PDA

View Full Version : অন্যকে সহযোগীতা করতে কার্পণ্য নয়।



KAZIMAJHARULISLAM
2021-03-07, 07:08 AM
প্রতিটা চাকরির সেক্টরেই আপনি লক্ষ্য করে থাকবেন যে, আপনার উন্নয়নে এক শ্রেনীর মানুষের চোখ টাটায়। অর্থাৎ তারা ঈর্ষাণীত হয়। এবং আপনি সহ, আপনার মতো উপযুক্ত ব্যক্তিদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, বিভিন্ন উপায় খুঁজে,বসের সামনে আপনাকে হেয় প্রতিপন্ন করে বা করতে চায়। কিন্তু একমাত্র ফরেক্সই এমন কোন মাধ্যম,যেখানে সিনিয়ররা আপনাকে টেনে তুলবে, আপনার সফলতা এনে দিতে, আপনাকে সফল ট্রেডার হিসেবে রুপান্তরিত হতে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তাইতো আপনি ও যখন সফল হবেন,অন্যকে সহযোগীতা করতে কার্পণ্য করবেন না। কেননা আমি যদি ফরেক্সে ভালো উপার্জন করি,এতে আপনার উপার্জন বিন্দুমাত্র ও কমবে না। আপনার কী মনে হয়??

Starship
2021-03-07, 09:44 AM
ঠিক বলছেন ভাই। আমরা জাতি হিসেবে একটু হিংসুকও বটে। অপরের প্রশংসা করতে জানি না বরং কিভাবে অপরের ক্ষতি করা যায় সেই ভাবনাটাই বেশি থাকে। তবে এমন মন মানুষিকতা আমাদের পরিবর্তন করতে হবে। যতদ্রুত এই মন মানুষিকতা পরিবর্তন করবো ততই আমাদের জন্য ও দেশের জন্য মঙ্গলকর হবে। কেননা ফরেক্স থেকে আয় রেমিটেন্স হিসেবে গগনা করা হয়। তাই দেশের উন্নয়ন স্বার্থে কার্পনতা না করে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

Mas26
2021-03-07, 11:54 AM
আমরা যারা ফরেক্্র করি তারা অনেকেই এ ধরনের চিন্তা করি। আমাদের মধ্যে অহংকার কাজও করে আমরা আসলে কেউ কাউকে হেল্প করতে চাই না। এটা ঠিক না অবশ্যই হেল্প করার প্রয়োজন। কারণ আপনার ইন্সটাফরেক্সে আপনি যদি ট্রেড করে সফল হোন আপনার ধারা ও যদি অন্য মানুষ সফল হতে পারে তাহলে আপনার তাতে কোনই ক্ষতি হবে না। আপনার লাভ আপনি করলেন
অন্যরা অন্যরা করলো এতে আপনার কোন ক্ষতি হলো না। কারন আপনার লাভের অংশ তারা কেটে িনিতে পারবেনা।
আবার অনেকে আছে অনেকে হেলপফুল তারা অনেক হেল্প করে জুনিয়ার যারা নতুন আছে তাদেরকে অনেক সহযোগিতা করে। এটাই করা উচিত আমারা সবাই সবাইকে সহযোগিতা করলে সফল হতে পারবো ইনশাল্লাহ।

EmonFX
2021-03-07, 02:51 PM
আপনি যথার্থই বলেছেন। forex-forum একটা পরিবারের মতো, এখানে একে অপরের সহযোগিতা করে থাকে। একটি পরিবারের বড় ভাই যেমন ছোট ভাইদের বিভিন্ন ধরনের উপদেশ ও নির্দেশনা দিয়ে থাকেন তেমনি ফরেক্স ফোরামের সিনিয়র অভিজ্ঞ ট্রেডাররা নতুন ট্রেডারদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সাহায্য-সহযোগিতা করে থাকেন, যেটা একজন নতুন ট্রেডারের ট্রেডিং শিখতে অনেক বড় পাওয়া। একজনের সহযোগিতার মাধ্যমে অন্যজন উপকৃত হয়ে থাকেন। আসলে অন্যজনকে উপকার করার মধ্যে যে আত্মতৃপ্তি আছে সেটা অবর্ণনীয়। আমাদের উচিত প্রত্যেকে প্রত্যেকের অভিজ্ঞতা ও এনালাইসিস শেয়ারের মাধ্যমে অন্যকে সাহায্য করা যাতে করে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি, সাথে সাথে আমাদের দেশটাকেও এগিয়ে নিতে পারি।