View Full Version : অতিরিক্ত লোভ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়?
Starship
2021-03-15, 10:47 PM
ফরেক্সে অতিরিক্ত লোভ একটি খুবই বিপদজনক। এই অতিরিক্ত লোভের কারণে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলি। তাই আমাদের জানতে হবে কিভাবে অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করা যেতে পারে? আপনার মতে অতিরিক্ত রোভ নিয়ন্ত্রণ করার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন?:(;)
KAZIMAJHARULISLAM
2021-03-16, 09:27 AM
আসলে ভাইয়া নীতি কথা দিয়ে,এই জিনিসটা মূল্যায়ন করা খুবই কঠিন। কেননা শুরুতে আমরা চাইলেও এ বিষয়টি সঠিকভাবে উপলদ্ধি করতে পারিনা।যার ফলে লোভের কাছে হেরে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বসি। কিন্তু পরবর্তীতে এই বাজে অভিজ্ঞতা থেকে,যে শিক্ষা হয়,তা আমাদের সবসময়ই মাথায় থাকে। সেই জন্যই তো বলে সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে বাজে অভিজ্ঞতা থেকে।তবে আমাদের এই অতিরিক্ত লোভ নিয়ন্ত্রনে,ডেমো ট্রেডিং এ সিরিয়াস হয়ে প্রাক্টিস করা উচিত, সেই সাথে লোভের ভয়াবহ পরিণতি এবং সফল ট্রেডার দের কাছ থেকে,এর ভয়াবহতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা গ্রহন করা উচিত।
Starship
2021-03-16, 11:30 PM
আসলে ভাইয়া নীতি কথা দিয়ে,এই জিনিসটা মূল্যায়ন করা খুবই কঠিন। কেননা শুরুতে আমরা চাইলেও এ বিষয়টি সঠিকভাবে উপলদ্ধি করতে পারিনা।যার ফলে লোভের কাছে হেরে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বসি। কিন্তু পরবর্তীতে এই বাজে অভিজ্ঞতা থেকে,যে শিক্ষা হয়,তা আমাদের সবসময়ই মাথায় থাকে। সেই জন্যই তো বলে সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে বাজে অভিজ্ঞতা থেকে।তবে আমাদের এই অতিরিক্ত লোভ নিয়ন্ত্রনে,ডেমো ট্রেডিং এ সিরিয়াস হয়ে প্রাক্টিস করা উচিত, সেই সাথে লোভের ভয়াবহ পরিণতি এবং সফল ট্রেডার দের কাছ থেকে,এর ভয়াবহতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা গ্রহন করা উচিত।
অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করা একজন ট্রেডারের পক্ষে খুবই কঠিন। যদি তিনি এটি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার সফলতা পর্যাপ্ত সময় লেগে যায়। অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আপনাকে নেগেটিভ বিষয়গুলো তুলতে হবে। এমন অনেকেই রয়েছে যারা নিজের ব্যালেন্সকে টিকিয়ে রাখতে পারে না এই অতিরিক্ত লোভের কারণে। তাই লটে ডেমো একাউন্টে অনুশীলন করতে হবে। একমাত্র অনুশীলনের মাধ্যমে আপনি অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই অনুশীলনের কোন বিকল্প নেই লোভ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে।
Sakib42
2021-03-16, 11:53 PM
নিজেদের আবেগকে কন্ট্রোল করে এবং শক্ত মনোবল এর মাধ্যমে আমরা নিজেদের লোভকে কন্ট্রোল করতে সক্ষম হই। লোভ আমাদের জন্য খুবই মারাত্মক এবং বিপদজনক একটি অবস্থার সৃষ্টি করে দেয়। এটির ফলে আমরা মুহূর্তের মধ্যে আমাদের সবকিছু হারিয়ে ফেলি এবং হতাশায় লিপ্ত হয়ে যায় যেটি আমাদের জন্য খুবই বিপদজনক। বেশিরভাগ সময়ে ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। এ থেকে পরিত্রাণের জন্য আমাদের মনকে কন্ট্রোল করার শক্তি অর্জন করতে হবে।
EmonFX
2021-03-17, 05:57 AM
ফরেক্স মার্কেটে শুরুর দিকে লোভ নিয়ন্ত্রণ করে ট্রেডিং করা প্রত্যেকটা টেন্ডারের কাছেই একটা কঠিন ব্যাপার। প্রত্যেকটি ট্রেডারই শুরুতে লোভের ফাঁদে পা দেয় আর পরিণামে ব্যালেন্স হারিয়ে ফেলে। আসলে এই সময়টায় চাইলেও লোভ কন্ট্রোল করা যায় না। লোভ করে ভুল করার কারণে বারবার ব্যালেন্স হারানোর পরে তখন কেবল ভুল থেকে শিক্ষা হয়। আসলে লোভ নিয়ন্ত্রণ করার কোন একজ্যাক্ট কৌশল নেই। এর জন্য মানি ম্যানেজমেন্ট সহ ফরেক্স ট্রেডিং এর সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি যখন মানি ম্যানেজমেন্ট স্ট্রিক্টলি মেনে চলবেন তখন স্বাভাবিকভাবেই আপনার উল্টাপাল্টা ট্রেডিং নিয়ন্ত্রিত হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.