাংশেই কম হবে অর্থাত আপনি যে ট্রেড গুলো ওপেন করবেন ঐ লটে মার্কেট যদি তার প্রতিকূরে ১০০০ পিপস চলে যায় তা হলেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে আর এত বড় পরিবর্তন কখনই এক সাথে ঘটে না।

SUMANMISTRY1993
2016-07-29, 02:45 AM
আপনি জানতে চেয়েছেন যে কত ভলুয়াম দিয়ে ট্রেড করা ভাল । আমি মনে করি , আপনি যদি নতুন লোক হন এবং ব্যলেন্স কম থাকে তাহলে আপনাকে ঝুকি এড়ানোর জন্য ০.০১ থেকে ০.০৫ র ভিতর ট্রেড করা ভাল । তাতে করে আপনার ঝুকি কম থাকবে । এবং ভাল করে সময় নিয়ে ট্রেড করতে পারবেন । তাই আপনাকে প্রথম অবস্থায় অল্প ভলুয়মে ট্রেড করা ভাল হবে ।

ARPONSARKAR1992
2016-07-29, 03:27 AM
আমি ফরেক্স মার্কেটে নতুন আমার খুব বেসি অভিজ্ঞতা নেই ত্ববে আমার মনে হয় প্রতি $১০= ০.১ হিসাবে ট্রেড অপেন করলে আপনার রিক্স কম হবে এবং আপনি মোটামুটি লাভ ও করতে পারবেন ।
যারা সিনিয়র আছেন ও অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন।

জ্যাক কয়েন
2016-07-31, 12:44 AM
ফরেক্স অ্যাকাউন্ট এ কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিস্ক কম হবে তা নির্ভর করে ডিপোজিট এর উপর অ্যাকাউন্ট ডিপোজিট বেশি হলে ভলিউম একটু বেশি নিয়ে ট্রেড করা যাবে। তবে সবসময় কম ভলিউম দিয়ে ট্রেড করাটাই ভালো তাতে অ্যাকাউন্ট সেভ থাকে। আমি মনে করি ০.০১ থেকে ০.০৫ ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিস্ক কম হবে।

SAHADAT
2016-08-13, 09:57 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনার থেকে কম ভলিয়ম দিয়ে তট্রেড করাটা আমি ভাল মনে করি ,কারন কম ভলিয়ম দিয়ে ট্রেড করলে আপনার রিস্ক ও কম থাকবে ,আর যদি আপনি চান যে বড় ভলিয়ম এ ট্রেড দিয়ে অনেক প্রফিট করে পেলবেন তাও পারেন কিন্ত আপনার জন্য রিস্ক হয়ে যাবে আর আপনার ক্যাপিটাল সব লস হয়ে যাবে ,কথাই আছে না কম কাও বেশি দিন কাও আর বেশি কাও তো শেষ হয়ে যাও, অতএব ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে হলে কম ভলিয়মে ট্রেড করাটা আমি ভাল মনে করি ।

motiar
2016-08-13, 10:20 PM
কত লটে ট্রেড ওপেন করতে হবে সেটা নিওরভর করে ট্রেডারের এক্ষতা এবং ব্যালেন্স এর উপর । কেউ যদি ভাল ট্রেডার হয় তবে ১০০ ডলার ব্যালেন্সে 0.05 লটে ট্রেড করতে পারেন । আর যদি একাবারেই নতুন হয় তবে 0.01 লটে ট্রেড করান কম ঝুকি হবে ।

uzzal05
2016-08-14, 09:04 AM
ফরেক্স এ টিকে থাকার পেছনে মুল হাতিয়ার হচ্ছে মানি মেনেজমেন্ট। আপনি আপনার একাউন্ট এর ডলার অনুযায়ী % রিস্ক হিসাবে করে ট্রেড নিতে পারেন। আমি মনে করি একাউন্ট এর ২-৫% এর বেশি এক সাথে রিস্ক না নেওয়াই ভালো। আপনি আপনার ব্যলেন্স অনুপাতে হিসাবে করে সেই ভলিউম ব্যবহার করতে পারেন।

Rana mollah
2016-08-14, 05:03 PM
যতটা কম ভলিউম দিয়ে ট্রেড ওপেন করা যায় ততোই ভালো। এতে লস কম হবে। আর যদি লাভ হয় তাহলে তো অনেক ভালো। ফরেক্সে কম ভলিউম দিয়ে ও অনেক ভালো লাভ করা সম্ভব। আর যদি লসও হয় তাহলে কম লস হবে। ফরেক্স একটি ভালো মাধ্যমে টাকা আয় করার জন্য । যেকেউ ইচ্ছা করলে কম ডলার ইনভেস্ট করেও ভালো ট্রেড করার মাধ্যমে অল্প অল্প করে ট্রেড করে লাভ করতে পারে । ফরেক্সে কাজ করার মাধ্যমে অনেক কিছু জানা ও শেখা যায়। তাই ফরেক্স অনেক ক্ষেত্রেই ভালো ।

fardin222333
2016-08-14, 05:18 PM
ভলিউম আসলে নির্ভর করছে আপনার ব্যালেন্স, ফ্রি র্মাজিন লিভারেজ ইত্যদির উপর। এবং আপনি যদি নতুন ট্রের্ডাস হন তাহলে আপনাকে 0.01 সেন্টের বেশি দেওয়া ঠিক হবেনা। এবং মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে বেশি একটা রিক্স কবেনা।

cloud
2016-08-14, 05:39 PM
আমার মনে হয় আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

sujon30
2016-08-14, 06:05 PM
ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্ট লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ গেলে আমাদের ১০ পিপস লস বা লাভ হবে। আমাদের প্রতি ০.০১ এর কম এ ভলিউম দিয়ে ট্টেড করা ভাল। এতে আমাদের রিক্সটা কম থাকে।

শিমুলআক্তার
2016-08-14, 06:14 PM
আপনি কত লটে ট্রেড করবেন বা কত লটে ট্রেড করে আপনি নিজের একাউন্টকে নিরাপদ রাখবেন তা নির্ভর করবে আপনার কি পরিমান ব্যালেন্স আছে বা আপনার ট্রেডে কত ডলার ইনভেন্স আছে আমার মতে আপনি আপনার একাউন্ট অর্থাৎ আপনার একাউন্ট যদি ১০০ ডলার হয় তবে আপনি সর্বোচ্ছ ০.১০ সেন্টে ট্রেড ওপেন করতে পারেন,ধন্যবাদ।

uzzal05
2016-08-15, 12:49 PM
কত ভলিউম দিয়ে ট্রেড করবেন সেটা একাউন্ট ব্যলেন্সের উপর নির্ভর করবে। কারন আপনার ক্যপিটাল রক্ষা করতে হবে। ভলিউম বেশি দিয়ে ট্রেড করলে বেশি লাভ করা যাবে ঠিক কিন্তু আপনার ক্যপিটাল সেরকম থাকতে হবে। আপনি যে পরিমান রিস্ক নিবেন আপনার ট্রেড আপনার বিপরীত গেলে সে পরিমান লসে যাবে।

Tanmoi
2016-08-15, 01:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করার জন্য আপনি কতটুকু দক্ষ সেটার উপর নির্ভর করে।তবে প্রথম প্রথম ৳১০=.০১ দিয়ে শুরু করলে আপনার রিস্ক কম হবে।আর ফরেক্স মার্কেটে বেশিদিন টিকে থাকতে হলে কম ভলিয়মে ট্রেড করাটাই ভালো বলে আমি মনে করি।

fardin222333
2016-08-15, 01:44 PM
আপনি যত কম লট দিয়ে ট্রেড করবেন তত লস কম হবে। যেমন আপনি 0.01 ভলিউমে যদি ট্রেড করেন তাহলে রিক্স কম হবে। লাভও কম হবে। আপনার ব্যালেন্স যদি বেশি হয় তাহলে লট বেশি দিয়ে ট্রেড দিতে পারবেন।

Afroza
2016-08-15, 07:17 PM
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিস্ক বা ঝুঁকি কম হবে সেই ব্যপারটি আসলে নির্ভর করে ট্রেড কত ডলার দিয়ে শুরু করতে চান । যদি কেউ ১০০ ডলার এর নিচের আমাউন্ট দিয়ে সুরু করেন তা হলে ০.০১ দিয়ে ট্রেড করলে ঝুঁকি অনেক কম থাকে কিন্ত লাভের পরিমান কম এজন্য সব সময় ১০০ ডলার এর উপর দিয়ে ট্রেড করলে লাভ বেশী হবে এবং ঝুঁকি কম থাকে ।

abdulguffer
2016-08-15, 07:37 PM
ফরেক্স ট্রেডিং এ ভলিয়ম বা লট যত বড় হবে মার্জিন তত কমে যাবে । আর মার্জিন কমে গেলে রিস্ক বেড়ে যায় । আর অনেক বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে তখন এটা জুয়ায় পরিবর্তন হয় । তাই কম রিস্ক এ ছোট ছোট লট এ ট্রেড করা ভালো। প্রতি 100$ এর একাউন্ট এ সর্বোচ্চ 0.10 লট এ ট্রেড করা ভালো ।

jamal191khan
2016-09-21, 07:24 PM
এ সম্পর্কে আমি বলবো আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

lotaus
2016-09-22, 10:13 AM
আপনি চাইলে সর্বনিম্ন ০.০১ ভলিউম নিয়েই ট্রেড করতে পারবেন।এতে করে আপনার লাভ বা লস দুটোই কম হবে।এটা আসলে যাদের ব্যালেন্স কম তাদের জন্য উত্তম।তবে আপনার যদি ব্যালেন্স কিছুটা বেশি থাকে অর্থ্যাৎ ব্যালেন্স যদি ৫০ বা ১০০ ডলার হয় তবে ভলিউম কিছুটা বাড়িয়ে দিতে পারেন যেমন ৫০ ডলারের ক্ষেত্রে ০.০৩ এবং ১০০ ডলারের ক্ষেত্রে ০.০৫ ভলিউম দিতে পারেন।এতে করে রিস্ক কিছুটা কম থাকবে।

kholil
2016-09-22, 10:18 AM
ফরেক্স মার্কেটে যত কম ভলিউম দিয়ে ট্রেড করা যাবে তত কম রিক্স থাকে । ফরেক্সে ০.০১ ভলিউম দিয়ে ট্রেড ওপেন করা ভাল । এতে লসের অপ্রিমান কম হবে । ফরেক্সে বুঝে ট্রেড করতে পারলে বেশি ভলিউম দিয়ে ট্রেড করা যেতে পারে / ফরেক্সে ট্রেড করার আগে ফরেক্স মার্কেট ভাল করে এনালাইসিস করে নেওয়া ভাল এতে ট্রেড করতে সুবিধা হয় ও ট্রেড থেকে লাভ ভাল করা যায় ।

