PDA

View Full Version : টেকনিক্যাল অ্যানালাইসিস- ঢাকা স্টক এক্সচেঞ্জে-২০২১



DhakaFX
2021-03-04, 04:15 PM
#MHSML, মেজর রেজিস্টেন্স লেভেলের খুব কাছাকাছি চলে এসেছে। এই লেভেলটা আগে চারবার ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু এই চতুর্থ বারের ব্যাপারটা একটু স্পেশাল কারণ এই প্রথম বার প্রাইস 20,50, এবং 200, মুভিং এভারেজের উপরে আছে। শেয়ারের মানি প্রবাহ খুব ভালো অবস্থানে আছে। এখন পর্যন্ত কারেকশন লেভেল হচ্ছে 38,2%। প্রাইসের কারেকশন শেষে যদি 16,5 to 18, এর রেজিস্টেন্স লেভেলটা ভাঙতে পারে তাহলে আপট্রেন্ডের শুরু হবে।
13825
#LHBL, 49 to 51,এর প্রাথমিক রেজিস্টেন্স লেভেল ভেঙে সেই একই লেভেলে সাপোর্ট পাওয়ার চেষ্টা করতেছে। এই প্রাইস লেভেলটা যদি ধরে রাখতে পারে তাহলে আপট্রেন্ডের শুরু হবে। তবে এই শেয়ারের পসিটিভ কিছু কিছু জিনিস হচ্ছে প্রাইস লেভেল 20, 50, এবং 200, দিনের মুভিং এভারেজের উপরে আছে, তার মানে হলো শর্ট টার্ম এবং লংটার্মে প্রাইস আপট্রেন্ডে আছে। এই শেয়ারের বাজারের মানি সাপ্লাইও ভালো অবস্থানে আছে । এখন শুধু মাত্র যদি সাপোর্ট লেভেলটা যদি ধরে রাখতে পারে তাহলে বিনিয়োগের জন্য ভালো একটি শেয়ার।
13826

FXBD
2021-04-27, 12:07 PM
14222
dhakains - আজ যদি সে তার প্রাইচ ধরে রাখতে না পারে , তাহলে ধারনা করছি সে তার গ্যাপ ফিলাপ করার জন্য নিচের দিকে নামা স্টার্ট করবে। কেননা ডেইলী চার্টে একটি বিয়ারিশ সাইন দেখা যাচ্ছে।

SumonIslam
2021-07-07, 01:03 PM
২০১৩ সালে এই শেয়ার (cvoprl) যে লেভেল থেকে গেইম হয়েছিল এবার ও ওই লেভেল থেকেই ডাবল বট্ম করেছে , প্রায় ১০ বছর পর এবার কিছু হওয়ার মত সুযোগ ৯০ টাকা থেকে ৯০০ টাকা হয়েছিল.
14837

SUROZ Islam
2021-07-08, 01:33 PM
বুধবার দিনের শুরু থেকে ডিএসইতে অধের্কটা সময় সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তিন ঘণ্টা লেনদেনের বাকিটা সময় বেশিরভাগ শেয়ার দর হারায়। এতে সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল অতিরিক্ত সেল প্রেসার লক্ষ্য করা গেছে। যে কারণে আজ ৫৫.১১ শতাংশ শেয়ারের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজও সেল প্রেসারে সূচকরে পতন হচ্ছে এবং কমেছে লেনদেন। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৯ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ৬ হাজার ১৭৭ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারের সময় এক ঘণ্টা বাড়ছে। এদিন থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা লেনদেন হবে। কঠোর লকডাউনে বুধবার পর্যন্ত লেনদেন হয়েছে ১টা পর্যন্ত। গত বৃহস্পতিবার লকডাউনের বিধিনিষেধ কার্যকর হওয়ার পর সোমবার প্রথম লেনদেনে সূচক বাড়লেও পরদিন কমে যায়। বুধবার এই বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ১১ দশমিক ৮৬ শতাংশ বা ২১২ কোটি ১৮ লাখ টাকা কমেছে। ঢাকায় এদিন ১ হাজার ৫৭৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা।
http://forex-bangla.com/customavatars/479807142.jpg

