PDA

View Full Version : শেষ প্রান্তিকে ৩৬৯% রাজস্ব বেড়েছে জুমের



kohit
2021-03-03, 05:17 PM
কভিড মহামারীতে অফিস ও ব্যক্তিগত বা পারিবারিক যোগাযোগে ভিডিও কনফারেন্সের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অত্যন্ত সফল একটি বছর পার করেছে জুম। গত সোমবার কোম্পানিটি তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬৯ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে তারা।

এমনকি সারা বিশ্বে কভিড টিকা প্রয়োগ শুরু হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জনজীবন দ্রুতই স্বাভাবিকতায় ফেরার সম্ভাবনা দেখা দেয়ার পরও চলতি বছর কোম্পানির আয় ৪০ শতাংশ বাড়বে বলে আশা করছে জুম।

জুমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিক ইউয়ান এক বিবৃতিতে বলেন, চতুর্থ প্রান্তিকের হিসাব ধরে বলা যায় আমরা চমত্কার একটি বছর পার করলাম।

গত ৩১ জানুয়ারি সমাপ্ত প্রান্তিকে জুমের রাজস্ব এসেছে ৮৮২ দশমিক ৫ মিলিয়ন ডলার। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩৬৯ শতাংশ বেশি। অবশ্য গত বছরের ওই সময় বিশ্বে কোনো মহামারী ছিল না বা ভিডিও কনফারেন্সিং অতটা প্রয়োজনীয় বা জনপ্রিয় হয়ে ওঠেনি।

বণিক বার্তা