blue
2016-10-22, 04:40 AM
আমি মনে করি এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

soniaakter
2016-10-22, 04:46 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আমাদের সর্ব নিম্ন ভলিউমে ট্রেড করা উচিত, আমি মনে করি আমরা যা ডিপোজিট করি মার্কেটে তার থেকে যদি আমরা ১০% রিস্ক নিয়ে ট্রেডিং করে থাকি তাহলে আমাদের ব্যালেন্স জিরো হবে না আমাদের ভাল প্রফিট হবে তাই ফরেক্স মার্কেটে ০.০১ লটে ট্রেডিং করা উচিৎ।

sheam
2016-10-27, 03:39 PM
আমার মনে হয় আমাদের ব্যালেন্স অনুযায়ী ভলিওম দিয়ে ট্রেড করা উচিৎ। কেননা আমার ব্যালেন্স যদি কম হয় আর আমি অতিরিক্ত ভলিওম দিয়ে ট্রেড করি তবে মার্কেট অল্প কিছু বিপরিতে গেলে আমার ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে তাই অবশ্যই ভলিওম ও ব্যালেন্সের দিকে নজর রাখতে হবে। আমার মতে ৫০ ডলার ব্যালেন্স হলে ০.০৩ এর বেশি ভলিওম দেয়া ঠিক হবে না।

shimul77ss
2016-10-27, 05:15 PM
ফরেক্স মার্কেটে আপনি কত ভলিউমে বা লটঁএ ট্রেড ওপেন করবে তা আপনার দক্ষতা ও ব্যলেস্নের উপর নির্ভর করে কারন আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনারা কম ভলিউমে ট্রেড করা উচিত।আর যদি আপনার মুল্ধন ১০০ ডলার হয় তাহলে সর্বোচ্চ কারেস্নির উপর .১০ লটে ট্রেড ওপেন করা উচিত।

Bindu72
2016-10-27, 05:25 PM
আপনি কত ভলিউমে ট্রেড ওপেন করবেন তা নির্ভর করে আপনার একাউন্ট ব্যালেন্সের উপর। সাধারনত আপনি যদি কম রিক্স নিতে চান তাহলে ১০ ডলার=০.০১ এবং ১০০ ডলার=০.১০ লটে ট্রেড ওপেন করবেন। এতে আপনার লাভ কম হবে কিন্তু একাউন্ট জিরো হবার সম্ভাবনা কম।

janasa
2016-10-27, 05:27 PM
অনেকে আছে অনেক ডলার ডিপোজিট করে । তাই তাদের কথা আলাদা কিন্তু যারা অল্প ডলার ডিপোজিট করে তাদের জন্য ০.০১ ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে । আমি বেশির ভাগ সময়ে ০.০১ ভলিউম দিয়ে ট্রেড ওপেন করি । এই জন্য আমি লস খুব কম কম করি প্রফি বেশি বেশি করি ।

aida
2016-11-16, 02:52 AM
ফরেক্স এমনএমন একটা মার্কেট যেখানে কম রিস্কে ট্রেড করতে হলে অবশ্যই কম ভলিয়মের ট্রেড করতে হবে।প্রতিটি ট্রেডে মানি ম্যানেজমেন্টের অনুসরন করতে হবে। সবসময় কম ভলিউম ব্যবহার করার চেষ্টা করতে হবে।বিশেষ করে যাদের পুজি কম তাদের অনেক স্বল্প লটে ট্রেড করাই শ্রেয় বলে আমি মনে করি।

sohrab
2016-11-16, 08:11 AM
আপনি কত ভলিউমে ট্রেড করবেন এবং রিক্স কম হবে তা আপনার ব্যলেন্স এবং দক্ষতার উপর নির্ভর করে । আপনি যদি কম দক্ষ হন এবং বেশী রিক্স মনে করেন তা হলে .০১ ভলিউমে ট্রেড করতে পারেন ।কারন কম ভলিউমে ট্রেড করলে মার্কেট যদি বিপরীতেও যাই তা হলে আপনার যে লস হবে তা আপনি সহজেই পুষিয়ে নিতে পারবেন । তা ছাড়াও মার্কেট এনালাইসিস করে আপনাকে ট্রেড করতে হবে ।

kazirasel
2016-11-16, 10:22 AM
আসলে লট ভলিউম নির্।র করে আপনার একাউন্ট ব্যলেন্স এর উপর । আর আপনি যত ভলিউম কম নেবেন তত আপনার রিক্স কম তেমনি লরভ ও কম হবে । আবার বেশী ভলিউমের ট্রেড নিলে রিক্স ও বেশী লাভ ও বেশী । আর আপনার কাছে যদি কোন ভাল স্টাটেজি থাকে তাহলে আপনার ভলিউম বেশী নিলেও রিক্স কম হবে । প্রতি ১০০ ডলারের একাউন্টে সর্বচ্চো .০৩ নেওযা উচিত আমার মতে ।

sarmin sr
2016-11-16, 11:04 AM
আসলে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । এবং কত ভলিউম দিয়ে ট্রেড করবেন তা আপনার দক্ষতার উপর নির্ভর করবে । আপনার মূলধন এর উপর নির্ভর করে আপনার লট সাইজ নিতে হবে । যেমন মূলধন যদি ১০ ডলার থাকে তাহলে আপনি ১ সেন্ট এর ট্রেড ওপেন করতে পারেন । তাই ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে ।

spring
2016-11-19, 03:47 PM
আসলে আপনি কত ভলিউম দিয়ে ট্রেড অপেন করবেন এটা নিরভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর যদি আপনার একাউন্ট ব্যালেন্স বেশি হয়ে থাকে মানে যদি আপনার একাউন্ট ব্যালেন্স 100 ডলার এর মত হয়। আর আপনি যদি 0.10 লটে ট্রেড অপেন করেন তাইলে এইক্ষেত্রে আপনার লস এর ঝুঁকি অনেক কম থাকবে। আর ট্রেড করার সময় সব সময় মাথা ঠান্ডা রাখা উচিত।

creativeifx
2016-11-19, 04:58 PM
আমি কত ভলিউম নিয়ে ট্রাড করব তা নির্ভর করবা আমার অ্যাকাউন্ট এর স্টক এর উপর আমি মনে করি। ধরেন আপনার অ্যাকাউন্ট স্টক $১০০ ইউএসডি বা $২০০ ইউএসডি তাহলে আপনার ভলিউম ১ সেন্ট অর ৫ সেন্ট অর ১০ সেন্ট ম্যাক্সিমাম ই ভাল হবে।

FOREX.NB
2016-11-20, 07:21 PM
কম ভলিউম দিয়ে ট্রেডিং করলে আমাদের রিস্ক অনেক কমে যাবে,তাই আমাদের সর্ব নিম্ন ০.০১ লট ভলিউম দিয়ে ট্রেডিং করলে অনেক প্রফিট করা যাবে,তাই আমাদের ফরেক্স মার্কেট এ কম ভলিউম দিয়ে ট্রেড করতে হবে বেশি ট্রেড ওপেন করা যাবেনা।মানি ম্যানেজমেন্টের অনুসরন করতে হবে,যদি আপনার একাউন্টে ১০০ ডলার থাকে এবং আপনি ৩% রিক্স নিতে চান তবে আপনি প্রতি ০.০৫ লটে ট্রেড করতে পারেন।

shaminfx
2016-11-20, 08:17 PM
এটা নির্ভর করবে আপনার ব্যালেন্স এর উপর,আপ্নে যদি ১০০$ ব্যালেন্স নিয়া ট্রেড শুরু করেন তাহলে আপনার উচিৎ ০.01 ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে.তাহলে আপনার মানিমেনেজমেট হিসাবে ট্রেড করা হবে।

sujon30
2016-11-20, 08:20 PM
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে ত আমার জানা নেই। আমি ফরেক্স মার্কেট এ নতুন। তবে আমি তা অনেকটা শিখতেছি।

bank1
2016-11-20, 09:08 PM
ভলিউম দিতে হবে আপনার ফ্রি মার্জিনের উপর ভিত্তি করে। হাতে অন্তত পক্ষে ২০০০ পিপস রেখে ট্রেড করতে পারলে মোটামুউটি রিস্ক মুক্ত থাকা যায় বলে আমার মনে হয়। আমি আমার ওল্প জ্ঞানে যা মনে হয় তাই বলেছি। যদি কোন অভিজ্ঞ ট্রেডার থাকেন আশা করি আপনার মতামত ব্যক্ত করবেন।

cool razu
2016-11-20, 09:20 PM
আমি বলবো এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

hafijur rahman
2016-11-25, 12:19 PM
আমার মনে হয় এটি নির্ভর করবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

uzzal05
2016-11-25, 02:05 PM
এটা সম্পূর্ন আপনার একাউন্ট এর উপর নির্ভর করে। কারন ব্যলেন্স বেশি থাকলে বড় লট ব্যবহার করা যায়। আর ব্যলেন্স কম থাকলে কম লট ব্যবহার করতে হয়। আপনার ব্যলেন্স অনুযায়ী ২-৫% রিস্ক নিয়ে ট্রেড করলে একাউন্ট এ ঝুকি কম থাকে।

pkboy
2016-12-27, 05:31 PM
আমি বলবো আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

ONLINE IT
2016-12-27, 05:56 PM
এটা নির্ভর করে আপনার ব্যালেন্স এর উপর এবং আপনি কত % রিক্স নিতে চান তার উপর। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কম রিক্স নিয়ে ট্রেড করতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন আর তা না হলে আপনি আপনার বিনিয়োগ হারিয়ে ফেলবেন। আপনি যদি ১:১০০ লিভারেজ নিয়ে এ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কত লটে ট্রেড করা উচিত।

Zubaerahmad
2016-12-27, 07:07 PM
অ।মার মনে হয় যদি আপনার একাউন্ট ব্যালেন্স ১০০ ডলার হয়। আর আপনি যদি ০.০৩-০.০৫ লটে ট্রেড অপেন করেন তাইলে এইক্ষেত্রে আপনার ঝুঁকি অনেক কম থাকবে।

mithun30
2016-12-27, 08:31 PM
বর্তমানে ফরেক্স অনলাইন আয়ের ক্ষেত্রে খুব গুরুত্ব পূর্ণ এবং জনপ্রিয়
একটি মাধ্যম। এই ট্রেড শুরু করার পূর্বে অবশ্যই ভাল ভাবে শিখে নামা উচিৎ। ভালভাবে শিখার জন্য অবশ্যই একজন ভাল ট্রেইনার প্রয়োজন। তা নাহলে ভবিষ্যতে অনেক সমস্যার সন্মুখিন হওয়ার সম্ভবনা আছে। রিয়াল ট্রেড শুরুর পূর্বে ডেমো চর্চা করে নিলে একজন ভাল ট্রেডার হওয়া যাবে।