FXBD
2021-11-15, 02:44 PM
ফাস্ট টার্গেট ৯০ টাকায় তো দেখেছি , এবার ৭৫ টাকা দেখার ইচ্ছা আছে ... ওরিয়ন ফার্মা --- orionpharm
হলুদ সাপোর্ট ভেঙ্গে তার দুর্বলতা প্রকাশ পেয়েছে , তার পর তার ট্রেন্ড লাইন ভেঙ্গে তার আপ ট্রেন্ড এর ইতি টেনেছে । -- সাপোর্ট লাইন একে একে ধুশর লাইন , গ্রিন লাইন এখন বুলু লাইন ভেঙ্গে নিচে নামার চেস্টা করে চলছে , যদি সে এবার লোয়ার লো করে নিচের দিকে নামতে শুরু করে তাহলে --- লাইট গ্রিন লাইন অর্থাৎ ৭২ টাকার সাপোর্ট এর দিকে আস্তে পারে । চিত্রে বিস্তারিত
15949

Montu Zaman
2021-11-21, 12:53 PM
এসিআই ৬০০ টাকা হওয়া শুধু সময়ের ব্যাপার , তার পারফমেন্স একটু একটু করে চোখে পরছে , এখন অনেকের কাছেই ব্যপারটা মেনে নেওয়ার মত না , তবে একদিন ঠিক ই মেনে নিবেন।
16011

Rassel Vuiya
2021-12-13, 10:25 AM
আমার দৃষ্টিতে বর্তমান বাজারের রেজিস্টেন্স ৭১৩৮ , ইনডেক্স এর আপ ট্রেন্ড এ যাওয়ার জন্য এই লেভেল পার করা তার জন্য পূর্ব সরথ । যতক্ষণ এই লেভেল এর উপরে বাজার দারাতে পারবে না , তার লেনদেন বর্তমান লেনদেন থেকে ক্রমানুসারে বাড়তে না থাকলে তত দিন বাজার তার সাভাবিক স্পন্ধন ফিরে পাবে না বা তার পালস ঠিক ভাবে ভাইব্রেশন হবে না।
16189

Montu Zaman
2021-12-14, 10:48 AM
মার্কেট এ সামনে তাল মিলিয়ে চলার জন্য নিজেকে রেডি রাখতে সেক্টর ইনডেক্স যেমন অতি জরুরী তাই লো পেইড আপ নিয়ে একটু বেশি ই নজর দারি করার চিন্তা নিয়ে কাজ শুরু করেছিলাম কিছু দিন আগে থেকেই । যদি সামনে লো পেইড আপ আসলেই একটু বেকে বসে তাহলে তাদের ট্রাকিং কারার জন্য একটা সেক্টর চার্ট হলে মন্দ হয় না, তাই রেডি করে নিলাম । আশা করি বিপদে কাজে আসবে ।
16203

Rassel Vuiya
2021-12-19, 03:15 PM
মার্কেট নিচের দিকে নামলে লো পেইড আপ এর চাহিদা বাড়ার চান্স ৮৮% , ইনডেক্স যদি এভাবেই নিচের দিকে নামতে থাকে তাহলে লো পেইড শেয়ার কিনতে থাকেন , এটা লো পেইড কেনার জন্য একটা অপারচুনিটি। মার্কেট কারেকশন হলে পরবর্তীতে আপনাদের জন্য ই ভাল কিছু বয়ে আনতে সহায়ক হবে। মার্কেট কে নিচে নামতে দিন, তার ইচ্ছায় ই ভাল হওয়া শুরু করবে। ইনডেক্স ৬৫০০ এই দিকে আস্তে দিন ... আমি আশা করছি এই লেভেল এ আসলে পুনরায় ঘুরে বারাতে পারবে তার আপ্ন শক্তিতেই।
16231

