PDA

View Full Version : শেয়ার/শেয়ার মার্কেট কিছু কথা



BDFOREX TRADER
2021-03-09, 01:22 PM
মার্কেট ট্রেন্ডস বদলে যাচ্ছে. বদলে গেছে ও অনেক টা. সময়ের সাথে তাল মিলিয়ে চলুন. সময়ের সাথে সময়ের সাথী হন. মার্কেট ইনডেক্স এখান থেকে ১২০০ পয়েন্ট এর একটা যাত্রার অপেক্ষায়, শুধু মাত্র কিছু সময়ের অপেক্ষা মাত্র। অনেক অনেক নিউস আসবে সামনে. এগুলোকে বেইস করে এগোবে সামনের সময়টায়. সেগুলোর সাথে তাল মেলানোর জন্য মানসিক ভাবে প্রস্তুত হন. কেননা শেয়ার মার্কেট এ ব্যবসা সারা বছর থাকেনা. যখন থাকে তখন সারা বছরের ব্যবসা একবারেই হয়ে যায়। সে ক্ষেত্রে আকাশ সমান কল্পনাতীত আকাঙ্খা না রেখে প্রতি মাসের একটা নির্দিষ্ট প্রফিট টার্গেট লক্ষ্য করে এগিয়ে যান। ১১ টা শেয়ার এবং ৩ টা সেক্টর বেইস করে মার্কেট আপট্রেন্ড এ যাওয়া শুরু করবে. এদের মধ্যে এমন ২ টা শেয়ার আছে সেগুলো সেই শেয়ার টার মতন (নাম উল্লেখ না করি), যেটাকে মানুষ ১৩ টাকার সাথে কম্পেয়ার করে এখনো!
13854
প্রস্তুত হন. সময়ের সাথে. তাল মিলিয়ে। আরেকটা কথা, জীবন পরিবর্তনকারী /হট/বুম/ সুপার এবং গায়েবি নিউসধারী আইটেম এড়িয়ে চলুন. কারো এতো ঠেকা পড়েনাই আপনাকে বিনা স্বার্থে জীবন পরিবর্তনকারী আইটেম দিয়ে আপনার জীবন পরিবর্তন করে দেবে. কেও আপনার বন্ধু না এখানে. জায়গা টা যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ. মনে রাখতে হবে. আর, যারা সেই জীবন পরিবর্তনকারী আইটেম এর পেছনে ই দৌড়াবেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা.
দোয়া করি, জীবন টা যেন নিচের দিকে পরিবর্তিত না হয়ে যায়!
যারা এই জাতীয় কথা বলে পোস্ট দেয়, মেসেঞ্জার এ বিকাশ চেয়ে টেক্সট করে, তাদের নিজেদের জীবন পরিবর্তন করতে বলুন আগে. শেয়ার মার্কেট এ আমরা সবাই লস করি. আমি নিজেও কি করিনি? বহুবার করেছি. সেটাকে রিকভার ও করেছি. এইটা ই পুঁজিবাজারের ধর্ম. কিন্তু অযথা মানুষ কে প্রলুব্ধ করে ক্ষতি করাটা কোনো নীতির মাঝেই পড়েনা. নীতিহীন কর্ম, পশুর সমান- কোথায় যেন এই প্রবাদ টা পড়েছিলাম.
এবং.....অভ্যাস পরিবর্তন করুন. কমেন্টস এ এবং মেসেঞ্জার এ, ভাই এই শেয়ার টা কি কি হবে, কতদূর যাবে, কতদিন লাগবে এই জাতীয় জিজ্ঞাসার মনোভাব পরিবর্তন করুন. কেও আমরা এখানে টিয়াপাখির ব্যবসা খুলে বসিনি যে জোতিষির মতো করে বলে দিতে পারবো যে অমুক দিন অমুক শেয়ার এর দাম এতো থাকবে. শেয়ার মার্কেট ভাই, মুহূর্তে মুহূর্তে এখানে ডিসিশান চেঞ্জ হয়. আপনাকে সেটা বুঝতে হবে. আমরা শুধু খোঁজ খবর করি, ধারণা করি মাত্র. এর বেশি মার্কেট এর কোনো নিয়ন্ত্রণ তো শুধু আমাদের কেন, কারো হাত এই থাকেনা.
ভালো থাকুন. নিরাপদে থাকুন. নিজের বিনিয়োগ সুরক্ষিত রাখুন.