Log in

View Full Version : এয়ার ট্যাক্সি চালু করছে এয়ারএশিয়া!



Rakib Hashan
2021-03-09, 01:06 PM
এয়ার ট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা করছে বাজেট ক্যারিয়ার এয়ারএশিয়া গ্রুপ। কভিড-১৯ মহামারীতে ব্যবসায় বৈচিত্র্য আনতে মালয়েশিয়ার এ উড়োজাহাজ সংস্থা দেশটিতে প্রথম ড্রোন সরবরাহ পরিষেবা চালুর উদ্যোগও হাতে নিয়েছে। খবর রয়টার্স।মহামারীজ িত বিধিনিষেধে উড়োজাহাজ ভ্রমণ থমকে যাওয়ায় ব্যবসায় বৈচিত্র্য আনার পরিকল্পনা নিয়েছে এয়ারএশিয়া। এরই অংশ হিসেবে সংস্থাটি আগামী মাসে উবারের মতো উড়োজাহাজ রাইড-শেয়ারিং পরিষেবা (রাইড-হিলিং) চালু করতে যাচ্ছে। অন্যদিকে এয়ার ট্যাক্সি পরিষেবাটি ১৮ মাসের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। এয়ার ট্যাক্সিতে একজন পাইলট ও চারটি আসন থাকবে।
13853