DhakaFX
2021-12-20, 12:51 PM
বর্তমান বাজারেঅক্টোবর থেকে ডিসেম্বর ১৯ তারিখ পরজুন্ত মাত্র ৫১ টা স্টক পজেটিভ মুভমেন্ট ধরে রাখতে পেরেছে ,তার মদ্ধে আইপিও তে আশা শেয়ার গেইন দিয়েছেskicl গেইন দিয়েছে ৬৭৮.১৮ %acmepl গেইন দিয়েছে ১৭৬.৩৬ %০-৫% এর নিচে গেইন দিয়েছে ১৯ টা স্টক৫-১০% এর নিচে গেইন দিয়েছে ১০ টা স্টক১০-২০% এর নিচে গেইন দিয়েছে ৯ টা স্টক২০-৪৫% এর নিচে গেইন দিয়েছে ১০ টা স্টকগেইনার লিস্ট এ বিস্তারিত দেখে নিতে পারেন
16237

BDFOREX TRADER
2021-12-29, 11:26 AM
16337
bbs ডাবল হওয়ার মত অবস্থানে এসে বসে আছে। তার কমতে কমতে দেয়ালে পিঠ থেকে গিয়েছে ...প্যাটার্ন অনেক ভাল তার একটা স্ট্রং ব্রেক আউট দরকার হবে ২৩-২৪ টাকায় -- তার বর্তমান প্রাইচ ১৭ টাক --- আমার ধারনা শেয়ারটা ৩৪-৩৭ টাকা মিনিমাম হওয়ার মত অবস্থায় আছে । এটা বিগ গেইম হলে আরও অনেক বেশি বারবে।

Tofazzal Mia
2022-01-03, 02:26 PM
চ্যানেল ব্রেক অউট সাক্সেস্ফুল্লি ...সামনে আস্তে আস্তে সব ইনডিকেটর পজেটিভ ট্রেন্ড শো করবে, macd যদিও সিগন্যাল লাইনকে ক্রস করে তবে সেটা জির লাইনের নিচে অবস্থান করছে , খুব শিগ্রি এটা জির লাইনের উপরে অবস্থান করবে, rsi ভ্যলু সামনে বুলিশ জোনে ধুঁকতে শুরু করবে ,ড়েজিস্টেন্স ব্রেক করবে, হায়ার হাই করবে... তাহলে সবাই মার্কেট নিয়ে পজেটিভ হবে। মার্কেট তাহলে নতুন উচ্চতায় যাওয়ার জন্য যাত্রা শুরু করবে , জাস্ট একটু অপেক্ষা করেন , স্মার্ট মানি কিনতে শুরু করবে শেয়ার ...বিস্তারিত চিত্রে , ভাল ভাবে লক্ষ করলে আপনি নিজেই সব পরিষ্কার হয়ে জাবেন
16377

SaifulRahman
2022-01-10, 12:29 PM
ডাউন ট্রেন্ড এ ১১ টা ক্যান্ডেল পাওয়া গিয়েছে রেড (Bearish) ১৩ টা ক্যান্ডেল এর মদ্ধে । আপ ট্রেন্ড এ ৪ টা ক্যান্ডেল পাওয়া গিয়েছে সবুজ (Bullish) ৫ টা ক্যান্ডেল এর মদ্ধে ।
16432