MADADEE
2016-12-27, 09:07 PM
ভাই যেখানে কোন ঝুঁকি নেই সেখানে কোন লাভ নেই । তাই কোন কিছু অর্জন করতে হলে অবশ্যই ঝুুঁকি নিতে হবে । তবে সেই ঝুঁকির পরিমাণ হতে হবে পরিমিত । কেননা অতি সবসময়ই ক্ষতির কারণ । ফরেক্স এমনিতেই একটা ঝুঁকিপূর্ণ ব্যবসায় । তাই এখানে লাভ এবং লস উভয় মুহুর্তের ব্যাপার । ফরেক্সে ট্রেড করতে হবে পরিমিত ঝুঁকি নিয়ে এবং মানিম্যানেজমেন্ট অনুযায়ী । এছাড়াও নিজের চেষ্টা এবং পরিশ্রম এর সমন্বয়ে ফরেক্সে ভালো একটা অবস্থান সৃষ্টি করা সম্ভব ।

uzzal05
2017-06-21, 02:40 PM
লট বা ভলিয়ম সাইজ নির্ধারন আগে করতে হবে ফরেক্স এ টিকে থাকতে হলে। ফরেক্স এ টিকে থাকার প্রধান চাবিকাঠি হলো ভলিয়ম। আপনি যদি অল্প লটে ট্রেড করেন তাহলে সহজে একাউন্ট জিরো হবার কথা নয়। একাউন্ট এ কত ডলার আছে তার ২-৫% রিস্ক আমরা প্রতি ট্রেড এ নিতে পারি।

martin
2017-06-21, 03:22 PM
আমাদের ধারনা কম ভলিয়ম দিয়ে ট্রেড করলে রিক্স কম থাকে কমভলিয়ম দিয়ে ট্রেড করলে লাভ কম হয় । কিন্তু ভলিয়ম ওপেন করবেন অাপনার ব্যলেন্স ও র্মারকেট ওঠা নামার ওপর । আগে র্মারকেট করুন তরপর ভলিয়ম ঠিক করুন ।যদি অপনার ব্যলেস কম থাকে তবে কম ভরিয়ম দিয়ে ট্রেড করুন।

martin
2017-06-21, 03:33 PM
আপনি যতটা পারেন কম লটে ট্রেড করতে থাকেন । হোক মাসে ২০ ডলার লাভ কিন্তু সেটাই ভালো । একাউন্ট ব্যালেন্স বেশি না হলে বেশি লটে ট্রেড করা ক্ষনই উচিত নয় । আপনি আস্তে আস্তে আপনার একাউন্টে টাকা জমাতে থাকুন আর ব্যালেন্স বাড়াতে থাকেন আর তারপর মানি ম্যানেজমেন্ট মেনে আর একটু বেশি লটে ট্রেড করতে পারেন । আর এটাই আপনার জন্য বেশি সুবিধার । কখনই বেশি রিস্ক নিয়ে ট্রেড করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাবেন না ।

Puja Roy
2017-06-21, 03:52 PM
আপনার ব্যালেন্স যেমন থাকবে আপনি সে অনুযায়ী ট্রেড অপেন করবেন আপ্নার মানি ম্যানেজমেন্ট যদি ঠীক থাকে তাহলে আপনি তেমন রিক্স এ থাকবেন না। আপনি ১০০ ডলার এর একাউন্ট নিয়ে ০.১০ ভলিউম এর ট্রেড বসাতে পারেন। এতে আপনার রিস্ক কম থাকবে।

morshed naim
2017-07-30, 08:30 AM
আপনি কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ইনভেস্ট এর উপর আপনি কত লটে ট্রেড ওপেন করলে আপনার অ্যাকাউন্ট ঝুকিমুক্ত থাকবে এটি নির্বর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর আপনি যদি নতুন লোক হন এবং ব্যলেন্স কম থাকে তাহলে আপনাকে ঝুকি এড়ানোর জন্য ০.০১ থেকে ০.০৫ র ভিতর ট্রেড করা ভাল।তাতে করে আপনার ঝুকি কম থাকবে।কেউ যদি ভাল ট্রেডার হয় তবে ১০০ ডলার ব্যালেন্সে 0.05 লটে ট্রেড করতে পারেন।আর যদি একাবারেই নতুন হয় তবে 0.01 লটে ট্রেড করান কম ঝুকি হবে ।

mahbubhb
2017-08-09, 11:43 AM
ফরেক্স এ ট্রেড ওপেন করার সময়ে অবশ্যই যত কম দিয়ে ট্রেড ওপেন করা যায়। আমি শুরু করেছিলাম .০১ সেন্ট দিয়ে আর এখনো চেষ্টা করি .০১ সেন্ট দিয়ে ট্রেড ওপেন করার। এতে করে লস অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে। আবার লাভ তুলনায় মুলক ভাবে আসে। তাই কম করে ট্রেড ওপেন করাই বুদ্ধিমান এর কাজ।

Zubaer54
2017-08-09, 11:54 PM
আপনি কত ডলার ডিপোজিট করবেন তার উপর আপনার ট্রেড করা উচিত। আপনি ১০০ ডলার ডিপোজিট করলে 0.0১ লটে ট্রেড করা সুবিধাজনক। আবার ডিপোজিট ২০০ ডলারের বেশী হলে ০.০৫ লটে ট্রেড করাও যায়। আবার অনেক সময় নিউজ ট্রেডে বেশী লটে ট্রেড করে ভালো লাভও করা যায়।

reser
2017-11-29, 08:37 PM
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করবেন এটা নিরভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর একাউন্ট ব্যালেন্স যদি বেশি হয়ে থাকে মানে যদি আপনার একাউন্ট ব্যালেন্স 100 ডলার হয় তাহলে যদি ৩ সেন্ট করে ধরেন তাহলে তাতে একদম কম রিস্ক হবে আপনার মার্কেট সম্বন্ধে যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে বেশি লটে আপনি ট্রেড করতে পারেন।

Grimm
2018-01-19, 11:03 PM
ভলিউম আসলে নির্ভর করে আপনার একাউন্টে মুলধনের উপর। আপনার যদি বেশি মুলধন থাকে তাহলে আপনি বেশি ভলিউমে ট্রেড অপেন করতে পারেন আবার সেটা যদি কম হয় তাহলে কম ভলিউমে অপেন করতে হবে। আমি মনে করি আপনার একাউন্টে যদি ১০০ ডলার থাকে তাহলে আপনার ১০ সেন্ট এর বেশি ব্যবহার করা উচিত নয়। ১০ সেন্ট শুধু মাত্র আপনার একটি ট্রেড এর ক্ষেত্রে। আপনি যদি একসাথে একাধিক ট্রেড অপেন করতে চান তাহলে ১০ সেন্ট কে ভেঙ্গে যা আসে সেটা দিয়ে শুরু করবেন।

maziz6989
2018-01-19, 11:23 PM
আসলে কত ভলিউম দিয়ে ট্রেড করবেন এর নির্দিষ্ট কোন ফর্মূলা আমার জানা মতে নেই। তবে রিক্স ফ্রি ভাবে ট্রেড করতে গেলে একটা ছোট ফর্মূলা আছে। প্রতি ১০০ ডলারের জন্য ০.০১ লটে ট্রেড করতে পারলে আপনার একাউন্ট জিরো হবার সম্ভাবনা খুবই কম থাকবে। ধন্যবাদ।

01797733223
2018-01-20, 07:08 PM
ভাই মনে করেন আপনার একাউন্টে ১০০ ডলার আছে সেটার বেসিসে এখানে আপনি সর্বোচ্চ লর্ট নির্ধারন করতে পারেন ০.০১ সেন্ট। বেশি ইনকাম হবে না তবে আপনার রিস্কের পরিমানটা কম থাকবে। কেননা এখানে লর্ট নির্ধারণ করা হয় সাধারণত ব্যালেন্সের উপরে। সুতরাং যত কম রাখা যায় সেটা আপনার জন্যই মঙ্গল বলা যায় এবং তাতে আপনার রিস্কের পরিমাণটাও অনেকাংশে কমে আসে এই আরকি।

ankus
2018-01-28, 05:02 PM
আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

Mahidul84
2018-01-28, 06:04 PM
আমি মনে করি এই বাজারে ০.০১ সেন্টে লট নিয়ে ট্রেড করার মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলে আপনি আমার মতে ১০০% ঝুকি মুক্ত হয়ে ট্রেড করতে পারবেন। যদিও ০.০১ সেন্ট লটে ট্রেড করলে খুব বেশি একটা মুনাফা উপার্জন করতে পারবেন না কিন্তু তার চেয়ে বেশি ঝুকিমুক্ত হয়ে ট্রেড করার সুবিধা ভোগ করতে পারবেন এমনকি আপনার মানি ম্যনেজমেন্ট এর সঠিক ব্যবহারটাও বজায় রাখতে পারবেন। আর এতে করে আপনি ভবিষ্যতে ঝুকি মুক্ত হয়ে ট্রেড করতে পারবেন।

expkhaled
2018-01-28, 06:20 PM
যদি ট্রেডিং এ প্রাথমিক লেভেলে থাকেন সেক্ষেত্রে আপনি ০.০১ লটের বেশী ট্রেড করবেন না। তারপর আরও কিছু ক্যালকুলেশন আছে যা কিনা করতে হবে ট্রেড করার সময় যেমন : লিভারেজ কত নিয়েছেন। আপনি ট্রেড নেওয়ার সময় সকল বিষয় ভালভাবে চেক করে ট্রেড এ এন্ট্রি নিবেন তাহলে লস কম হবে। সব সময় মনে রাখবেন ট্রেডিং শেখার সময় রিয়েল ট্রেড এড়িয়ে চলাই উত্তম। ভালো করে ডেমো ট্রেড এ প্র্যাকটিস করে তারপর রিয়েল ট্রেড করবেন। যদি ট্রেড করে লস ই হয় তাহলে রিয়েল ট্রেড করে লাভ কি?

hasem79
2018-03-26, 09:37 AM
আপনাকে এভাবে হিসেব করতে হবে যে - প্রতি ১কে ডলারের বিপরীতে ০.০১ স্ট্যান্ডার্ড লট। ইন্সটা ফরেক্স এ ট্রেড করলে আপনি সেটা ০.১০-০.২০ পর্যন্ত ব্যবহার করতে পারেন। তবে আমি সাজেস্ট করি ০.৫০ লটে ট্রেড করা। আমি অবশ্য এজন্যই এখন পর্যন্ত সব থেকে লুজার একজন ব্যক্তি। শুধু মাত্র লট সাইজই পুরো দান উল্টে দিতে পারে।

