PDA

View Full Version : কার কাছে শিখব ফরেক্স ট্রেডিং।



EmonFX
2021-03-06, 07:16 PM
আসলে আমাদের চিন্তায় এমন ভাবনা অনেক সময় আসে যে, কার কাছে যাবো, কার কাছে শিক্ষা নেব, নাকি ফরেস্ক বাদ দিয়ে দেবো? সবাইতো লুজার, আসলে এখানে সবাই লুজার না, রিট্রেল ট্রেডারাই লুজার বেশি হয়ে থাকে, রিট্রেল ট্রেডার লুজার হয় নানা কারনে। প্রথম কারণ হলো লস হোল্ড করে রাখা, মার্কেট না বুজে একাউন্টের ১২ টা বাজায়, তাছাড়া এসএল/টিপি না নেওয়ার কারনে, একাউন্টের ব্যালেন্স এর উপর নজর না দিয়ে লট নির্ধারন করে, ইত্যাদি কারনে মার খায়। ফরেস্কে উন্নতি করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট টাইটলি মানতে হবে, রিস্ক রেশিও ও এসএল/টিপি মানতে হবে। আপনি যদি ধৈর্য না রাখেন এ মার্কেট থেকে আপনি ১ পয়সাও বাড়ি নিয়ে ফিরতে পারবেন না ১০০% গ্যারান্টি। ১০ দিন কামিয়ে আমাকে বলবেন দেখেন এতদিন কি ভয়টাই না আমাকে দেখালেন আমি পারি। কিন্তু যে দিন আপনি জিরো করবেন আমাকে তা দেখানো তো দূরের কথা বলতেও লজ্জা লাগবে আপনার। কারন এ মার্কেট এর কাজ ম্যানুপুলেটেট, কাজ করতে গেলে আপনার চিন্তাশক্তির প্রযোগ করতে হবে নয় হাতে হেরিকেন।

ফরেস্ক শিক্ষতে আপনি নানা মাধ্যম ব্যাবহার করতে পারেন শিক্ষকের সাহায্য নিতে পারেন, অনলাইনের সাহায্যে নিতে পারেন, বই পুস্তকের সাহায্য নিতে পারেন। আমরা বাঙ্গালি তো বই পুস্তক আর অনলাইনের প্রোপারলি শিক্ষা নিতে পারবেন না কারন আপনার ধৈর্য নাই, তাই ধৈর্য না থাকলে ভালো বুজমান ব্যাক্তির কাছ থেকে শিক্ষা গ্রহন করেন, প্রাকটিস করেন, শুধু প্রাকটিস করেন।

Mas26
2021-03-06, 11:02 PM
ভাই ফরেক্স ট্রেডিং নিবেন যাদের কাছ থেকে তারা হল আপনার সিনিয়র যারা আছে বড় ভাই বেরাদার ফরেক্স করে থাকেন তাদের কাছ থেকে আপনি ফরেক্স শিখতে পারেন। যেমন মনে করেন আমি আছি আমার কাছ থেকেও ফরেক আপনি শিখতে পারেন আমি যতোটুকু জানি আপনাকে ততটুকুই শিখিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ যদি ইচ্ছা হয় তাহলে আমার কাছ থেকে আপনি ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন আমি আপনাকে সাহায্য করবো।

Starship
2021-03-07, 12:03 AM
ফরজ যেহেতু একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং কঠিন ব্যবসা। যখন একজন নতুন ট্রেডার ফরেক্সে অন্তত হয় তখন যদি সঠিক গাইডলাইন এর মাধ্যমে ফরেক্স শিখতে পারে তাহলে খুব অল্প সময়ে ফরেক্স অনেক দূর অগ্রসর হতে পারবেন। আর যদি প্রোপার গাইডলাইন না নির্ধারণ করতে পারেন তাহলে ফরেক্স প্রফেট করা তো দূরের কথা টিকে থাকতে পারবেন না। আমার মধ্যে অভিজ্ঞ এবং দক্ষ ফরেক্স ট্রেডারদের কাছ থেকে ফরেক্স শেখা উচিত। এতে করে তাদের সর্বোচ্চ টা দিয়ে আপনাকে শেখার চেষ্টা করবেন। তাই ফরেক্সে সফল হতে গেলে সঠিক গাইডলাইন নির্বাচন করা গুরুত্বপূর্ণ।

KAZIMAJHARULISLAM
2021-03-07, 06:39 AM
শুনতে অপ্রিয় হলেও সত্য যে, কেবলমাত্র আপনিই পারেন, নিজেকে ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দক্ষ করে তুলতে। কেননা আপনি নিজে ঠেকে,বা বাজে অভিজ্ঞতা থেকে,যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেন,সেই শিক্ষা অন্য কোন মাধ্যম থেকেই পাওয়া সম্ভব নয়। কেননা ফরেক্স সম্পর্কিত পূর্ণাঙ্গ জ্ঞান ও শিক্ষা অর্জন করতে আপনাকেই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ী হয়ে, ধৈর্য ধারণ করে চেষ্টা করতে হবে। কেননা একজন সিনিয়র ট্রেডার কখনোই আপনাকে সবকিছু শিখিয়ে দেবেন না,হয়তো সে পদ্ধতি সম্পর্কে বলে দিতে পারেন,তবে চেষ্টা আপনাকেই করতে হবে।তবে হ্যা, অবশ্যই একটি উপযুক্ত গাইডলাইন এর দরকার রয়েছে।আর উপযুক্ত গাইডলাইন হিসেবে, ফোরাম সহ বিভিন্ন সাইট রয়েছে,যা আপনাকে ফরেক্স সম্পর্কিত জ্ঞান অর্জনে সহায়তা করবে। এছাড়াও আপনি আপনার পরিচিত সিনিয়র ট্রেডারদের কাছে থেকেও সহযোগিতা গ্রহণ করতে পারেন।