Log in

View Full Version : প্রতি পোস্টে কি 50 ডলার পাওয়া সম্ভব?



Mas26
2021-03-05, 03:00 PM
ফরেক্স ফোরামের সাধারণ কথাবার্তা ওইখানে দেওয়া আছে যে পতি পোস্টের জন্য 50 ডলার পাওয়া সম্ভব আসলে এটা কি আদৌ সম্ভব । কেউ কি কখনো পাইছে বা পাওয়া গেলে কিভাবে পাওয়া সম্ভব এটা যদি কারো জানা থাকে তাহলে জানাবেন।আর এটা নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানতে চাই।

KAZIMAJHARULISLAM
2021-03-05, 06:07 PM
ভাইয়া আমি ও এই বিষয়টা লক্ষ্য করেছি। কিন্তু ৫০ ডলার কীভাবে দেয়া হয়,এ বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নই।তবে যতদুর ধারনা হয়,হয়তো প্রতিটি থ্রেডের জন্য ৫০ ডলার করে বাজেট করা হয়। এবং ঐ থ্রেডে পোষ্টকৃত সকল ট্রেডারের মাঝে, তাদের পোষ্টের গুনগত মান অনুযায়ী এই ডলার বিতরণ করা হয়।তবে যদি এই বিষয় সম্পর্কে,কেউ অভিজ্ঞ থাকেন, তাহলে আপনার মতামত প্রকাশ করলে, খুবই উপকৃত হতাম।

Starship
2021-03-05, 08:29 PM
ফরেক্স ফোরামের নিয়ম অনুযায়ী আপনি একটা পোস্ট থেকে সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন। আর এ 50 ডলার বোনাস দিয়ে থাকে পোস্টের কোয়ালিটি এবং মানসম্মত পোষ্টের উপর ভিত্তি করে। আরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট যাচাই করার জন্য অটোমেটিক সিস্টেম প্রক্রিয়ায় নির্ধারণ করা হয়। ইতিপূর্বে কেউ একটা পোষ্টের জন্য সর্বোচ্চ 50 ডলার পেয়েছেন কিনা তা আমি জানিনা। আমার জানামতে প্রতি পোস্টের জন্য নির্ধারণ করে বোনাস দেয় না। তাই বেশি বোনাস পাওয়ার জন্য আমাদের পর্যাপ্ত মানসম্মত পোস্ট করতে হবে।

EmonFX
2021-03-06, 11:39 AM
মানসম্মত বা কোয়ালিটি সম্পন্ন ও তথ্যবহুল পোষ্টের জন্য ফোরাম অথরিটি সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস প্রদান করে থাকেন। তবে এখন পর্যন্ত কেউ কোন পোষ্টের এগেনস্টে 50 ডলার পর্যন্ত বোনাস পেয়েছেন কিনা সেটা আমার জানা নেই। যেহেতু ফোরাম অথরিটি এই তথ্য কখনো প্রদান করে না যে কোন পোষ্টের জন্য কাকে কত ডলার বোনাস প্রদান করল সেহেতু এটি জানা একেবারেই অসম্ভব। কিন্তু আমাদের উচিত নিয়ম মেনে যথাযথ মানসম্মত ও তথ্যবহুল এবং বিশদ বিবরণ সহ পোস্ট করার প্রতি মনোযোগী হওয়া যাতে অন্য কেউ উপকৃত হয়। হয়তো আমাদের পোস্ট এখনো ততটা মানসম্মত নয় বিধায় আমরা হ্যান্ডসাম বোনাস পাচ্ছিনা। তাই আমাদের কোয়ালিটি সম্পন্ন ও নির্ভুল পোস্ট করার প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি।

samun
2021-03-06, 12:35 PM
পুরান পোস্টে যেই ডলার নির্ধারণ করা থাকে আসলে এটি কে কেমন কিভাবে পায় তার সঠিক কেউ জানে না এটি সম্পূর্ণ নির্ভর করে পোস্ট এর গুণগত মানের উপর 11 জন পোস্টকারী একেক রকম হয়ে থাকে এটিকে পোষ্টের মানের উপর নির্ভর করে বিতরণ করা হয় এ সম্পর্কে যদিও আমি খুব বেশি কিছু জানি না তবে যতটুকু জানলাম শেয়ার করলাম এ বিষয়ে যদি দক্ষ ট্রেডারদের আরো ভালো জানা থাকে অবশ্যই তাদের মতামত আমাদেরকে জানিয়ে জ্ঞান আহরণে সাহায্য করবেন বলে আশা বেঁধে রাখি