MD ARSED ALI
2018-03-26, 10:36 AM
আপনি কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করবেন এটা সম্পর্ন নির্ভর করে আপনার ব্যলান্স ও আপনার রিস্ক নেওয়ার ক্ষমতার উপর তবে সব থেকে কম রিস্কের ভলিউম হল ০.০১ লট।

cane
2018-03-26, 02:56 PM
ভলিউম সবসময়ই ব্যালেন্সের উপর নির্ভর করবে।আপনার ব্যালেন্স যদি কম হয় সেক্ষেত্রে ভলিউমও কম দিতে হবে।ধরুন আপনার ব্যালেন্স ৫০ ডলার সেক্ষেত্রে আপনার উচিত হবে সর্বোচ্চ ০.০৫ ভলিউমে ট্রেড করা এর বেশি কখনোই নয়।

al amin
2018-03-26, 04:32 PM
সর্বনিম্ন ০.০১ ভলিউম নিয়েই ট্রেড করতে পারবেন।এতে করে আপনার লাভ বা লস দুটোই কম হবে।এটা আসলে যাদের ব্যালেন্স কম তাদের জন্য উত্তম।তবে আপনার যদি ব্যালেন্স কিছুটা বেশি থাকে অর্থ্যাৎ ব্যালেন্স যদি ৫০ বা ১০০ ডলার হয় তবে ভলিউম কিছুটা বাড়িয়ে দিতে পারেন যেমন ৫০ ডলারের ক্ষেত্রে ০.০৩ এবং ১০০ ডলারের ক্ষেত্রে ০.০৫ ভলিউম দিতে পারেন।এতে করে রিস্ক কিছুটা কম থাকবে।

Mamun13
2018-03-26, 07:55 PM
আমরা কত ভলিয়ম নিয়ে ট্রেড করবো সেটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের একাউন্টের ব্যালেন্সের ওপর,মানি ম্যানেজমেন্ট এর উপর,risk reward ratio এর উপর এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা/দক্ষতার ওপর৷আমাদের একাউন্টের ব্যালেন্স যদি পর্যাপ্ত পরিমাণ হয়ে থাকে তাহলে ভলিয়ম একটু বেশি নেওয়া যেতে পারে৷যদি আমাদের অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণ হয়ে থাকে তাহলেও ভলিয়ম একটু বেশি নেওয়া যেতে পারে৷অন্যথায় যত কম ভলিয়ম নিয়ে ট্রেড করা যাবে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট টি ততই নিরাপদ থাকবে৷আর নতুন ট্রেডারদের জন্য অবশ্যই সর্বনিম্ন ভলিয়ম নিয়ে ট্রেড করা উচিত৷

habibi
2018-03-27, 11:21 AM
যদি ট্রেডিং এ প্রাথমিক লেভেলে থাকেন সেক্ষেত্রে আপনি ০.০১ লটের বেশী ট্রেড করবেন না। তারপর আরও কিছু ক্যালকুলেশন আছে যা কিনা করতে হবে ট্রেড করার সময় যেমন : লিভারেজ কত নিয়েছেন। আপনি ট্রেড নেওয়ার সময় সকল বিষয় ভালভাবে চেক করে ট্রেড এ এন্ট্রি নিবেন তাহলে লস কম হবে। সব সময় মনে রাখবেন ট্রেডিং শেখার সময় রিয়েল ট্রেড এড়িয়ে চলাই উত্তম। ভালো করে ডেমো ট্রেড এ প্র্যাকটিস করে তারপর রিয়েল ট্রেড করবেন। যদি ট্রেড করে লস ই হয় তাহলে রিয়েল ট্রেড করে লাভ কি?

ইন্সটাফরেক্সের অন্যতম সুবিধা হল ইন্সটাফরেক্সের Micro Lot অর্থাৎ ০.০১ লটে ট্রেড করতে দেয়। যার মানে হল আপনি যদি EUR/USD পেয়ারে ০.০১ লট সেট করেন তাহলে প্রতি পিপ্স এর ভেলু হবে ১ সেন্ট। যদি আপনি ফরেক্সে নতুন হন তাহলে আপনি বলব আপনি ইন্সটাফরেক্সের Micro Lot অর্থাৎ ০.০১ লটে ট্রেড করেন তাহলে আপনি যদি ১০০ পিপ্স লস করেন তাহলে আপনার মাত্র ১ ডলার লস হবে। ইন্সটাফরেক্সের ১লট= ১০০০০ যেখানে অন্যান্য ব্রেকার ১লট= ১০০০০০।

riponinsta
2018-03-27, 03:48 PM
আমার মতে আপনার অ্যাকাউন্ট এ যে ডলার থাকবে তার ১ % বা ২% রিস্ক নিয়ে যে ডলার আসবে সেই ডলার কে স্টপ লস যত পিপ্স হয় সেটা দিয়ে ভাগ করলে আপনি কত ডলার লট এ ট্রেড করবেন তা বের হবে এই ভাবে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি এতে আমার অ্যাকাউন্ট জিরো হয় না আর মাস শেষ এ অ্যাকাউন্ট এ ভাল লাভ ও থাকে

Mahidul84
2018-03-27, 07:18 PM
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় সবচেয়ে কম রিক্স নিয়েই ট্রেড করা উচিত আর এজন্য আপনাকে সবচেয়ে কম ভলিউম দিয়ে ট্রেডিং কৌশলের পরিকল্পনা তৈরি করতে হবে। এজন্য আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন তখন লটের পরিমাণটা কমিয়ে দিবেন অর্থাৎ কোন ট্রেড ওপেন করবেন যখন তখন আপনার ট্রেডিং ভলিউম হবে ০.০১। আর এই লটে ট্রেড ওপেন করলে আপনি মোটামুটি ১০% রিক্স নিয়ে ট্রেড করতে পারবেন। আর এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ঝুকি বিহীন একটি ট্রেডিং কৌশল।

Md_MhorroM
2018-11-20, 07:21 PM
আমার মতে আমাদের ব্যালেন্স অনুযায়ী ভলিওম দিয়ে ট্রেড করা উচিৎ। কেননা আমার ব্যালেন্স যদি কম হয় আর আমি অতিরিক্ত ভলিওম দিয়ে ট্রেড করি তবে মার্কেট অল্প কিছু বিপরিতে গেলে আমার ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে তাই অবশ্যই ভলিওম ও ব্যালেন্সের দিকে নজর রাখতে হবে। আমার মতে ৫০ ডলার ব্যালেন্স হলে ০.০৩ এর বেশি ভলিওম দেয়া ঠিক হবে না।

sr ritu
2018-11-20, 11:42 PM
আমাদের ধারনা কম ভলিয়ম দিয়ে ট্রেড করলে রিক্স কম থাকে কমভলিয়ম দিয়ে ট্রেড করলে লাভ কম হয় । কিন্তু ভলিয়ম ওপেন করবেন অাপনার ব্যলেন্স ও র্মারকেট ওঠা নামার ওপর । আগে র্মারকেট করুন তরপর ভলিয়ম ঠিক করুন ।যদি অপনার ব্যলেস কম থাকে তবে কম ভরিয়ম দিয়ে ট্রেড করুন।

Mdsofizuddin
2018-11-21, 12:42 AM
ফরেক্স এমনএমন একটা মার্কেট যেখানে কম রিস্কে ট্রেড করতে হলে অবশ্যই কম ভলিয়মের ট্রেড করতে হবে।প্রতিটি ট্রেডে মানি ম্যানেজমেন্টের অনুসরন করতে হবে। সবসময় কম ভলিউম ব্যবহার করার চেষ্টা করতে হবে।বিশেষ করে যাদের পুজি কম তাদের অনেক স্বল্প লটে ট্রেড করাই শ্রেয় বলে আমি মনে করি।

TanjirKhandokar1994
2019-02-02, 08:44 PM
আমি মনে করি যত কম লট নিয়ে ট্রেড করা হবে রিস্ক তত কম হবে। এখানে আপনি যদি ০.০১ ভলিউমে ট্রেড করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম। কিন্তু এত কম লটে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। তবে আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী আপনাকেই ট্রেডড ঠিক করতে হবে। এখানে আপনার মূলধন যদি ১০০ $ এর বেশি হয় তাহলে আপনি ০.০৫/ ০.০৭ ভলিউম ব্যবহার করতে পারেন। এতে করে দেখা যাবে যে রিক্স একটু কম থাকবে।

Grimm
2019-02-02, 09:41 PM
ভলিউম সম্পূর্ণ নির্ভর করে আপনার মুলধনের উপর। আপনি যদি আপনার মূলধন অনুপাতে আপনার ভলিউম নির্বাচন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে। একমাত্র মানি ম্যানেজমেন্টই পারে আপনার ভলিউম সঠিকভাবে নির্ধারণ করতে। আমি সাধারণত আমার ভলিউম নির্বাচন করি প্রতি ১০০ ডলারের জন্য ১০ সেন্ট। তবে আমি মনে করি আমরা যদি হাতে ১০০০০ পিপস নিয়ে ট্রেড করতে পারি তাহলে আমরা খুব সহজেই ঝুকি হ্রাস করতে পারি।

Mazharul777
2019-05-27, 05:58 PM
ফরেক্স মার্কেটে কত লটে ট্রেড ওপেন করলে ঝুকি কম হবে এটি বলতে গেলে আগে জানতে হবে আপনার ডিপোজিটের পরিমান এবং লিভারেজ কত সেটি। মনে করেন আপনার ডিপোজিট হল ১০০ ডলার সেই ক্ষেত্রে আপনি সব্বোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করলে ঝুকি অনেকাংশেই কম হবে অর্থাত আপনি যে ট্রেড গুলো ওপেন করবেন ঐ লটে মার্কেট যদি তার প্রতিকূরে ১০০০ পিপস চলে যায় তা হলেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে আর এত বড় পরিবর্তন কখনই এক সাথে ঘটে না।

souravkumarhazra6763
2019-06-07, 12:15 PM
কত ভলিউম এ ট্রেড ওপেন করবেন এইটা সম্পূর্ণ নির্ভর করে থাকে আপনার ট্রেড ব্যালেন্স এর উপর,আপনার যদি অল্প ব্যালেন্স থাকে তাহলে আপনাকে অল্প লট এ এন্ট্রি নিতে হবে এবং যদি বেশি ব্যালেন্স থাকে তাহলে আপনি বড় বড় লট এ এন্ট্রি নিতে পারবেন।

