PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং কী শুধুই আপনার পেশা,নাকি নেশাও???



KAZIMAJHARULISLAM
2021-03-04, 10:51 AM
ফরেক্স ট্রেডিং শুধু আমার পেশাই নয়, বরং নেশাও। কেননা আমি এখন একটা দিনও ফোরাম ফলো না করে, ফোরামে লেখালেখি না করে, থাকতে পারি না। সেই সাথে মার্কেট খোলা থাকাকালীন,মেটা-ট্রেডার সফটওয়্যারটি পর্যবেক্ষণ ছাড়া থাকতে পারি না। কেননা আমি ফরেক্সের মজা পেয়েছি। তাইতো আমি ফরেক্স এর প্রতি আসক্ত। আসক্তি থেকে যদি উপার্জন করা যায়, তাহলে দোষ কোথায়। আপনার ও কি ফরেক্স ট্রেডিং শুধু পেশা,নাকি নেশাও??

Mas26
2021-03-04, 12:55 PM
ফরেক্স কে আমি আমার পেশা হিসেবে নিতে চাই এবং নিয়েছিও কিন্তু মাঝে মাঝে আমার কাছে মনে হয় এটা আমার কাছে নেশার মতই হয়ে গেছে। কারণ অনেক সময় একাউন্ট জিরো থাকার ফলে ট্রেড করতে পারিনা তখন ভালো লাগে না। ট্রেড না করতে পারলে তখন শুধু মার্কেট ঘোরাঘুরি করা ছাড়া আর কোনো কাজই পাই না এখানে অনেক খারাপ লাগে তখন ট্রেড করতে পারতাছি না এইজন্য খারাপ লাগে। আমার কাছে এক ধরনের নেশার মতই মনে হচ্ছে এখন।

Starship
2021-03-04, 03:47 PM
আমার শুরুটা ফরেক্স পার্ট টাইম পেশা হিসেবে কিন্তু খুব শীঘ্রই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ফুলটাইম পেশা হিসেবে বেছে নেব। পেশা যদি নেশায় পরিণত না হয় তাহলে উক্ত পেশায় অগ্রসর হওয়া সম্ভব নয়। তেমনি দৈনিক যদি আমি ফরেক্সে না আসি তাহলে আমার দিন অসম্পূর্ণ মনে হয়। আমি অসম্পূর্ণ কি সম্পন্ন করার জন্য আমি দৈনিক ফরেক্স ফোরামে সময় দেই। আমি ফরেক্স ফুল টাইম পেশা হিসেবে বেছে নিয় এক সময়। যেহেতু এটি ঝুঁকিপূর্ন পেশা সেহেতু অভিজ্ঞতা ছাড়া পেশা হিসেবে বেছে নেওয়া কঠিন। তাই ফরেক্স পেশা হিসেবে নিন, নেশা হিসেবে নয়।

EmonFX
2021-03-06, 04:00 PM
ফরেক্স পেশা নাকি নেশা এর ব্যাখ্যা হয়ত একেক জন একেক রকম দিয়ে থাকবে। তবে আমি মনে করি ফরেক্স একই সাথে নেশা এবং পেশা দুটোই। জীবিকা নির্বাহের জন্য মানুষ যা করে এবং অর্থ উপার্জনের জন্য মানুষ যা করে তাই পেশা। সুতরাং, ফরেক্ম নিঃশ্বন্দেহে একটি পেশা। আবার এটা নেশাও বটে। কেননা ফরেক্সে আজ যারা সফল তারা এর পিছনে অনেক কাটখট্টা পুড়িয়েছেন বিধায় আজ তারা সফল। কেউ এর পিছনে ৪/৫ বছর অনেক পরিশ্রম করেছেন, ছেড়ে দিছেন আবার শুরু করেছেন, অনেক রাত নির্ঘুম কাটিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, না খেয়ে কাজ করেছেন, মাথার চুলও অনেক খুইয়েছেন। কোন কিছুর প্রতি নেশা না থাকলে এমনটা করা সম্ভব না। এসবের যাই করেছেন শুধু নেশার টানে, সফলতা অর্জনের জন্য। যারা আজ ফরেক্সে সফল তাদের ধ্যানে ও জ্ঞানে ছিলো শুধুই ফরেক্স, তাছাড়া কেউ ফরেক্সে সফলতা অর্জন করতে পারেনি।