SaifulRahman
2022-01-18, 11:22 AM
বর্তমান মার্কেট এর এমন সক্ষমতা আছে । যদি সে মুভমেন্ট কাল থেকেই শুরু করে তাহলে নেক্সট ৩ দিনে ১২০-১৩৫ পয়েন্ট মুভমেন্ট করতে পারে বলে আমি মনে করছি ।
কাল মিনিমান ৪৫ পয়েন্ট পজেটীভ আশা করছি , আর যদি সেটা হয়ে যায় তাহলে নেক্সট যাত্রা শুরু... যারা শেয়ার কমলে কিনবেন বলে এখন ও বসে আছেন তাদের হয়তো এমন সুযোগ মার্কেট মুভার/ স্মার্ট প্লেয়ার / ইনিস্টিটিউট না ও দিতে পারেন । ইনডেক্স ধরে তুলে দিতে পারেন , ক্রিস্ট্রাল ক্লিয়ার ব্রেক অউট ।
এতে আপনার আর মার্কেট নিয়ে সন্দেহ যেন না থাকে , এমন স্লুইশন করে দিতেই পারেন ।
DSEX :
RSI=61.34 Bullish
MFI=70.97 Bullish
৩৯ দিনের হাইস্ট ক্লোজিং প্রাইচ এ অবস্থান করছে
16520

SUROZ Islam
2022-01-19, 01:05 PM
মার্কেট এর সাপোর্ট দেওয়ার জন্য অনেক সময় অনেক শেয়ার অনেক বড় ভুমিকা রাখে । শেয়ার মার্কেট শেয়ার প্রাইচ কিছু সময় কিছু কিছু শেয়ার এর বৃদ্ধি পাবে , এবার পুনরায় তাদের শেয়ার প্রাইচ কারেকশন হবে এটা স্বাভাবিক বিষয় , প্রবলেম সেখানেই হয় , যেখানে কোন শেয়ারের প্রাইচ শার্প ফল করে , যা অনেক সময় ইনডেক্স এর উপর প্রভাব বিস্তার করতে পারে । তখন ওই জাতীয় শেয়ারের শার্প ফল এর কারনে ইনডেক্স যেন প্রভাবিত না হয় তখন মার্কেট মেকার অনেক সময় তাদের শার্প ফ্লের বিপরীতে অন্য কিছু শেয়ার যারা হয়তো নিচে পরে ছিল অথবা তাদের কারেকশনের মধ্যে অন্য শেয়ারের বাড়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে ব্যলেন্স করার ব্যবস্থা করে থাকেন, এতে করে মার্কেট এর সার্বিক কোন পরিবর্তন ইনডেক্স এর মাধমে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না । যাদের কারেকশন হওয়া দরকার তাদের কারেকশন সঠিক ভাবে করিয়ে মার্কেট কে সঠিক অবস্থানে ধরে রাখতে পারেন ,
কারেকশন আর মার্কেট এর এক্সজিট এক না , মার্কেট তো তার লং টার্ম কারেকশন শেষে হায়ার হায় ই করতে সক্ষম হয় নাই , তাহলে মার্কেট এর মাইর কোথায় থেকে আসলো , মার্কেট এ টাকার জোয়ার যে সব শেয়ারে এত দিন কন্টীনিউ আসছিল , সেখানে এখন ওই টাকার জোয়ার আপাতত ওই সব শেয়ার এ আগের মত না থাকার সম্ভাবনা । টাকার জোয়ার এখন হয়তো অন্য কোন দিকে যেতে পারে , আর যদি টাকার এই জোয়ার একাধারে এক সপ্তাহে একই দিকে ধুঁকতে শুরু করে তাহলে হয়তো , যে দিকে এই টাকার ফ্লো প্রবাহিত হবে , সেদিকে সোনার ফসল ফলতে পারে
16539

Rakib Hashan
2022-07-06, 02:21 PM
এই মার্কেটে অনেক শেয়ার এর মদ্ধে , আপনাদের শেয়ার , জনপ্রিয় প্যাটার্ন ফরমেশন এর জন্য রেডি হচ্ছে , সামনে তার কাপের সেপ প্রথমে রেডি করবে যা ১০৬ টাকা , এর পর হ্যান্ডেলের অপেক্ষায় ।।
orioninfu
17858