PDA

View Full Version : মনে সব থ্রেটে পোস্ট করে ফেলেছি, পোস্ট করার জন্য থ্রেড খুঁজে পাই না



Starship
2021-03-03, 09:12 PM
যখনই পোষ্ট করার জন্য ফরেক্স ফোরামে প্রবেশ করি কিন্তু বেশিরভাগ থ্রেড পোস্ট করার কারণে নতুন থ্রেড খুঁজে পাওয়া যায় না। যার ফলে পেইজ ১০০ তেও অনেক সময় যেতে হয়। আপনার ক্ষেত্রে এমনটা হয় কি?

KAZIMAJHARULISLAM
2021-03-04, 07:03 AM
আসলে ভাইয়া আমি ফরেক্সে একজন পার্টটাইম ট্রেডার। তারপরও সময় পেলেই ফোরামে পোস্ট করি, ফরেক্স সম্পর্কিত জ্ঞান অর্জন করি। কেননা আমি ফরেক্সের মজা পেয়েছি। তাই একটা দিনও ফোরাম ফলো না করে থাকতে পারি না। তারপর ও পোস্টে লেখালেখি করতে গিয়ে দেখি, অধিকাংশ পোস্টেই আমি লেখালেখি করেছি।তখন নিজে মাঝে মাঝে কিছু নতুন থ্রেড পোস্ট করি,আবার একদম নতুন থ্রেডগুলো সার্চ করি। কেননা ফরেক্স ট্রেডিং আর ফোরামে লেখালেখি এখন আমার নেশা হয়ে গেছে।

md mehedi hasan
2021-03-04, 12:13 PM
ফরেক্স ফোরাম এ এক হাজার বা তার বেশি পোস্ট করেফেললে আপনি পোস্ট করার জন্য অনেক সার্চ করতে হয়।যে পোস্ট টি আপনি দেখবেন মনে হয় আপনি এখানে ও পোস্ট করেছেন।আমি প্রচুর সার্চ করে দেখি যে কোন পোস্ট গুলোতে দুই বা তিন জন পোস্ট করেছে।এই ধরনের পোস্ট এ আমি পোস্ট করি।

Mas26
2021-03-04, 12:50 PM
হ্যাঁ আমার কাছেও এমনটাই মনে হয় যে নতুন নতুন থ্রেড কম আসছে সম্ভবত এ কারণেই এটার কারন আমি যেটা চিন্তা ভাবনা করে দেখলাম আসলে ফর্মে সদস্য সংখ্যা সম্ভবত কম এ কারণে নতুন নতুন থ্রেড কম র্এই কারনেই আমাদের কাছে মনে হয় থ্রেড করতে গেলে আসলে সব কিছুই যেন আগেই পোস্ট করে ফেলেছি এরকমটা আমার মনে হচ্ছে ধন্যবাদ।

samun
2021-05-22, 09:13 AM
বর্তমানে ফোরামে বিভিন্ন বিষয়ে আলোচনা একটু কমই হচ্ছে পুরাতন ট্রেডার ভাইয়েরা তারা তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান একটু কম শেয়ারই করছে এবং নতুন যারা তারা সর্বদাই কপি-পেস্টের উপরে নির্ভরশীল বিধায় তাদের কোন সমস্যা ফোরামে তুলে ধরছে না যে কারণে সিটের সংখ্যা অনেক কমে গেছে এতে করে ফরেক্স ফোরাম নতুন কিছু শিখতে পারবে না তেমনি সিনিয়র যারা আছেন তারাও ভালো কোন সমাধান দিতে পারবেনা এতে করে একটি সময় আমাদের নতুন ট্রেডারদের জন্য ফোরাম একটি হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে তাই অবশ্যই আমাদের সকল ট্রেডারদের উচিত ফোরামে তাদের সমস্যাগুলো উত্থাপন করা এবং অভিজ্ঞরা বিভিন্ন জ্ঞানমূলক এবং অভিজ্ঞতা মুলক পোস্ট করা

EmonFX
2021-05-22, 10:50 AM
ফরেক্স ফোরাম অথরিটি আগের মত সুযোগ সুবিধা না দেয়ার কারণে অনেক অভিজ্ঞ ট্রেডার ফোরাম থেকে ইনএকটিভ হয়ে গেছেন। অভিজ্ঞ ট্রেডাররা একটিভ না থাকার কারণে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা এবং থ্রেড ওপেন করার সংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। ফলে নতুন ট্রেডাররা অনেক বিষয় শিখতে পারছেন না। নতুন টিচাররা এখান থেকে ভালো কিছু না পাওয়ার কারণে দিন দিন তারাও ইন্যাক্টিভ হয়ে যাচ্ছেন। এসব কারণেই পোস্ট করার জন্য নতুন ট্রেড খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে।