PDA

View Full Version : বুলিস ট্রেন্ড ও বেয়ারিস ট্রেন্ড কাকে বলে?



Starship
2021-03-12, 09:53 PM
ফরেক্সে সাধারণত বুলিস ট্রেন্ড এবং বেয়ারিস ট্রেন্ড একটি খুবই পরিচিত শব্দ। আমরা অনেকে এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই। যখন ক্রমাগতভাবে আপর ট্রেন্ডে বড় ধরনের মুভমেন্ট করে তখন তাকে বুলিস ট্রেন্ডে বলে। অপরদিকে ঠিক একইভাবে প্রাইস নিম্নমুখী মুভমেন্ট করাকে বেয়ারিস ট্রেন্ড বলে।

13884

EmonFX
2021-03-13, 10:54 PM
মার্কেট যখন হায়ার হাই তৈরি করতে করতে উপরের দিকে যেতে থাকে তখন তাকে আমরা মার্কেটের বুলিস ট্রেন্ড বলে থাকে। আবার যখন মার্কেট লোয়ার লো ক্রিয়েট করতে করতে ক্রমাগত নিচের দিকে যেতে থাকে তখন তাকে মার্কেটের বেয়ারিশ ট্রেন্ড বলা হয়ে থাকে। মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করা ফরেক্স ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট। কখনোই মার্কেটের ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করা ঠিক নয়। জনৈক ট্রেডার বলেছিলেন, "ফরেক্স ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড"। অনেক ট্রেডার আছেন যারা শুধু ট্রেন্ড ফলো করেই ট্রেড করে থাকেন এবং সফল হচ্ছেন। আপনার ফান্ডামেন্টাল এবং টেকনিকাল এনালাইসিস যদি ট্রেন্ড এর বিপরীত ফলাফল দেয় তবুও ট্রেন্ড বিপরীত দিক থেকে ট্রেড করা ঠিক নয়।

KAZIMAJHARULISLAM
2021-03-14, 06:59 AM
বড় কোন পরিবর্তন ছাড়া,একটা নদীর মতোই ফরেক্স মার্কেট আপন গতিতে বহমান। অর্থাৎ মার্কেট নির্দিষ্ট ধারা বা নির্দিষ্ট গতিতে চলতে থাকে।কিন্তু যখন কোন দেশে প্রাকৃতিক দুর্যোগ,বা আভ্যন্তরীণ বড় কোন পরিবর্তন,বা খনিজ সম্পদের প্রাপ্যতা, এবং ভৌগোলিক অবস্থানের অনেক বড় পরিবর্তন হয়,তখন ওই দেশের সাথে সম্পৃক্ত অর্থ ব্যবস্থার পরিবর্তন হয়।যার প্রভাব পড়ে বিশ্ব অর্থ বাজারে।এবং তখন মার্কেট অনেক বড় পরিবর্তন হয়।এবং তখন মার্কেট নির্দিষ্ট গতির বাইরে গিয়ে,যেকোনো একদিকে চলতে থাকে।এবং দীর্ঘ সময় ধরে ওই একই দিকে চলতে থাকে। যাকে ফরেক্স মার্কেটের ভাষায় ট্রেন্ড বলা হয়ে থাকে।যখন মার্কেট ট্রেন্ড দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী থাকে বা আপার অবস্থানে থাকে তখন তাকে বুলিশ ট্রেন্ড বলে। আবার যখন মার্কেট দীর্ঘ সময় ধরে নিম্নমুখী থাকে,বা নিচের দিকে নামতে থাকে তখন তাকে বেয়ারিশ ট্রেন্ড বলে।তাই যেকোনো ট্রেডে, এন্ট্রি নেয়ার পূর্বে, অবশ্যই মার্কেট ট্রেন্ডের প্রতি খেয়াল রাখতে হবে।