SHARIFfx
2019-06-07, 12:55 PM
দরুন আপনার স্টান্ডার্ড একাউন্ট এ ভলিউম ২০০ ডলার আর তা হলে আপনি যদি ০.০১ ভলিউম দিয়ে ট্রেড ওপেন করেন তা হলে রিস্ক অনেক কম। তবে আপনাকে দক্ষ হতে হবে। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। মানিমেনেজমান্ট করতে হবে। টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিতে হবে। তা হলে সফলতা আপনার অতি নিকটে।

SOMARANITHAKUR1995
2019-06-08, 11:47 AM
কত ভলিউম নিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে এটা নির্ভর করছে একাউন্ট ব্যালেন্স এর উপর এবং ফ্রি মার্জিন এর উপর। তবে সব সময় রিক্স কম নিয়ে ট্রেড ওপেন করা উচিত। আপনার যদি মূলধন যদি ১০০ ডলার হয় তাহলে ম্যানেজমেন্ট অনুযায়ী মূলধনের সর্বোচ্চ দশ পার্সেন্ট এর বেশি ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা উচিত নয়। সেই ক্ষেত্রে ০.০১ নিয়ে টোটাল ভলিউম ০.১০ লট এর যেন বেশি ন হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। মূলধন কম থাকলে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড ওপেন করা উচিত। ট্রেড করার সময় একাউন্ট সেফ রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

samun
2019-06-12, 10:55 PM
কত ভলিউম দিয়ে ট্রেড করা যায় তা সম্পুর্ন নির্ভর করবে আপনার ওপর।কারণ আপনার একাউন্ট ব্যালেন্স যদি ৫০ ডলার হয় তবে ০.০১ ভলিউম দিয়ে ট্রেড শুরু করাটাই ভালো। ১০০ ডলার থাকলে ০.০৫ / ০.১০ ভলিউম দিয়ে ট্রেড শুরু করতে পারেন।এতে আপনার খুব সিমিত লাভ হলেও একাউন্ট ব্যালেন্স 0 হবার ঝুঁকি কম।তাই প্রাথমিক অবস্থায় কম ভলিউম দিয়ে ট্রেড শুরু করা উচিৎ বলে আমি মনে করি।

Rion
2019-09-02, 02:26 PM
কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত এটা নির্ভর করছে আপনার একাউন্ট ব্যালেন্সের উপর। ফরেক্সে মার্কেটে একাউন্ট ব্যালেন্স অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। কম লট নিয়ে ট্রেড করলে কম রিস্ক। এটা হতে পারে০.০১। তবে এতে করে আপনি বেশি লাভ করতে পারবেন না। তাই ব্যালেন্সে এর পরিমাণ এর উপর ভিত্তি করে রিস্ক রিওয়ার্ড রেশিও এর মাধ্যমে সর্বনিম্ন ঝুঁকি নিয়ে ট্রেড করুন।

KGF
2019-09-02, 07:26 PM
আসলে যত কম লট নিয়ে ট্রেড করবেন রিস্ক তত কম হবে। আপনি যদি ০.০১ ভলিউমে ট্রেড করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম। কিন্তু এতে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী রিস্ক ঠিক করতে হবে।

Panna1989
2019-09-09, 12:36 AM
ফরেক্স মার্কেটটাই হচ্ছে রিক্সের ব্যবসা। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অনবিজ্ঞ হন তাহলে আপনি যতই ছোট ট্রেড নেন না কেন আপনার রিক্স কিন্তু থেকেই যাবে। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে প্রথমে ভাল করে ট্রেড শিখতে হবে পরে আপনি ট্রেড করলে আপনার রিক্স হবে না বলে আমি মনে করি।

samirarman
2019-09-09, 01:53 AM
আমি মনে করি, আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । এবং কত ভলিউম দিয়ে ট্রেড করবেন তা আপনার দক্ষতার উপর নির্ভর করবে । আপনার মূলধন এর উপর নির্ভর করে আপনার লট সাইজ নিতে হবে । যেমন মূলধন যদি ১০ ডলার থাকে তাহলে আপনি ১ সেন্ট এর ট্রেড ওপেন করতে পারেন । আমার মতে, ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে ।

MANIK6642
2019-09-09, 03:59 AM
ফরেক্স মার্কেটে আপনার সফলতা মানি ম্যানেকমেন্টের উপর অনেকখানি নির্ভর করে।মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।আপনি কত ভলিউমে ট্রেড ওপেন করবেন এটা নির্ভর করে আপনার একাউন্ট ব্যালেন্সের উপর।তবে কম লট নিয়ে ট্রেড করলে আপনার তেমন রিস্ক থাকবেনা কিন্তু বেশি লাভ করতে পারবেন না।তাই ব্যালেন্স যদি বেশি হয় সেই অনুপাতে লট নিয়ে আপনি ট্রেড করলে সফলতা আসবে।ধরুন আপনার ব্যালেন্স ১০০ ডলার এক্ষেত্রে আপনি ০.০৫ লটে ট্রেড ওপেন করতে পারবেন এতে আপনার ঝুকি কম থাকবে আর লাভ করতে পারবেন।

abcdilip
2019-09-09, 07:01 AM
বেশি লট ব্যবহার করা লসের অন্যতম কারন। আসলে যত কম লট নিয়ে ট্রেড করবেন রিস্ক তত কম হবে। আপনি যদি ০.০১ ভলিউমে ট্রেড করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম। কিন্তু এতে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী রিস্ক ঠিক করতে হবে। ১০০ ডলার একাউন্ট এর জন্য আপনি ০.০১-০.০৫ ভলিউম ব্যবহার করতে পারেন।

Hredy
2019-09-09, 08:02 AM
ভলিউম নির্ভর করে একাউন্ট ব্যালেন্স এর ওপর। একাউন্ট ব্যালেন্স ১০০ ডলার হলে . ১০ ভলিউম সেফ। আর একাউন্ট ১০০০ ডলার হলে ১ ডলার পার পিপস ভলিউম নিলে একাউন্ট ঝুঁকিমুক্ত থাকে। এর থেকে ছোট লট সাইজ নিলে আরও ভালো।

KaziBayzid162
2019-09-09, 08:46 PM
আসলে আপনি কত ভলিয়োমে ট্রেড ওপেন করলেই আপনার রিক্স এর পরিমাণ কম হবে এটা নির্ভর করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এর উপর,অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি অনেক বেশি হয় তাহলে বেশি বলিয়োমে ট্রেড ওপেন করলে রিক্সার পরিমাণ কম থাকতে পারে আবার একাউন্ট ব্যালেন্সের পরিমাণ যদি কম হয় তাহলে তুলনামূলক কম ভলিয়মে ট্রেড ওপেন করলেই সেটা আপনার জন্য রিক্স হয়ে যেতে পারে, তবে ০.০১ লটে ট্রেড ওপেন করলে আপনার রিক্স এর পরিমান সবথেকে কম হবে কিন্তু এতে আপনার লাভের পরিমাণ খুব কম হবে, তবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি 100 ডলার হয়ে থাকে তাহলে আপনি ০.১০ ভোলিয়োম এ ট্রেড ওপেন করতে পারেন, এতে করে আপনার রিক্সের পরিমাণও কম থাকবে এবং একটা মোটামুটি প্রফিট করতে পারবেন।

DILIPDKS19571952
2019-09-09, 08:59 PM
আমার মতে একাউন্টের ব্যলেন্সের উপর ভিত্তি করে ভলিউম ট্রেড করা ভালো । তবে যতো কম ভলিউম দিয়ে ট্রেড করা যায় তত ভালো হয় এতে লসের সম্ভাবনা কম থাকে । তবে ০.২ ভলিউম দিয়ে ট্রেড করা ভালো এতে লসের সম্ভাবনা কম থাকে এতে করে যদিও বা লস হয় তবে এতে কোন ক্ষতি হয় না । তাই সব সময় কম ভলিউম দিয়ে ট্রেড করা ভালো , এতে লস হয়না ঠিক কিন্তু লাভ কম হয় । তাই লাভ কম করতে হলে ও লস করতে না চায়লে কম ভলিউম দিয়ে ট্রেড করা উচিত ।

abcdilip
2019-09-12, 11:33 AM
কম লট দিয়ে ট্রেড করলে ঝুকি কম এবং লাভও কম হবে। বেশি লাভের আশায় বেশি লটে ট্রেড করলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বেশি। ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । এবং কত ভলিউম দিয়ে ট্রেড করবেন তা আপনার দক্ষতার উপর নির্ভর করবে । আপনার মূলধন এর উপর নির্ভর করে আপনার লট সাইজ নিতে হবে । যেমন মূলধন যদি ১০ ডলার থাকে তাহলে আপনি ১ সেন্ট এর ট্রেড ওপেন করতে পারেন । তাই ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে ।

KANIZFATEMA1997
2019-09-12, 03:37 PM
অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় শিক্ষক।
ফরেক্স মাকের্টে বিভিন্ন ব্রোকার হাউজ আছে যারা সবনিম্ন ডলার দিয়ে বিনিয়োগ করে।তবে আমার মতে যারা নতুন ট্রেডার তাদের ১০থেকে১০০ ডলার দিয়ে ট্রেড শুরু করা।
আর আপনার ট্রেড আপনাকেই সাজিয়ে নিতে হবে, এক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ও আপনার ব্রোকারের লিভারেজের উপর আপনার ট্রেড নির্ভর করে। আপনি নতুন ট্রেডার হলে ০.০১ সেন্টের বেশি না দেওয়াটাই ভালো। আর কিচুদিন ট্রেড করার পর তখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ও আপনার ব্রোকারের লিভারেজের উপর ভিত্তি করে একটি মানি ম্যানেজমেন্ট করবেন, বর্তমান অবস্থান থেকে কতটুকু মুভনেন্ত করলে আপনার অ্যাকাউন্ট নিল হয়ে যাবেনা। এসব নির্ধারণ করে ট্রেড করা ভালো।০.০১ লটে ট্রেড ওপেন করলে লাভ খুবই কম হবে সেক্ষেত্রে ০.০৫লটে ট্রেড ওপেন করা ভালো বলে আমি মনে করি

DJSUMON777
2019-09-20, 12:47 AM
কত ভলিয়ম দিয়ে ট্রেড করলে রিক্স কম হবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যালেন্স এর উপর। অর্থাৎ আপনার কি পরিমাণ ব্যালেন্স আছে এবং সেই ব্যালেন্সের অনুপাতে মানি ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী ট্রেড করলে রিক্স কম হবে বলে আমি মনে করি। মানি ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী আপনি আপনার ব্যালেন্স এর 15% থেকে 18 শতাংশ পর্যন্ত লট বা ভলিয়ম নিয়ে ট্রেড করলে রিক্স অনেকটা কম হবে তবে এর পূর্বে আপনাকে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করে নিতে হবে।

nurulazim
2019-09-28, 08:52 PM
আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.০১ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

