View Full Version : ফরেক্স থেকে ডলার উইথড্র করলে, বাংলাদেশ সরকারকে কোন ভ্যাট দেয়া লাগে??
KAZIMAJHARULISLAM
2021-03-05, 08:44 AM
ইতিপূর্বে ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে,বেশ কয়েকবার লসের অভিজ্ঞতা সহ, একবার একাউন্ট জিরো করার অভিজ্ঞতা রয়েছে। তাই এখন একাউন্ট রিকভারি করার পাশাপাশি প্রতিদিন কিছুটা পরিমাণ উপার্জন করে যাচ্ছি। আমার একাউন্ট থেকে কখনোই অনেক বড় মাপের এমাউন্ট উইথড্র করি নাই। তাই অভিজ্ঞ ট্রেডারদের সুপরামর্শ চাচ্ছি যে, ফরেক্স থেকে উইথড্রকৃত ডলারের জন্য, বাংলাদেশ সরকার বা, সংশ্লিষ্ট ব্যাংক সমূহকে কোন ভ্যাট বা ইন্টারেস্ট দেওয়া লাগে কিনা!!???
Mas26
2021-03-05, 02:35 PM
ফরেস্ট থেকে ডলার উইথড্রো দিতে আপনার বাংলাদেশ সরকারকে কোন ভ্যাট দিতে হয় না। কিন্তু যখন আপনি ডলার টা ভাঙিয়ে টাকার রূপান্তর করার চেষ্টা করবেন বা রূপান্তর করবেন তখন হয়তোবা কোন না কোন ভাবে আপনার কাছে সরকারকে অবশ্যই ভ্যাট দিতে হয়। কোন না কোনভাবে সরকারকে ভ্যাট দেয়ার দরকার পড়ে এভাবে সরকারকে ভ্যাট দিতে হয়। কিন্তু ডলার উইথড্র দিতে আপনাকে কোন বাংলাদেশ সরকারকে ভ্যাট দিতে হয় না।
Starship
2021-03-05, 08:57 PM
আমরা যখন ফরেক্সে ট্রেড করি সেই ট্রেড থেকে অর্জিত প্রফিট স্ক্রিল একাউন্ট এর মাধ্যমে উইথড্র দিয়ে থাকি। পরবর্তীতে স্ক্রিল একাউন্ট এর মাধ্যমে আমরা ব্যাংকে সেন্ড মানি করে আমাদের বাংলাদেশের যে কোন ব্যাংকে এড করতে পারি। ফরেক্স থেকে অর্জিত প্রফিট এগুলো রেমিটেন্স হিসেবে যুক্ত করা হয়। আর রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আর রেমিটেন্স বা ফরেক্স থেকে অর্জিত আয় এর জন্য কোন ধরনের ভ্যাট দিতে হয় না। বরং ব্যাংক আপনাকে ২% একটি নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট দিবেন।
EmonFX
2021-03-06, 11:30 AM
আপনাকে ট্রেডিং একাউন্ট থেকে ডলার উত্তর দেওয়ার জন্য সরকারকে কোন ধরনের ভ্যাট দিতে হয় না, কেননা ফরেক্স ট্রেডিং এখনও সরকারিভাবে বৈধ নয়। তবে আপনি ট্রেডিং একাউন্ট থেকে ডলার যে পেমেন্ট মেথডে নেবেন সেখান থেকে আপনি ব্যাংক একাউন্টের মাধ্যমে ডলারকে টাকায় কনভার্ট করতে চাইলে আপনাকে অবশ্যই সে ক্ষেত্রে কিছু ব্যাংক চার্জ দিতে হবে। সেক্ষেত্রে ব্যাংক ভেদে বিভিন্ন ধরনের ব্যাংক বিভিন্ন রকম চার্জ কেটে থাকে। কোন কোন ব্যাংক যে কোন পরিমাণ উইথড্রোর জন্য 6 থেকে 13 ডলার পর্যন্ত চার্জ কেটে থাকে। আপনি 20 ডলার উইথড্র দিতে গেলেও এই চার্জ কাটবে আবার 200 বা তারও বেশি উইথড্রো গেলও এই চার্জ কাটবে।
samun
2021-03-06, 12:37 PM
আপনার পোস্টটা অবশ্যই অনেক সুন্দর এ বিষয়ে আমি একটি কথা বলতে চাই সেটি হলো আমরা যখন রুদ্রদী সাধারণত বাহিরের একাউন্টের মাধ্যমে আমরা লেনদেন করে থাকে এটি যখন আমরা নগদে রূপান্তর করি তখন বিক্রি করার পরে আমরা সাধারণত বিকাশ অথবা নগদ অথবা রকেট একাউন্টের মাধ্যমে লেনদেন করে থাকি সে ক্ষেত্রে লেনদেনের পরিমাণ এর কিছু অংশ অথবা ট্যাক্স হিসেবে কেটে নেয়। উইথড্র এর সময় কাটে না কারণ এটি বাংলাদেশে এখনও বৈধতা অর্জন করেনি
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.