PDA

View Full Version : তুলনামূলক পোষ্টের সংখ্যা একটু বেশিই কমে যাচ্ছে।



KAZIMAJHARULISLAM
2021-03-09, 06:18 AM
ফেব্রুয়ারি ২০২১ এর শেষের দিক থেকে আমি লক্ষ্য করছি যে, ফোরামে নতুন থ্রেডের পরিমাণ কম হচ্ছে।এই মাসের শুরু থেকে লক্ষ্য করলাম,যে পোষ্ট এর সংখ্যা তুলনামূলক বেশিই কমে যাচ্ছে। কেননা সাধারণত (১৭০-১৮০) জন ট্রেডার, কনটিনিউ ফোরাম ফলো করছে, কিন্তু সেই তুলনায় নতুন থ্রেডের সংখ্যা খুবই কম।হাতে গোনা কয়েকজন ট্রেডার ছাড়া কেউই নতুন কোন থ্রেড পোষ্টই করছে না। আবার ঘুরে ফিরে সেই কয়েকজন ট্রেডারই মন্তব্য করে যাচ্ছে।এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, অভিজ্ঞদের পরামর্শ প্রার্থনা করছি।

Starship
2021-03-09, 05:52 PM
আপনি ঠিক বলেছেন আমিও বিষয়টা খেয়াল করেছি। একটা সময় ফরেক্স ফোরামে পর্যাপ্ত মেম্বার একটিভ থাকতো। সেই সময় ফোরামে কাজ করেও ভালো লাগতো। কিন্তু বিভিন্ন সমস্যার কারনে বিশেষ করে বিগত দুই মাসের বোনাস না পাওয়ার জন্যে ফরেক্স ফোরাম সদস্য দিন দিন হ্রাস পাচ্ছে। এখন হাতে গোনা মাত্র কয়েকজন সদস্য ফরেক্স ফোরামে একটিভ থাকে। কোন সমস্যায় চিরস্থায়ী নয়। এই সমস্যাও এক সময় সমাধান হবে। সেই পর্যন্ত আমাদের ধৈর্যের সাথে ফরেক্স ফোরামে থাকতে হবে।

EmonFX
2021-03-13, 09:25 AM
সাম্প্রতিক সময়ে ফরেক্স ফোরাম এ অ্যাক্টিভ সদস্যদের সংখ্যা ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। খুব অল্প সংখ্যক সদস্য ফোরামে তাদের মূল্যবান মন্তব্য ও এনালাইসিস শেয়ার করে থাকেন। যেটা আগের যেকোনো সময়ের থেকে তুলনামূলক হারে অনেক কম। এর মূল কারণ হিসেবে আমি দেখছি ফরেক্স ফোরাম তার ঐতিহ্য ধরে রাখতে অনেকটা ব্যর্থ হয়েছে। কারন অনেক সদস্য কপি পেস্ট, একই পোস্ট বারবার করা, অপ্রয়োজনীয় পোস্ট এবং অপ্রসাঙ্গিক ও ভিত্তিহীন থ্রেড ওপেন করে ফোরামের সৌন্দর্য নষ্ট করছেন। তাই অনেকেই ফোরাম থেকে শিক্ষণীয় বিষয়গুলো পাচ্ছেন না এবং কমেন্ট করার জন্য ভালো সেট পাচ্ছেন না বিদায় অভিজ্ঞ ট্রেডাররা অনেকটা ইন্যাক্টিভ। এছাড়াও সাম্প্রতিক সময়ে বোনাস প্রদান সংক্রান্ত দীর্ঘসূত্রতার কারণে অনেক সদস্য ফোরামে সক্রিয় থাকছেন না। এ ব্যাপারে আমি মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি উপরোক্ত বিষয়গুলো যথাসম্ভব দ্রুততার সাথে সমাধান করবেন।