KF84
2019-09-28, 09:41 PM
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিস্ক কম হবে তা নির্ধারণ করে সম্পূর্ণভাবে কি পরিমান ক্যাপিটাল আছে তার উপর । কারণ কি পরিমান পারসেন্টেজের রিস্ক নিতে হয় তা ক্যাপিটাল এর পরিমানের উপর সিদ্ধান্ত নিতে হয় । যেমন আপনার কাছে ৫০$ আছে । তাহলে আপনি সে একাউন্ট থেকে .১$ বেশী ট্রেড করা রিস্ক হয়ে যায় ।কারণ ৫০০ পিপ্স মার্কেট আপনার বিপরীতে গেলেই ট্রেড মার্জিন কল এ কেটে যাবে ।

amreta
2020-02-26, 07:48 PM
আমাদের বাণিজ্য যদি খোলা থাকে তবে আমরা জানি যে আমাদেরও এখানে অনেক ক্ষতি হবে বা আমাদের লাভ হবে। তবে আমাদের পরিকল্পনাটিও যদি ভাল হয় তবে তা থেকে আমরা ভাল লাভ পাব এবং যখনই আমরা বাণিজ্য খুলব আমরা ভাল লাভ করব।

Sapna1212
2020-02-26, 08:14 PM
যদি বাণিজ্য এটিতে খোলে, তবে আমরা এটি বন্ধ করতে পারি, তবে ক্ষতির কারণে যদি আমরা এটি বন্ধ না করি, তবে এটি আমাদের পক্ষে সঠিক হবে, সুতরাং আমরা যদি এতে বাণিজ্যটি খোলে আমাদের উত্তেজনা না ঘটে। যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং মনে করি যে বাণিজ্য করার সময় আমাদের অবশ্যই লাভ করা উচিত

Mas26
2020-02-26, 08:24 PM
আমি একজন নুতন গ্রাহক ।কত ভলিয়ম দিয়া ট্রেড করলে রিস্ক কম হবে এটা আমার জানা নাই। কারও জানা থাকলে বলবেন ।

Rion83
2020-03-18, 01:09 AM
যতটা কম ভলিউম দিয়ে ট্রেড ওপেন করা যায় ততোই ভালো। এতে লস কম হবে। আর যদি লাভ হয় তাহলে তো অনেক ভালো। ফরেক্সে কম ভলিউম দিয়ে ও অনেক ভালো লাভ করা সম্ভব। আর যদি লসও হয় তাহলে কম লস হবে। ফরেক্স একটি ভালো মাধ্যমে টাকা আয় করার জন্য । যেকেউ ইচ্ছা করলে কম ডলার ইনভেস্ট করেও ভালো ট্রেড করার মাধ্যমে অল্প অল্প করে ট্রেড করে লাভ করতে পারে । ফরেক্সে কাজ করার মাধ্যমে অনেক কিছু জানা ও শেখা যায়। তাই ফরেক্স অনেক ক্ষেত্রেই ভালো

uzzal05
2020-03-18, 08:07 AM
আপনি ভলিয়ম আপনার একাউন্ট পারসেন্ট অনুযায়ী ভাগ করবেন। আপনার একাউন্ট এ যত ব্যালেন্স ই থাকুক না কেন আপনি সবসময় একউন্ট সর্বোচ্চ ৫% এর বেশি রিস্কে নিবেন না। আমরা অনেক সময় এই হিসাব টা ঠিক রাখতে পারি না। যদি একাউন্ট ট্রেড রানিং ৫% থাকে সেই সময় এর বেশি অন্য ট্রেড ওপেন করবেন না। এতে লস এর পরিমান অনেক কমে যাবে। একসাথে ১০% রিস্ক নিলে তখন যদি লস হয় তাহলে আপনি আপনার একউন্ট এর ১০% ক্যাপিটাল হারাবেন।

Mas26
2020-03-18, 10:23 AM
আমি একজন নুতন গ্রাহক ।কত ভলিয়ম দিয়া ট্রেড করলে রিস্ক কম হবে এটা আমার জানা নাই। কারও জানা থাকলে বলবেন ।

Emamul
2020-03-18, 01:16 PM
লট ভলিউম যত বেশি, রিস্কও ততবেশি । আমার মতে লসের চিন্তা মথায় রেখে ট্রেড করা উচিত। এজন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লট ভলিউম। আপনার ১০০ ডলার থাকলে আপনি ০.০৫ লটে ট্রেড করতে পারবে। এর বেশি রিস্ক হয়ে যায়।বড় ধরনের লস ও হতে পারে। ডিপোজিট ১০০ এর কম হলে সর্বনিম্ন লট ভলিউম ধরাই ভালো।

Fxxx
2020-03-18, 02:33 PM
আপনি কত লটে ট্রেড করবেন বা কত লটে ট্রেড করে আপনি নিজের একাউন্টকে নিরাপদ রাখবেন তা নির্ভর করবে আপনার কি পরিমান ব্যালেন্স আছে বা আপনার ট্রেডে কত ডলার ইনভেন্স আছে আমার মতে আপনি আপনার একাউন্ট অর্থাৎ আপনার একাউন্ট যদি ১০০ ডলার হয় তবে আপনি সর্বোচ্ছ ০.১০ সেন্টে ট্রেড ওপেন করতে পারেন

Rx100
2020-03-18, 02:37 PM
ফরেক্স মার্কেট থেকে অর্থ ইনকাম করতে হলে আমাদের কম ভলিউম দিয়ে ট্রেডিং করলে আমাদের রিস্ক অনেক কমে যাবে,তাই আমাদের সর্ব নিম্ন ০.০১ লট ভলিউম দিয়ে ট্রেডিং করলে অনেক প্রফিট করা যাবে,তাই আমাদের ফরেক্স মার্কেট এ কম ভলিউম দিয়ে ট্রেড করতে হবে বেশি ট্রেড ওপেন করা যাবেনা।

Jid13
2020-03-18, 02:42 PM
আপনি কত লটে ট্রেড ওপেন করলে আপনার অ্যাকাউন্ট ঝুকিমুক্ত থাকবে এটি নির্বর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর এবং আপনার ফরেক্স ট্রেডিং দক্ষতার উপর। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় তা হলে সেক্ষেত্রে আমি মনে করি আপনি সব্বোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করে অ্যাকাউন্টকে ঝুকিমুক্ত রাখতে পারবেন।

SR12
2020-03-29, 02:20 PM
আপনার ব্যালেন্স কত আগে সেটা দেখতে হবে আপনাকে যদি ব্যালেন্স ১০০ ডলার হয়ে থাকে সেক্ষেত্রে ০.০১ সেন্টের ট্রেড (পিপেটিকসে) করতে পারেন। আর যদি ৫০০ হয় সেক্ষেত্রে ০.০৫ এর ট্রেড করতে পারেন। মুলত প্রতি ১০০ ডলারে আপনি ০.০১ সেন্ট করে বৃদ্দি করতে পারেন। এতে করে ভালো ব্যাকআপ পাওয়া যাবে এবং ট্রেড করে খুব বেশি ঝুকিতে পরতে হবে না বলেই আমি মনে করি।

Fxhuman
2020-03-29, 09:24 PM
আসলে ভলিউমের ব্যপার টা আপনার ব্যালান্সের অনুপাতে নির্ধারিত হবে। যদি আপনার একাউন্টে ১০০ ডলার থাকে এবং আপনি ১% রিক্স নিতে চান তবে আপনি প্রতি ০.০৫ লটে ট্রেড করতে পারেন তবে আপনার স্টপলস হবে ২০পিপ যেটা মার্কেট একটু স্পাইক করলেই হিট হয়ে যাবে। তাই নিজে সেট করুন আপনি কোনটা চয়েজ করবেন।

Fardin02
2020-03-29, 09:33 PM
বর্তমানে ফরেক্স অনলাইন আয়ের ক্ষেত্রে খুব গুরুত্ব পূর্ণ এবং জনপ্রিয়
একটি মাধ্যম। এই ট্রেড শুরু করার পূর্বে অবশ্যই ভাল ভাবে শিখে নামা উচিৎ। ভালভাবে শিখার জন্য অবশ্যই একজন ভাল ট্রেইনার প্রয়োজন। তা নাহলে ভবিষ্যতে অনেক সমস্যার সন্মুখিন হওয়ার সম্ভবনা আছে। রিয়াল ট্রেড শুরুর পূর্বে ডেমো চর্চা করে নিলে একজন ভাল ট্রেডার হওয়া যাবে।

smbiplob
2020-04-22, 11:26 PM
ফরেক্স এমনিতেই একটা ঝুঁকিপূর্ণ ব্যবসায় তাই এখানে লাভ এবং লস উভয় মুহুর্তের ব্যাপার ফরেক্সে ট্রেড করতে হবে পরিমিত ঝুঁকি নিয়ে এবং মানিম্যানেজমেন্ট অনুযায়ী ফরেক্সে কম ভলিউম দিয়ে ও অনেক ভালো লাভ করা সম্ভব আর যদি লসও হয় তাহলে কম লস হবে ফরেক্স একটি ভালো মাধ্যমে টাকা আয় করার জন্য যেকেউ ইচ্ছা করলে কম ডলার ইনভেস্ট করেও ভালো ট্রেড করার মাধ্যমে অল্প অল্প করে ট্রেড করে লাভ করতে পারে ।

FREEDOM
2020-04-22, 11:52 PM
আমি জানতে চাই কত ভলিউম দিয়ে আমাদের ট্রেড ওপেন করা উচিৎ । যদি ব্যালেন্স কম থাকে সেক্ষেত্রে কি ভাবে ট্রেডিং করলে কম রিক্স নিয়ে লাভ করা যাবে। আপনারা আপনাদের মতামত জানান।:rules:

সর্বনিম্ন ট্রেড বলতে ০.০১ সেন্টের ট্রেড করা যেতে পারে কারন এর নিচে সম্ভব নয়। আর এটাই সবচেয়ে কম রিস্কে ট্রেড। ব্যালেন্স কম থাকলে এর বেশি লটে ট্রেড করা উচিত হবে না। সাধারনত ১০০ ডলারের জন্য ০.০১ সেন্ট, ২০০ ডলারের জন্য ০.০২ সেন্টের ট্রেড করা যেতে পারে এতে ট্রেডে ঝুকি কম থাকবে।

Kane
2020-04-23, 07:11 AM
আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

HASIBURRAHMAN
2020-04-23, 08:08 AM
প্রাথমিকভাবে 0.0১ লটে করা ভালো। এরপর অধ্যায়ন অধ্যবসায় আর পর্যাপ্ত প্রাক্টিস আপনাকে বলে দেবে কখন কিভাবে কাজ করবেন। যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে আর আত্মবিশ্বাস তৈরি হয় তাহলে মনের মত করে কাজ করা যায়।

