PDA

View Full Version : মার্জিল কল খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি।



Starship
2021-03-15, 11:14 PM
মার্জিন কল ফরেক্সে ট্রেডিংয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এমন কোন ট্রেডার নেই যে নিজের ব্যালেন্স না হারিয়েছে। অনেক চেষ্টা করার পরেও দেখেছি যে আমরা ব্যালেন্স হারিয়ে ফেলি তাই আমাদের আরও বেশি সতর্ক হয়ে ট্রেড করতে হবে। ইতিপূর্বে কে কতবার মার্জিন কল খেয়েছেন বা ব্যালেন্স হারিয়েছেন?:(:woo:

EmonFX
2021-03-16, 08:22 AM
কখনো মার্জিন কল খায়নি এমন ট্রেডার ফরেক্স মার্কেটে খুঁজে পাওয়া যাবে না। কম বেশি মার্জিন কল সবাই খেয়েছেন। আমিও ইতোমধ্যে কয়েকবার মার্জিন কল খেয়েছি। আমাদের উচিত মার্জিন কল খাওয়ার কারণগুলো আইডেন্টিফাই করে সে অনুযায়ী নিজেকে সংশোধন করে পরবর্তীতে ট্রেড শুরু করো। মার্জিন কল খাওয়ার পেছনে যে ব্যপারগুলো কাজ করে তা হলো অতিরিক্ত লোভ, অধৈর্যতা এবং স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করা। তাই মার্জিন কল খেলে অধৈর্য বা হতাশ না হয়ে নিজের ভুলগুলো সংশোধন করতে হবে। এর জন্য প্রচুর স্টাডি ও মার্কেট এনালাইসিস করতে হবে। এবং ডেমো প্লাটফর্মে অনুশীলনের মাধ্যমে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি পেলে তখন রিয়েল ট্রেডিং শুরু করতে হবে। তাহলেই কেবল আমরা এ অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো।

KAZIMAJHARULISLAM
2021-03-16, 09:36 AM
একজন সফল ট্রেডার হওয়ায় পেছনের গল্পটা একটু কঠিনই হয়। কেননা সফলতা মায়ের হাতের মোয়ার মতো সহজলভ্য নয়। সেই জন্য আমাদের বিভিন্ন বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তেমনি ফরেক্সে মার্জিন কল খায়নি,এমন ট্রেডার হয়তো খুঁজে পাওয়া যাবে না। কেননা শুরুতে আমরা কেউই ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দক্ষ থাকি না,যার ফলে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস করতে না পেরেই ট্রেডে এন্ট্রি নিয়ে বসি,আর তখন মার্কেট বিপরীতে গেলেই মার্জিন লেভেল কমে যায়। এমনকি একাউন্ট জিরোও হয়ে যেতে পারে।আমি নিজেই একবার একাউন্ট জিরো করে ফেলেছি। তাই সকলের উচিত, ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পরেই ট্রেডিং শুরু করা। সেই সাথে লোভ ও আবেগ নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধারণ করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেননা একাউন্ট জিরো হওয়ার পর, রিকভারি করাটা যে কতটা কষ্টকর,এইটা শুধু আমার মতো ট্রেডাররাই বুঝবে।

Mas26
2021-03-16, 07:59 PM
আমার মনে হয় আমরা অধিকাংশ ট্রেডাররা ই মাজিন কল কমবেশি খেয়েছি কিন্তু মনে করেন মার্জিন কল টা যদি আমরা ট্রেড করার পূর্বে সতর্ক হয়ে করতে পারি তাহলে আমাদের হয়তোবা আমাদের মাজিনকল খাওয়ার প্রয়োজন হতো না কিন্তু আমরা অনেক সময় লস করার পরে আমরা একটার পর একটা ট্রেড নিতে চেষ্টা করি একারণেই আমরা মার্জিন কল খেয়ে থাকি অবশ্য আমিও কয়েকবার মারজিন কল খেয়েছি এবং মাজিনকলের মাধ্যমে আমার অনেক লস হয়েছে এবং আমি অ্যাকাউন্ট অনেক সময় জিরো হয়ে গেছে।

Starship
2021-03-16, 11:22 PM
আমার মনে হয় আমরা অধিকাংশ ট্রেডাররা ই মাজিন কল কমবেশি খেয়েছি কিন্তু মনে করেন মার্জিন কল টা যদি আমরা ট্রেড করার পূর্বে সতর্ক হয়ে করতে পারি তাহলে আমাদের হয়তোবা আমাদের মাজিনকল খাওয়ার প্রয়োজন হতো না কিন্তু আমরা অনেক সময় লস করার পরে আমরা একটার পর একটা ট্রেড নিতে চেষ্টা করি একারণেই আমরা মার্জিন কল খেয়ে থাকি অবশ্য আমিও কয়েকবার মারজিন কল খেয়েছি এবং মাজিনকলের মাধ্যমে আমার অনেক লস হয়েছে এবং আমি অ্যাকাউন্ট অনেক সময় জিরো হয়ে গেছে।

একদম ঠিক বলেছেন আপনি। ফরেক্সে আমরা অনেকে আমাদের ব্যালেন্স চেক টিকিয়ে রাখার জন্য বা আমার জীবন থেকে নিজের একাউন্টকে রক্ষা করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করে থাকি। তার পরেও যখন আমাদের ব্যালেন্সকে টিকিয়ে রাখতে পারি না। তার মানে আপনাকে জানতে হবে আমাদের পর্যাপ্ত জ্ঞান এর অভাব রয়েছে। তাই আমাদেরকে ব্যালেন্স টিকে রাখার জন্য হল জ্ঞান অর্জন করা হবে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। আর অতিরিক্ত লোভ অবশ্যই নিয়ন্ত্রণ করে ট্রেড করতে হবে তাহলে আমাদের ব্যালেন্স টিকিয়ে রাখা যাবে।

Sakib42
2021-03-16, 11:57 PM
এই ব্যবসার সাথে যারাই সংযুক্ত রয়েছে না কেন তারা কোন না কোন দিন মার্জিন কল এর সসন্মুখীন হয়েছে। এটি আমাদের ব্যবসায়ের একটি অনেক বড় অংশ আমরা চাইলেই সবসময় এড়িয়ে যেতে পারে না। অনেক কর্মরত অনেক মানুষ রয়েছে যাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হলো মার্জিন কল। আমরা যদি চাই এই মার্জিন কল থেকে কিছুটা রক্ষা পেতে পারি। করতে পারি তাহলে আমার মার্জিন কল থেকে রেহাই পাব।