Log in

View Full Version : সাধারনত কত মুলধন নিয়ে ট্রেডিং করলে, নিয়মিত একটা ভালো উপার্জন সম্ভব??



KAZIMAJHARULISLAM
2021-03-16, 09:53 AM
ফরেক্স থেকে উপার্জন করতে,একটি ভালোমানের ইনভেস্টমেন্ট বা মূলধন অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ উপাদান। কেননা এই মূলধনের উপরে ভিত্তি করেই, আপনার এন্ট্রি লটের পরিমাণ বাড়বে কমবে। সেই সাথে সম পরিমাণ পিপসের পরিবর্তনেই,বড় লটের ট্রেডে বেশি পরিমাণ প্রফিট হবে। তাই সিনিয়র ও অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি যে,আমি কত ডলার ইনভেস্ট করলে,বা কত মূলধন নিয়ে কাজ শুরু করলে, নিয়মিত একটা ভালো মাপের উপার্জন করতে পারবো?

Starship
2021-03-16, 01:05 PM
শুধু ব্যালেন্স থাকলেই আপনি দৈনিক আয় করতে পারবেন না তার সঙ্গে প্রয়োজন ট্রেনিং দক্ষতা। আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে কিন্তু ট্রেডিং দক্ষতা না থাকলে সেক্ষেত্রে আপনি সে ব্যালেন্স দিও কোন কাজে আসবে না। তাই ট্রেডিং দক্ষতার পাশাপাশি ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার যত বেশী ব্যালান্স থাকবে তথ্য প্রফিট করার সম্ভাবনা থাকবে তবে ন্যূনতম যদি 200 ডলার দিয়ে আপনি কে শুরু করেন তাহলে 500 থেকে 600 প্রিস আয় করতে পারবেন। আমরা ইতিপূর্বে যতবার ব্যালেন্স 0 বাড়াতে ভাবে লজ্জার সম্মুখীন হয়েছে তার পেছনের কারণ হলো অতিরিক্ত লোভ। এটা নিয়ন্ত্রণ করে ট্রেড করতে হবে নতুবা নিজের ব্যালেন্সই টিকিয়ে কি রাখা যাবে না।

EmonFX
2021-03-16, 03:45 PM
ফরেক্স মার্কেটে ছোট মূলধন নিয়ে ট্রেডিং করে টিকে থাকা আসলে অনেকটা কঠিন বলা যায়। ছোটো মূলধন নিয়ে টিকে থাকা যায় না ঠিক এমন নয় তবে অনেক স্ট্রাগল করে টিকে থাকতে হয়। আপনার ফরেক্স ট্রেডিং সম্পর্কে যতই দক্ষতা থাকুক না কেন পাশাপাশি বড় মূলধনের দরকার রয়েছে। ফরেক্স মার্কেটে ট্রেডিং করে টিকে থেকে প্রফিট করার জন্য মূলধন এবং দক্ষতা একে অন্যের পরিপূরক। এর একটিকে বাদ দিয়ে অন্যটি অসম্পূর্ণ। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং করার জন্য ন্যূনতম 300 থেকে 500 ডলার ডিপোজিট করলে মোটামুটি ভাবে মার্কেটে টিকে থেকে প্রতিনিয়ত কিছুটা প্রফিট করা সম্ভব বলে আমি মনে করি। ছোট মূলধন থাকলে অনেক সময় রিস্ক নিয়ে ট্রেড করা যায় না। সব সময় মূলধন হারানোর ভয় থাকে বিধায় অনেক সময় এনালাইসিস পজিটিভ রেজাল্ট দিলেও মূলধন হারানোর ভয় সঠিক সময়ে সঠিক এন্ট্রি নেয়া সম্ভব হয় না।