Kane
2020-04-23, 08:35 AM
আসলে যত কম লট নিয়ে ট্রেড করবেন রিস্ক তত কম হবে। আপনি যদি ০.০১ ভলিউমে ট্রেড করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম। কিন্তু এতে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী রিস্ক ঠিক করতে হবে। ১০০ ডলার একাউন্ট এর জন্য আপনি ০.০৫ ভলিউম ব্যবহার করতে পারেন।

Soh1952
2020-07-15, 08:53 AM
সর্বনিম্ন ০.০১ ভলিউম নিয়েই ট্রেড করতে পারবেন।এতে করে আপনার লাভ বা লস দুটোই কম হবে।এটা আসলে যাদের ব্যালেন্স কম তাদের জন্য উত্তম।তবে আপনার যদি ব্যালেন্স কিছুটা বেশি থাকে অর্থ্যাৎ ব্যালেন্স যদি ৫০ বা ১০০ ডলার হয় তবে ভলিউম কিছুটা বাড়িয়ে দিতে পারেন ।তাই অবশ্যই ভলিওম ও ব্যালেন্সের দিকে নজর রাখতে হবে। আমার মতে ৫০ ডলার ব্যালেন্স হলে ০.০৩ এর বেশি ভলিওম দেয়া ঠিক হবে না।এতে করে রিস্ক কিছুটা কম থাকবে।

Mahmud1984fx
2020-07-15, 09:22 AM
লট/ভলিউম নির্ধারণ করতে হয় ক্যাপিটালের উপর ডিপেন্ড করে। তাছাড়া আপনার ফরেক্স সম্পর্কিত জ্ঞান,অভিজ্ঞতা-দক্ষতাও বিবেচ্য বিষয় বটে। যদি মোটামুটি অভিজ্ঞতা-দক্ষতা থাকে এবং মিনিমাম ১০০ডলার ক্যাপিটাল হয় তাহলে মিনিমাম .০১ লট/ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিস্ক কম থাকবে। আমার মতে আপনি মার্কেট ট্রেন্ড বুঝে .০১ লটে ট্রেড নিয়ে যদি দেখেন মার্কেট লসের দিকে যাচ্ছে তাহলে একই লট/ভলিউমে প্রতি ১৫০-২০০পিপসে সর্বোচ্চ ৫টি পর্যন্ত এ্যান্ট্রি নিতে পারবেন। এতে আপনার রিস্ক কম থাকবে এবং প্রফিট থাকবে।

muslima
2020-07-28, 12:28 PM
আপনি কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ইনভেস্ট এর উপর । আপনি কত ভলিয়মে ট্রেড করলে । আপনার একাউন্ট এর সঠিক মানি ম্যানেজমেন্ট করে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন । আপনার একাউন্ট টিকিয়ে রাখার জন্য মানি ম্যানেজমেন্ট করা অত্যান্ত গুরুত্ব পরন বিষয় । ফরেক্সে বুঝে ট্রেড করতে পারলে বেশি ভলিউম দিয়ে ট্রেড করা যেতে পারে / ফরেক্সে ট্রেড করার আগে ফরেক্স মার্কেট ভাল করে এনালাইসিস করে নেওয়া ভাল এতে ট্রেড করতে সুবিধা হয় ও ট্রেড থেকে লাভ ভাল করা যায় ।

konok
2020-07-28, 01:01 PM
যতটা কম ভলিউম দিয়ে ট্রেড ওপেন করা যায় ততোই ভালো। এতে লস কম হবে। আর যদি লাভ হয় তাহলে তো অনেক ভালো। ফরেক্সে কম ভলিউম দিয়ে ও অনেক ভালো লাভ করা সম্ভব। আর যদি লসও হয় তাহলে কম লস হবে। ফরেক্স একটি ভালো মাধ্যমে টাকা আয় করার জন্য । মূলধন যদি ১০ ডলার থাকে তাহলে আপনি ১ সেন্ট এর ট্রেড ওপেন করতে পারেন । তাই ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে ।

jimislam
2020-07-28, 01:20 PM
যতটা কম ভলিউম দিয়ে ট্রেড ওপেন করা যায় ততোই ভালো। এতে লস কম হবে। আর যদি লাভ হয় তাহলে তো অনেক ভালো। ফরেক্সে কম ভলিউম দিয়ে ও অনেক ভালো লাভ করা সম্ভব। ম্যানেজমেন্ট মেনে আর একটু বেশি লটে ট্রেড করতে পারেন । আর এটাই আপনার জন্য বেশি সুবিধার । কখনই বেশি রিস্ক নিয়ে ট্রেড করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাবেন না ।

milu
2020-07-28, 03:54 PM
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে এই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে মানি ম্যানেজমেন্ট এর উপর । আজও আমি একটি সেমিনারে গিয়েছিলাম । সেখানকার আলোচনার বিষয় ছিলো মানি ম্যানেজমেন্ট।প্র িটি ট্রেডে মানি ম্যানেজমেন্টের অনুসরন করতে হবে। সবসময় কম ভলিউম ব্যবহার করার চেষ্টা করতে হবে।বিশেষ করে যাদের পুজি কম তাদের অনেক স্বল্প লটে ট্রেড করাই শ্রেয় বলে আমি মনে করি।

uzzal05
2020-07-28, 05:00 PM
আমাদের একাউন্ট এ যা ব্যালেন্স থাকবে তার সব সময় ৫% এর বেশি রিস্ক নিলে রিস্ক হয়ে যাবে। অর্থাৎ আগের ব্যালেন্স এর রিস্ক পারসেন্ট হিসেব করতে হবে। তারপর আমাদের ভলিয়ম হিসেব করে ট্রেড করতে হবে। আর সর্বদা রিস্ক একই রকম রাখতে হবে।

Starship
2020-07-28, 05:12 PM
কত ভলিউমে ট্রেড করলে রিস্ক কম থাকবে

ট্রেড করার পূর্বে আমরা ভলিউম সেট করে থাকি, কিন্তু অনেকেই জানেন না ভলিউম কত সেট করলে রিস্ক কম থাকবে। এটা নির্ভর করবে আপনার ব্যালেন্স এর উপর। আপনার ব্যালেন্স যদি কম থাকে তাহলে বেশি ভলিউমে ট্রেড করলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবণা থাকে।
তাই একজন ট্রেডারের ব্যালেন্স যদি একশত ডলার হয়ে থাকে তাহলে উচিত ০.০১ বা ০.০২ ভলিউমে ট্রেড করা উচিত। এটা অনেকটা ফরেক্স ফোরাম থেকে নির্দেশনা থাকে।

Devdas
2020-07-28, 05:18 PM
ফরেক্স এ যার যার মত করে পছন্দ মত করে ভলিউমে ট্রেড করে থাকে। আমি ফরেক্স এ অনেক কম লটে ও ভলিউম এ ট্রেড করে থাকি। কারন আমি বেশী ঝুকি নেই না। এছাড়া আমি আমার ব্যালেন্স ও আমার মানি ম্যানেজমেন্ট ফলো করে আমি ভলিউম এ ট্রেড করে থাকি। এতে আমি ফরেক্স এ অনেকটা টিকে থাকতে পারি। ধন্যবাদ।

IFXmehedi
2020-08-25, 06:02 PM
আমি জানতে চাই কত ভলিউম দিয়ে আমাদের ট্রেড ওপেন করা উচিৎ । যদি ব্যালেন্স কম থাকে সেক্ষেত্রে কি ভাবে ট্রেডিং করলে কম রিক্স নিয়ে লাভ করা যাবে। আপনারা আপনাদের মতামত জানান।:rules:

আপনার মূলধনের যদি ১০০ ভাগের এক ভাগ লট সাইজ নিয়ে ট্রেডিং করেন তাহলে আমি মনে করি সেটাই সবচেয়ে বেশি নিরাপদ । কারণ আমরা সবাই জানি লট সাইজ আমাদের ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ । বড়লট নিয়ে ট্রেডিং করলে তাড়াতাড়ি প্রফিট করা যায় কিন্তু এটা অনেক বড় রিস্ক । কারণ মার্কেট যদি আপনার বিপরীতে যেতে থাকে তাহলে অনেক সময় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে । আমার পরামর্শ সব সময় ছোট ছোট লট নিয়ে ট্রেডিং করবেন তাহলে লাভ অল্প হলেও একজন ঠিক থাকবে ।

Sid
2020-08-25, 06:09 PM
আসলে যত কম লট নিয়ে ট্রেড করবেন রিস্ক তত কম হবে। আপনি যদি ০.০১ ভলিউমে ট্রেড করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম। কিন্তু এতে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী রিস্ক ঠিক করতে হবে। ১০০ ডলার একাউন্ট এর জন্য আপনি ০.০৫ ভলিউম ব্যবহার করতে পারেন।

FRK75
2020-10-27, 09:39 AM
আপনার একাউন্ট ব্যালেন্সের উপর নির্ভর করে। আপনি যদি এক সেন্ট ভলিউমে ট্রেড ওপেন করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম হবে। আপনার একাউন্ট যদি ১০০ ডলারের হয় তবে আমার মনে হয় আপনি ২-৫ সেন্ট ভলিউমে ট্রেড ওপেন করতে পারবেন।

sss21
2020-11-24, 08:08 PM
ফরেক্সে ব্যবসা করতে হলে সব সময় রিক্স নিয়ে ট্রেড করব না । সব সময় রিক্স ছাড়া ট্রেড করব তাহলেই আর কোন সমস্যায় পড়তে হবে না । আমরা যদি দক্ষতা অর্জন না করি তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করব ।

Tariq
2020-11-24, 11:19 PM
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করবেন এটা নিরভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর একাউন্ট ব্যালেন্স যদি বেশি হয়ে থাকে মানে যদি আপনার একাউন্ট ব্যালেন্স 100 ডলার হয় তাহলে যদি ৩ সেন্ট করে ধরেন তাহলে তাতে একদম কম রিস্ক হবে আপনার মার্কেট সম্বন্ধে যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে বেশি লটে আপনি ট্রেড করতে পারেন।

Smd
2020-11-24, 11:50 PM
একাউন্ট ব্যালেন্স বেশি না হলে বেশি লটে ট্রেড করা ক্ষনই উচিত নয় । আপনি আস্তে আস্তে আপনার একাউন্টে টাকা জমাতে থাকুন আর ব্যালেন্স বাড়াতে থাকেন আর তারপর মানি ম্যানেজমেন্ট মেনে আর একটু বেশি লটে ট্রেড করতে পারেন ।আপনি নতুন ট্রেডার হলে ০.০১ সেন্টের বেশি না দেওয়াটাই ভালো। আর কিচুদিন ট্রেড করার পর তখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ও আপনার ব্রোকারের লিভারেজের উপর ভিত্তি করে একটি মানি ম্যানেজমেন্ট করবেন, বর্তমান অবস্থান থেকে কতটুকু মুভনেন্ত করলে আপনার অ্যাকাউন্ট নিল হয়ে যাবেনা।

zakia
2020-11-25, 09:25 AM
এটা সম্পূর্ন আপনার একাউন্ট এর উপর নির্ভর করে। কারন ব্যলেন্স বেশি থাকলে বড় লট ব্যবহার করা যায়। আর ব্যলেন্স কম থাকলে কম লট ব্যবহার করতে হয়। আপনার ব্যলেন্স অনুযায়ী ২-৫% রিস্ক নিয়ে ট্রেড করলে একাউন্ট এ ঝুকি কম থাকে। তাই এখানে লাভ এবং লস উভয় মুহুর্তের ব্যাপার । ফরেক্সে ট্রেড করতে হবে পরিমিত ঝুঁকি নিয়ে এবং মানিম্যানেজমেন্ট অনুযায়ী । এছাড়াও নিজের চেষ্টা এবং পরিশ্রম এর সমন্বয়ে ফরেক্সে ভালো একটা অবস্থান সৃষ্টি করা সম্ভব ।

EmonFX
2020-11-25, 09:45 AM
আপনি কতো ভলিউমে ট্রেড ওপেন করবেন সেটা নির্ভর করে আপনার ক্যাপিটাল এর উপর। আপনার ক্যাপিটাল যত বড় হবে আপনার ভলিউম তার একটি আনুপাতিক হারে নিতে হবে। ধরুন, আপনার ক্যাপিটাল 100 ডলার। সে ক্ষেত্রে আপনি কারেন্সি বেজ পেয়ারে সর্বোচ্চ 0.10 ভলিয়্যুমে ট্রেড নিতে পারেন এবং কোন মেটাল- যেমন গোল্ড, সিলভার অথবা ওয়ালে ট্রেড নিলে 0.01 ভলিয়্যুমে ট্রেড নিয়ম অনেকটা রিস্কি। এসব হিসাব করে অর্থাৎ মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ভলিউম নিলে আপনার লস করার সম্ভাবনা কম থাকবে। তাতে করে আপনার প্রফিট কম হলেও লসের পরিমানও কম হবে এবং আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে।

ForexStar
2020-11-25, 10:19 AM
আপনি কতো ভলিউমে ট্রেড ওপেন করবেন এটা এক্সাট করে বলা যায় না। এটা নির্ভর করে আপনার মুলধনের উপরে। আপনার মূলধন যতো বড় হবে আপনার ভলিউম ততো বড় হবে। ধরুন, আপনার মূলধন 200 ডলার। তাহলে আপনি কোন কারেন্সি পেয়ারে ট্রেড করলে 0.20 ভলিউমে ট্রেড করতে পারেন। আবার যদি কোন মেটাল, যেমন- গোল্ড, সিলভার অথবা ওয়েলে ট্রেড করেন তাহলে 0.01 ভলিউমে ট্রেড ওপেন করতে পারেন। তাতে করে রিক্স কম থাকে। এক কথায় আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতে হবে, যাতে করে লস করে মার্কেট থেকে বের হয়ে যেতে না হয়। মার্কেট এনালাইসিস করে ভালো মনে হলে ট্রেড নেয়া উচিত, নতুবা ট্রেড থেকে দূরে থাকুন। মনে রাখবেন ট্রেড নিয়ে লস করার থেকে ট্রেড না নিয়ে প্রফিটবিহীন থাকা অনেক ভালো।

Md.shohag
2020-12-01, 02:09 AM
আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

FRK75
2021-06-23, 04:56 PM
যত কম লট নিয়ে ট্রেড করা হবে রিস্ক তত কম হবে। এখানে আপনি যদি ০.০১ ভলিউমে ট্রেড করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম। কিন্তু এত কম লটে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। তবে আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী আপনাকেই ট্রেডড ঠিক করতে হবে। এখানে আপনার মূলধন যদি ১০০ $ এর বেশি হয় তাহলে আপনি ০.০৫/ ০.০৭ ভলিউম ব্যবহার করতে পারেন। এতে করে দেখা যাবে যে রিক্স একটু কম থাকবে।

Smd
2021-09-24, 07:30 PM
আপনার অ্যাকাউন্ট ঝুকিমুক্ত থাকবে এটি নির্বর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর এবং আপনার ফরেক্স ট্রেডিং দক্ষতার উপর। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় তা হলে সেক্ষেত্রে আমি মনে করি আপনি সব্বোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করে। আর যদি আপনি চান যে বড় ভলিয়ম এ ট্রেড দিয়ে অনেক প্রফিট করে পেলবেন তাও পারেন কিন্ত আপনার জন্য রিস্ক হয়ে যাবে আর আপনার ক্যাপিটাল সব লস হয়ে যাবে ,কথাই আছে না কম কাও বেশি দিন কাও আর বেশি কাও তো শেষ হয়ে যাবে।

FRK75
2021-12-13, 01:09 PM
কত ভলিউমে ট্রেড করবেন এবং রিক্স কম হবে তা আপনার ব্যলেন্স এবং দক্ষতার উপর নির্ভর করে । আপনি যদি কম দক্ষ হন এবং বেশী রিক্স মনে করেন তা হলে .০১ ভলিউমে ট্রেড করতে পারেন ।কারন কম ভলিউমে ট্রেড করলে মার্কেট যদি বিপরীতেও যাই তা হলে আপনার যে লস হবে তা আপনি সহজেই পুষিয়ে নিতে পারবেন । তা ছাড়াও মার্কেট এনালাইসিস করে আপনাকে ট্রেড করতে হবে ।

FRK75
2022-02-11, 11:44 AM
ট্রেড ওপেন করা যায় ততোই ভালো। এতে লস কম হবে। আর যদি লাভ হয় তাহলে তো অনেক ভালো। ফরেক্সে কম ভলিউম দিয়ে ও অনেক ভালো লাভ করা সম্ভব। আর যদি লসও হয় তাহলে কম লস হবে। ফরেক্স একটি ভালো মাধ্যমে টাকা আয় করার জন্য । যেকেউ ইচ্ছা করলে কম ডলার ইনভেস্ট করেও ভালো ট্রেড করার মাধ্যমে অল্প অল্প করে ট্রেড করে লাভ করতে পারে । ফরেক্সে কাজ করার মাধ্যমে অনেক কিছু জানা ও শেখা যায়। তাই ফরেক্স অনেক ক্ষেত্রেই ভালো ।

Smd
2022-02-11, 12:50 PM
আপনি নিজের একাউন্টকে নিরাপদ রাখবেন তা নির্ভর করবে আপনার কি পরিমান ব্যালেন্স আছে বা আপনার ট্রেডে কত ডলার ইনভেন্স আছে আমার মতে আপনি আপনার একাউন্ট অর্থাৎ আপনার একাউন্ট যদি ১০০ ডলার হয়। যদি কেউ ১০০ ডলার এর নিচের আমাউন্ট দিয়ে সুরু করেন তা হলে ০.০১ দিয়ে ট্রেড করলে ঝুঁকি অনেক কম থাকে কিন্ত লাভের পরিমান কম।

FRK75
2022-03-23, 07:43 PM
যতটা কম ভলিউম দিয়ে ট্রেড ওপেন করা যায় ততোই ভালো। এতে লস কম হবে। আর যদি লাভ হয় তাহলে তো অনেক ভালো। ফরেক্সে কম ভলিউম দিয়ে ও অনেক ভালো লাভ করা সম্ভব। আর যদি লসও হয় তাহলে কম লস হবে। ফরেক্স একটি ভালো মাধ্যমে টাকা আয় করার জন্য । যেকেউ ইচ্ছা করলে কম ডলার ইনভেস্ট করেও ভালো ট্রেড করার মাধ্যমে অল্প অল্প করে ট্রেড করে লাভ করতে পারে । ফরেক্সে কাজ করার মাধ্যমে অনেক কিছু জানা ও শেখা যায়। তাই ফরেক্স অনেক ক্ষেত্রেই ভালো ।ফরেক্স ট্রেডিং এ ভলিয়ম বা লট যত বড় হবে মার্জিন তত কমে যাবে । আর মার্জিন কমে গেলে রিস্ক বেড়ে যায় । আর অনেক বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে তখন এটা জুয়ায় পরিবর্তন হয় । তাই কম রিস্ক এ ছোট ছোট লট এ ট্রেড করা ভালো। প্রতি 100$ এর একাউন্ট এ সর্বোচ্চ 0.10 লট এ ট্রেড করা ভালো ।

Mas26
2022-10-01, 08:51 PM
আসলে যত কম লট নিয়ে ট্রেড করবেন রিস্ক তত কম হবে। আপনি যদি ০.০১ ভলিউমে ট্রেড করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম। কিন্তু এতে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী রিস্ক ঠিক করতে হবে। ১০০ ডলার একাউন্ট এর জন্য আপনি ০.০৫ ভলিউম ব্যবহার করতে পারেন।আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।

sss21
2023-01-26, 08:59 PM
কত ভলিউম বা লট দিয়ে ট্রেড ওপেন করলে ঝুকি কম হবে আসলে এটি নির্ভর করবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি হয় ১০ ডলার তা হলে সেক্ষেত্রে আপনি যদি মোট ০.১০ লট দিয়ে ট্রেড ওপেন করেন তা হলেতো আপনার অ্যাকাউন্ট ঝুকিগ্রস্ত হবেই। ১০০ ডলার ডিপোজিট করে আপনি মোট সবোর্চ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করলে আপনি অনেক বেশি আপনার অ্যাকাউন্টকে ঝুকিমুক্ত রাখতে পারবেন

FRK75
2023-09-27, 06:12 PM
কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ইনভেস্ট এর উপর।। আপনি কত ভলিয়মে ট্রেড করলে।। আপনার একাউন্ট এর সঠিক মানি ম্যানেজমেন্ট করে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন।। আপনার একাউন্ট টিকিয়ে রাখার জন্য মানি ম্যানেজমেন্ট করা অত্যান্ত গুরুত্ব পরন বিষয়।।।প্রাথমিকভ বে 0.0১ লটে করা ভালো। এরপর অধ্যায়ন অধ্যবসায় আর পর্যাপ্ত প্রাক্টিস আপনাকে বলে দেবে কখন কিভাবে কাজ করবেন। যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে আর আত্মবিশ্বাস তৈরি হয় তাহলে মনের মত করে কাজ করা যায়।